প্রত্যয়

লিখেছেন লিখেছেন এম এ এস মানিক ০৫ জানুয়ারি, ২০১৩, ০৪:৫৫:১৮ বিকাল

আমি দুরন্ত-দূর্বার-দূর্জয়

সহস্র-কোটি বাঁধা পেরিয়ে

এগিয়ে যাব আগামীর পথে

এটাই আমার প্রত্যয়।

আমি আগামীর বিপ্লবী সৈনিক

নতুন দিনের আলো জ্বালাব আমি

এই পৃথিবীর চারিদিক।

আকাশে-বাতাসে, পত্র-পল্লবে

সীমাহীন সীমানায় ছড়িয়ে দেব

সমাজ পরিবর্তনের বিদ্রোহী সমাচার।

আমি ঘুণে ধরা কুলষিত সমাজটাকে

উল্টেপাল্টে করব একাকার

চিরতরে নিঃশেষ করে দেব

আছে যত অনাচার।

আমি ধূমকেতু, আমি উল্কা

সারা পৃথিবীর প্রতিটি প্রান্তে

ছড়িয়ে দেব নবজাগরণের বার্তা।

বিষয়: সাহিত্য

১০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File