যাত্রা হলো শুরু ।। হারিয়ে যাবার নেই মানা......
লিখেছেন লিখেছেন এম এ এস মানিক ০৪ জানুয়ারি, ২০১৩, ০৪:০৬:২৫ বিকাল
লেখালেখির ইচ্ছে, শখ, নেশা বা বদঅভ্যাস যাই বলুন না কেন এটা আমার অনেক দিনের। এখনও কাঁচা হাত পাকাতে পারিনি। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। হয়তো একদিন......অনেক খুঁজে মনের মতো লেখার একটা প্লাটফর্ম পেলাম। মনের সুখে ডানা মেলে উড়ে বেড়ানোর একটা মহাকাশ পেলাম। আজ আমি যেদিক ইচ্ছে, যতদূর ইচ্ছে যেতে পারব। দূর থেকে দূরান্তে মিলিয়ে যেতে পারব। আজ আমার হারিয়ে যেতে নেই মানা।
বিষয়: বিবিধ
১১৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন