বাংলাদেশের হলুদ মিডিয়া, সাম্প্রদায়ীক জামায়াত এবং 'আউটলুক ইন্ডিয়া'র এস এন এম আবদি...

লিখেছেন লিখেছেন হায়পোথিসিস ১৪ মার্চ, ২০১৩, ১১:০৪:২৬ সকাল

স্বাধীন এবং ভাড়াটে মিডিয়ার পার্থক্যটা ধরা যেত না ‘আউটলুক ইন্ডিয়া’ এর ‘বাংলাদেশ: জামায়াতে ইসলামী: দ্য মনস্টার ব্রিথস এয়ার’ শীর্ষক নিবন্ধটি না পড়লে। বাংলাদেশের বেশির ভাগ মিডিয়া ভাড়া খাটছে। প্তথম আলো, কালের কন্ঠ, জনকন্ঠ, সমকাল, ইত্যাদি বহু পত্রিকা এবং অনেক টিভি চ্যানেল। খালি মিডিয়াই বা বলি কেন, ভাড়া খাটছে অনেক নাম করা ব্যক্তি (এদের ভিতর আছে: সচিব, আর্মি-পুলিশের অফিসার, প্রফেসর, সাংবাদিক, রাজনৈতিক নেতা্-কর্মী, এমন কি কিছু্-কিছু তথাকথিত ইমাম ও)। যারা কথার যাদু দিয়ে মানুষকে বোকা বানিয়ে রেখেছে এবং বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়নে ততপর রয়েছে।

ত এদের এতদিনের যত্নে তৈরী ফানুস - জামায়াত মানেই সাম্প্রদায়ীক, যে চাপাতি, ছুরি, বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সংখ্যালঘু বিশেষ করে হিন্দু দেখলেই তাকে খুন করে ফেলছে, মন্দির ভেঙ্গে ফেলছে। যদি ও বাস্তবে এরা কখন প্রমান দিতে পারে নি তবু এদের গোয়েবলসিও প্রচারে মানুষ বিভ্রান্ত হয়েছে। বাস্তবে কিন্তু এদের প্রিয় দল আওয়ামী লীগ, ছাত্র লীগ কে ই চাপাতি, ছুরি, বন্দুকের ব্যবহার এস্তেমাল করতে নিত্য দেখা যায়। কিন্তু ‘হিজ মাস্টার্স ভয়েস’ - মাস্টারের ইচ্ছা মত লিখতে হবে ত।

যাই হোক ‘আউটলুক ইন্ডিয়া’র প্রখ্যাত সাংবাদিক এস এন এম আবদি পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেত্রী শ্রীলা মজুমদারের স্বামী তার প্রবন্ধে সেই ফানুস ফুটিয়ে একেবারে চুপসে দিয়েছে (তাও আবার ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের বরাত দিয়ে)ঃ

জামায়াতে ইসলামী বাংলাদেশের সবচেয়ে ভাল দিকটি হলো তারা ধর্মীয় বিশ্বাসের কারণে কোন হিন্দুকে হত্যা করে না। সততার সঙ্গে বলতে হয়, ভারতে হিন্দুত্ববাদী কিছু সংগঠনের হাতে যেভাবে মুসলমানরা নিয়মিত টার্গেটে পরিণত হচ্ছে সেখানে জামায়াত নিষ্ক্রিয়ই। এ দলটি সম্পর্কে এটিই সরল সোজা সত্য কথা। অবশ্যই ভারত ও পশ্চিমা মিডিয়া এসব বিষয়ে রিপোর্ট ছাপছে না। বাংলাদেশের ক্রমবর্ধমান অস্থিরতা, যুদ্ধাপরাধ আদালতের বিচার, শাহবাগ স্কয়ারের আন্দোলন এবং জামায়াতের নয়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় নৃশংসতার অভিযোগে ফাঁসির আদেশ - এ সব কিছুতেই ভারতীয় ও পশ্চিমা মিডিয়া জামায়াতকে বেপরোয়া দৈত্যের সঙ্গে তুলনা করছে।“


আল্লাহ সুবহানু ওয়া তা’য়ালা ‘আউটলুক ইন্ডিয়া’র মাধ্যমে আমাদের দেশের ভাড়াটে মিডিয়া গুলির মিথ্যাবাদিতা প্রকাশ করে দিয়েছেন।

এদের জামায়াত-শিবিরাতঙ্ক (আসলে ইসলামাতঙ্ক), জলাতঙ্কের মত এতটাই ভয়ঙ্কর যে এরা পত্রিকা অফিসের ডেস্কে বসেই দেখতা পায়ঃ

০০০ ইসলাম প্রগতির অন্তরায় এবং মুসলমানরা সন্ত্রাসী (সন্ত্রাসী, খুনি হিসেবে তুলে ধরার জন্য এরা দীর্ঘ্য ৪২ বছর ধরে দাড়ি-টুপি ওয়ালাদের ভিলেন হিসেবে দেখিয়ে আসছে।)

০০০ শিবির রগ কাটে (যদিও কোন ছবি দিয়ে দেখাতে পারে নি। বরং ছাত্রলীগ রগ কেটেছে তার ছবি অনেক আছে)

০০০ জামায়াত-শিবির সাম্প্রদায়ীক (বাস্তবে এরাই পাড় সাম্প্রদায়ীক)

০০০ জামায়াত-শিবিরের কিলিং স্কোয়ার্ড লিস্ট নিয়ে মাঠে নেমেছে (বাস্তবে আওয়ামী ক্যাডারের দেরই কিলিং স্কোয়ার্ড দেশ জুড়ে গুম-খুন করে বেড়াচ্ছে)

০০০ ইত্যাদি, ইত্যাদি, ............



এই হলুদ মিডিয়া বন্ধ করা এখন সময়ের দাবি।


বিষয়: বিবিধ

১৭৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File