গাঁজাতে দিলে টান কত কথা্য না আসে...

লিখেছেন লিখেছেন হায়পোথিসিস ১২ মার্চ, ২০১৩, ০৩:৫৪:০৬ রাত

সাইবারে সক্রিয় ৫ হাজার শিবির কর্মী!

সিনিয়র করেসপন্ডেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

(আমার বিশ্লেষন ‘০০০’ চিনহের পরে দিলাম)

“৬ ফেব্রুয়ারি জামায়াত ও শিবিরের কেন্দ্রীয় কমিটির যৌথ বৈঠকে শাহবাগ বিষয়ে প্রথম আলোচনা হয় বলে নির্ভরযোগ্য সূত্র বাংলানিউজকে জানিয়েছে।“


০০০ গাঁজাতে টান মারিয়া কত কিছুই না লিখা যায়। শুনেছি গাঁজার নৌকা চলে পাহাড়ের উপর দিয়া। যে দলের প্রায় সমস্ত প্রথন, দ্বিতীয় সারির নেতাদের বন্দী করা হয়েছে। প্রেস ক্লাবে মিটিং করলে ও যাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তারা মিটিং করেছে আর এই জ্ঞান পাপিরা জানতে পেরেছে নির্ভরযোগ্য (?) সুত্রে আবার তারিখ ও জানে কিন্তু কোন এরেষ্ট হল না।

“অনলাইনে গণজাগরনের পক্ষে যেসব গ্রুপ আছে সেসব গ্রুপের মধ্যেও ঢুকে পড়েছে জামায়াত-শিবিরের কর্মীরা। তারা ছদ্মবেশে গণজাগরণের মূলপাতায় ঢুকে নিজেদের আন্দোলনকারী হিসেবে পরিচয় দিয়ে ফেইসবুকে ইসলাম ধর্ম, পবিত্র কোরআন ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করছে। যেসব উক্তির পাল্টা জবাবও নিজেরাই দিচ্ছে।“


০০০ জামায়াত-শিবির এতই শক্তিশালী যে বাম হাতের মিডিয়া, তথ্য মন্ত্রনালয় সব থাকার পরেও জামায়ত গণজাগরনের (শয়তানের) তৈরী পাতায় ঢুকে ইসলামের বিরুদ্ধে লিখে এইসব গাধাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আহা !! সরকারের উচিৎ এইসব গাধাগুলিকে, যারা নিজেদের হাতে পুরা বাংলাদেশ থাকার পরও জামায়াত-শিবিরকে ঠেকাতে পারছেনা তাদের গলায় দড়ি দিয়ে মরার পরামর্শ দিতে পারে।

“বাংলানিউজকে তিনি বলেন, ‘‘জামায়াত-শিবিরের পেইড ব্লগাররা শাহবাগ আন্দোলনের ভুল মেসেজ দিতে চাচ্ছে। ফেসবুকে ব্লগে তারা আগে থেকেই বিভ্রান্তি ছড়াচ্ছে।“


০০০ নিজেরা ‘র’ এর কাছ থেকে নিয়মিত মাসোহারা পেলে ভাবা যায় অন্যরাও নিশ্চয় মাসোহারা নিয়েই কাজ করছে। কারন এরা ত ডেডিকেশন কি জিনিষ তা বুঝতে অক্ষম।

“তবে এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীটি বর্তমানে অনলাইনে কোনঠাসা। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনার অনলাইন অ্যাকটিভিস্ট আছি তারা রাজপথ এবং অনলাইন দু`জায়গাতেই তৎপর আছি।’’


০০০ একি স্ব-বিরোধি হয়ে গেল নাকি? জামায়াত-শিবিরের আক্রমনে শয়তানদের (গনজাগরনের) পাতায় ভুতের মত কাজ হয়ে যাচ্ছে। গনজাগরন ইসলাম, নবী (স), পবিত্র কোরানের বিরুদ্ধে কোন কটুক্তি করে না। করছে জামায়াত। আবার এখানে বলা হচ্ছে জামায়াত-শিবির অনলাইনে কোনঠাসা হয়ে গেছে। গাঁজায় টান দিয়ে লিখতে বসলে এমনিভাবেই ধরা খেয়ে যায়।

“রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, অনলাইনে জামায়াত-শিবিরের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে একটি বিশেষ টিম। যেকোনো সময় বিভ্রান্তিকারীদের কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ হতে পারে।“


০০০ তাহলে গোয়ান্দা সংস্থা ও জামায়াত-শিবিরের সাথে পেরে উঠছেনা। তবে এতক্ষনে এই রিপোর্টার এদের আসল উদ্দ্যেশ্যটাও ফাঁস করে দিল। উদ্দ্যেশ্য হচ্ছে শিঘ্রই কিছু দাড়ি-টুপি ওয়ালা (জামায়াত-শিবির) ব্লগার ধরে পিটিয়ে স্বীকার করানো হবে যে জামায়াত-শিবির ই আল্লাহ, নবী (স), এবং কোরান মজিদের বিরুদ্ধে কটুক্তি লিখেছে। আর থাবাবাবা, আসিফ মহিউদ্দীনরা নাস্তিক নয় ওরা আল্লাহ প্রেমিক। জাফর ইকবাল, শাহরিয়ার কবির, ইনুরা বাম পন্থী হলে ও আল্লাহ প্রেমিক। চমৎকার !!!

বিষয়: বিবিধ

১৪৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File