হে আল্লাহ, আমাদের কাজ কে তুমি পরিশুদ্ধ করে দাও। আমাদেরকে জালিমদের অন্তর্ভুক্ত করো না।

লিখেছেন লিখেছেন হায়পোথিসিস ২০ মে, ২০১৩, ১১:৩৮:৩৭ রাত



মানবাধীকারের মি মিজান মারা গেছে (টু শব্দটি ও শুনা যাচ্ছে না)

সু (কু)শিল (জাফর ইকবাল, সুলতানা কামাল, ইত্যাদী) পটল তুলেছে (আসিফ নজরুলের মত যারা তথাকথিত জাতীয়তাবাদি কুশিল তারা জামায়াত-শিবির, হেফাজতের ক্ষেত্রে (মোটকথা ইসলাম বিরোধি। হেফাজতের ১৩ দফায় দেহস ১৪০০ বছর পিছিয়ে যাবে বলেছিলেন এই কুশিল) জাফর, সুলাতানাদের মতই চোখ কানা।

আদালতের লাশ থেকে দুর্গন্ধ বাহির হচ্ছে,

(সাবেক বিচারপতি খায়রুল ত্রান তহবীল থেকে পাওয়া মাত্র ১০ লাখ টাকায় সব রায় দিয়ে দেশের ১২ টা বাজিয়ে গেছে।

বিচারপতি শামসুদ্দীন মানিক ঘুসের টাকায় বৃটেনে ৫ টি বাড়ীর মালিক,

বিপতি সিনহা আরেক বিপতি নাসিম কে প্রমোশনের (ঘুষ) বিনিময়ে তিন জনকে প্রমান না হলে ও ফাসিতে ঝুলিয়ে দিতে বলেছিলেন,

মাহমুদুর রহমানের ক্ষেত্রে এক বিপতি বলেছিলেন ‘ট্রুথ ইজ নট এ ডিফেন্স’

বিরোধী পক্ষ হলে এবং পুলিশ চাইলে আদালত সারা বছর ই রিমান্ড দিতে প্রস্তুত, ইত্যাদী.........)

মিডিয়া (সব পত্রিকা, সব টিভি চ্যানেল, জামায়াত, হেফাজত, এমন কি ইসলামী যে কোন কিছুর বিরুদ্ধে গল্প বানিয়ে এদের কে কল্পকথার দত্য বানানোর কাজে ব্যস্ত)

বিবিসি, সিএনএন, এরা বুশীয় মিডিয়া নীতি অনুযায়ী ইসলাম এবং মুসলিমের পক্ষে নয়, বিরুদ্ধে।

আমরা সাধারন মুসলিম নিজেকে প্রগতিশীল প্রমানে ব্যস্ত। কি জানি এদের পক্ষে দাঁড়ালে কে আবার বলে আমরা প্রতিক্রীয়াশীল হয়ে গেছি। তাই চুপ থাকায় বেছে নিয়েছি, কারন বোবার শত্রু নাই। ভুলে গেছি হাদিসে রাসুল (স) এর সেই অমর বানীঃ তোমাদের সামনে কোন অন্যায় হলে -

১। শক্তি থাকলে জোর করে থামিয়ে দিতে

২। না থাকলে মুখে তীব্র প্রতিবাদ করতে

৩। তাও না পারলে অন্তরে তীব্র ঘৃণা করতে (এমন চিন্তা করা যে আমার শক্তি থাকলে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতাম)

(রোহিঙ্গাদের পক্ষে ও আমরা দাঁড়ায় নি)

আবার অনেকে সওয়াব কামাতে ব্যস্ত। কত সওয়াব হলে মুক্তি পাওয়া যাবে, তা কি আমরা জানি? সওয়াব কামানো নয়, মুত্তাকী হওয়ার (নিজের কর্মকে আল্লাহর নির্দেশ অনুযায়ী ঠিক করে নেয়া) কথা বলে হয়েছে। সওয়াব হল ‘বাই প্রডাক্ট’ মুত্তাকী হওয়ার চেষ্টা করলে সওয়াব পাওয়া যাবে। আমরা আসল ছেড়ে ‘বাই প্রডাক্ট নিয়ে ব্যস্ত’।

এমনি অবস্থায়, আল্লাহর শাস্তি থেকে কি আমরা বাচতে পারব? না পারব না। তাই যে যে ক্ষেত্রে পারদর্শি তাকে সেই ক্ষেত্র থেকেই এই জালিমদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

হে আল্লাহ, আমাদের কাজ কে তুমি পরিশুদ্ধ করে দাও। আমাদেরকে জালিমদের অন্তর্ভুক্ত করো না। আমিন।

বিষয়: বিবিধ

১৯৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File