শয়তানকে অভিনন্দন! তাফসিরের সভায় ১৪৪!! - এই কি তথাকথিত মুসলিম বাংলাদেশের স্বাধীনতা???

লিখেছেন লিখেছেন হায়পোথিসিস ০৮ জানুয়ারি, ২০১৩, ১০:৫৮:৪৬ রাত

(২০১০ সালে অন্য ব্লগে অন্য নামে এই পোষ্ট টি দিয়েছিলাম। আজ ও এই পোষ্টের আবেদন আছে বলেই আবার দিচ্ছি।)

আমি আজ একটি ই-মেইল পেলাম তার ই কিছু অংশ (অনুবাদ করে) আপনাদের সাথে শেয়ার করছি।

বাংলাদেশ সরকার এই সব এর অনুমতি দিয়ে এবং এই কাজের কোন রুপ প্রতিবন্ধকতা ন করতে পারায় আমরা জনসাধারণ কি আল্লাহর শাস্তির উপযুক্ততা অর্জন করিনি?

১। ডঃ জাকির নায়েক বাংলাদেশে ইসলামি দাওয়াতে কাজে আসতে চাইলে তাকে ভিসা দেইনি (৩০ নভেম্বর, ২০১০)

২। অন্যদিকে শাহরুখ খান, রানী মুখার্জী, ঈসা কপিকার, অর্জুন রামপাল সহ আরো অনেক কে বাংলাদেশে শয়তানের দাওয়াত নিয়ে জাতিকে লজ্জাহীনতার ট্রেনিং দিতে বাংলাদেশ সরকার শুধু ভিসা দিয়েই খান্ত হয়নি তাদেরকে আর্মি দিয়ে সাহায্য করা হয়েছে।

৩। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই শুরু হয় ভারতীয় ক্ষ্যত অক্ষ্যাত শিল্পী আনার জোয়ার শুরু হয়।

৪। স্বপন চৌধুরী, বিএনপি’র যুব শাখার প্রক্তন নেতা অন্তর শোবিজ এক শাহরুখ খান কেই ভাতা দিয়েছে ২০০,০০০ ডলার। রানী মুখার্জিকে ৫০,০০০ ডলার, ঈসা কপিকারকে ২৫,০০০ ডলার, অর্জুন পালকে ১৫,০০০ ডলার দেয়া হয়েছে।

৫। যেখানে বিএনপি’র নেতাদের উপর ঝুলছে গ্রেফতার, অপহরনের, এমনকি হত্যার মত শাস্তির ভয়; সেখানে স্বপন চৌধুরীকে আওয়ামী লীগ দিয়েছে যা কিছু করার অধিকার।

৬। জানা গেছে বিদেশি শিল্পীদের ভাতা বাংলাদেশের কোন ব্যাংকের মাধ্যমে দেয়া হয়নি, দেয়া হয়েছে হুন্ডির মাধ্যমে। এতে বাংলাদেশ বঞ্ছিত হয়েছে ট্যাক্স থেকে।

৭। আরো জানা গেছে এই প্রগ্রাম থেকে আয় হয়েছে ১.৫ মিলিয়ন ডলার।

পরিশেষে একটি প্রশ্ন, যারা মুসলিম না হয়ে মরতে চান না তাদের জন্যঃ

"আমর বিল মারুফ নাহি আনিল মুনকার" এর কাজ এখন কি পযোজ্য? নাকি ইসলামের মক্কী যুগের প্রাথমিক পর্যায়ে মুসলিমরা যে জুলুম মুখ বুজে সহ্য করছিল আমাদের তাই করা উচিৎ?

বিষয়: বিবিধ

১০২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File