আওয়ামী নির্বাচন গ্রাউন্ড ওয়ার্ক? আপনি ও কি তাই মনে করেন??

লিখেছেন লিখেছেন হায়পোথিসিস ০৮ জানুয়ারি, ২০১৩, ০৮:৪৮:০৫ সকাল

নির্বাচনের আর মাত্র এক বছর বাকি। এখন, রংপুর বিভাগ ঘোষনা, গাজীপুর সিটি কর্পোরেশন ঘোষনা এবং এমনি কিছু পপুলার ঘোষনা আসছে ও আসবে। গত নির্বাচনের আগে যেমন ১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকুরী ঘোষনা দেয়া হয়েছিল তেমনি এবারের টোপ এই ঘোষনা গুলি।



"আর ২৩,০০০ প্রাথমিক বিদ্যালয় সরকারি হচ্ছে" - কারন টা বোধ হয় ২৩,০০০ বিদ্যালয়ের ২,৩০,০০০ (স্কুল প্রতি ১০ জন শিক্ষক ধরলে, এটা শুধু একটা ধারনা দেয়ার জন্য) শিক্ষক দের এবং তাদের পরিবারের সহানুভুতি কে ভোটের সময় কাজে লাগানর জন্য। তাছাড়া, এই সব বিদ্যালয়ের শিক্ষকদের ভোট কেন্দ্রে কাজে লাগান হবে।

আমার তাই মনে হচ্ছে। আপনাদের ও কি তাই মনে হয়?

বিষয়: বিবিধ

১০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File