কমিউনিটি ব্লগারস ফোরম জেদ্দার উদ্যোগে মহান বিজয় দিবস ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন
লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ৩০ ডিসেম্বর, ২০১৪, ০২:৩৫:৫৬ রাত
বিগত ২৬ শে ডিসেম্বর, ২০১৪ ইং রোজ শুক্রবার - 'মহান বিজয় দিবস ও অভিষেক অনুষ্ঠান' উপলক্ষে জেদ্দাস্থ আজিজিয়ায় হোটেল মেহরানে 'কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ)' জেদ্দা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি ছিল ব্যাতিক্রমধমী। এটি অংশগ্রহনকারীদের মাঝে এক অভূতপুর্ব অনুভূতি সৃষ্টি করে।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাত সাড়ে আটটায় শুরু হওয়া এ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সিবিএফ এর জেদ্দা সভাপতি, ব্লগিং জগতে অত্যান্ত সুপরিচিত ব্লগার আবু সাইফ।
প্রধান অতিথি হিসেবে ছিলেন সিবিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাহিত্যিক, কবি ও খ্যাতনামা ব্লগার জনাব প্রবাসী মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, মিডিয়া ব্যাক্তিত্ব ও ইসলামী চিন্তাবিদ জনাব আজমী।
ব্লগিং, ফেইসবুক এবং টুইটারে হাজার হাজার ফ্রেন্ডস আর ফলোয়াকে নিয়ে অত্যান্ত দাপটের সাথে চষে বেড়ানো আত্মপ্রত্যয়ী, সাহিত্য সংস্কৃতিক বোদ্ধাসহ প্রবাসে বিভিন্ন পেশায় জড়িত এক ঝাক নবীন-প্রবীন 'নেটপোকার' অংশগ্রহনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সবাইকে দারুণভাবে বিমোহিত করে।
তিনপর্বে আয়োজিত অত্যান্ত প্রাণচঞ্চল্য ও আকর্ষনীয় উপস্থাপনার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটিকে মাতিয়ে রেখেছিলেন জনাব ইবনে আহমাদ, হাসনাত আলম ও শাহীন কবির।
অনুষ্ঠানের শুরুতে জেদ্দা সিবিএফ সভাপতির শুভেচ্ছা ব্ক্তব্য ছিল খুবই মনোমুগ্ধকর। আজকের এ বাস্তবতায় ব্লগিং আর ফেইসবুকে সৃজনশীল সাহিত্য চর্চার মাধ্যমে বাংলাভাষার উতকর্ষ সাধনের পাশাপাশি ব্লগার থেকে লেখক তৈরীর উদ্দেশ্য সিবিএফ কেন্দ্রীয় কমিটি লেখকদের যে সংঘের যাত্রা শুরু করেছে, তার ভুয়সী প্রশংসা করেন। প্রবাসের এ নির্জনতায় বসে দেশ, ধর্ম ও সাহিত্যকে ক্ষুরধার লেখনীর মাধ্যমে আগামী প্রজম্ম হতে নতুন কবি সাহিত্যিক তৈরীর জন্য তিনি সবাইকে এগিয়ে আসার আহব্বান করেন। জেদ্দা সিবিএফ এর ভবিষ্যত পরিকল্পনা ও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে লোক তৈরীর রোড ম্যাপ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগীদ দেন।
প্রধান অতিথির বক্তব্য সিবিএফ কেন্দ্রীয় সভাপতি এ ফোরামের উদ্যোক্তা ব্লগার 'চাটগা থেকে বাহার', ডিজিটাল প্রেসিডেন্ট, মাইনেম ইজ খান, ইকু ইকবাল, মুসা খান এবং নজরুল ইসলামসহ নাম না জানা সকল উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন স্ব স্ব স্থানে একত্রিত হয়ে সিবিএফ এর ব্যানারে যারা কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে এসেছেন। আগামীতে সিবিএফ তার কর্মকান্ডের মাধ্যমে সবার মাঝে নতুন দিগন্ত উম্মোচন করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিজয় দিবসের আলোচনায় অংশগ্রহন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাহিত্যিক, অধ্যাপক ও খাতনামা ব্লগার জনাব আমিনুল হক। ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরে তার 'চেতনা শীর্ষক' আলোচনায় দর্শকদের মুগ্ধ করেন।
বিজয় দিবসের ইতিহাস আলোচনায় বিশিষ্ট সাংবাদিক, লেখক মাওলানা আসাদুজ্জামানের তথ্যভিত্তিক ও যুক্তি নির্ভর আলোচনাটি ছিল মনে রাখার মত।
অনুষ্ঠানের তৃতীয় পর্বটি পরিচালনা করেন ব্লগার ইবনে আহমদ। বিষয় ছিল 'সিবিএফ' এর করনীয় ও আপনার পরামর্শ । আলোচনাটি সবার অংশগ্রহনের মধ্য দিয়ে দারুন উতসাহ সৃষ্টি করে। সবার অনুভূতি আর আবেগময়ী বক্তব্য উপস্থিত সিবিএফ নেতৃবৃন্দের মাঝে এক নব উদ্দীপনার সৃষ্টি হয়। কবি সাহিত্যিক নবীন প্রবীনদের মহাবিলনমেলা সিবিএফ এর মাধ্যমে দেশ ও জাতি গঠনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ব্লগিং কি ও কেন এবং ফেইস বুকের উপর প্রশিক্ষণ দেন সিবিএফ প্রেসিডেন্ট জনাব প্রবাসী মজুমদার ও সিবিএফ জেদ্দার আন্তর্জাতিক সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক জনাব উয়ালী উল্লাহ।
সর্বশেষে লেখক, নাট্যকার ও নাট্য পরিচালক সিবিএফ এর সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক জনাব রাইস উদ্দীন ও সহকারী সাহিত্য সম্পাদক জনাব মোবারক হোসাইনের উপস্থাপনায় ব্লগিং এর উপর অভিনিত শিক্ষণীয় একাংখিকাটির সবাই ভূয়সী প্রশংসা করে।
সভাপতির সমাপনি বক্তব্য অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য অংশগ্রহনকারী সকল ব্লগার, ব্যবাসায়ী, প্রফেশনালসকে ধন্যবাদ দেয়া হয় এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি রাত বারোটায় সমাপ্তি করা হয়।
অনুষ্ঠাানের সার্বিক ব্যবস্থাপনায় যে সব ব্লগার ও সাহিত্যিক অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন, ইউসুফ বিন রফিক, শাসসুল আলম, আবুল কালাম আজাদ সুমন, কামরুল ইসলাম রিপন, মো: ইয়ামিন, মোহাম্মাদ এমদাদ প্রমুখ।
বিভিন্ন পরামর্শ দিয়ে যারা সহযোগীতা করেছেন উপদেষ্টা মাওলানা আমিরুল ইসলাম, নুর মোহাম্মাদ বিপ্লব প্রমুখ।
বিষয়: বিবিধ
২৮৬১ বার পঠিত, ৫০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
সত্যের বিজয় অনিবার্য, মিথ্যার বিণাশ অবশ্যম্ভাবী
সিবিএফ থাকবেই সত্যের সাথে - ইনশাআল্লাহ
সাংবাদিক সাহেব যে অভিনেতা - তা সিবিএফের প্রোগ্রামে জানতে পারলাম।
ধন্যবাদ।
যাক
এবারের জন্য মাফ করবেন। আপনি আমাদের সাথে আছেন সেই প্রথম থেকে।
“সিবিএফ” জেদ্দা শাখা থাকবে সবার সেরা।
তবে ভাই আপনার অভিনয় ভালো। এই জগতে চেষ্টা করুন।
অনেক অভিনন্দন এই সফল অনুষ্ঠান টি আয়োজন করতে সফল হওয়ায়। ইনশাআল্লাহ সিবিএফ এগিয়ে যাবে।
দোয়া করবেন। আপনার শোভেচ্ছা পৌছানো হবে। মোবারকবাদ।
বিশ্বাসী মানুষদের সকল প্রচেষ্টাই মুগ্ধতার বিশালতা ছড়িয়ে যায়!আপনাদের সুন্দর পদক্ষেপ তারই প্রকৃষ্ট উদারহণ! এত দূর থেকেও তা অনুভব করছি যেন!
সবার সম্মিলিত আন্তরিক প্রচেষ্টায় 'সিবিএফ' এর ছামিয়ানা হোক বিস্তৃত থেকে বিস্তৃততর- মহান রবের কাছে এই আর্জি আমাদের!!
শ্রদ্ধেয় ব্লগার ডাঃ জাইনুল আবিদীন টিটো ভাই জিদ্দা-তে না! উনি ছিলেন না???
ডাক্তার ভাইকে দাওয়াত দেয়া হয়েছিল। তিনি তার ডিউটি থাকার কারণে আসতে পারেননি। অবশ্যই তিনি আমাদের সাথে আছেন। আপনাকে ধন্যবাদ।
২০০৩ সালের পর থেকে 'টিটো ভাই'এর সাথে সাক্ষাৎ করতে পারি নি! দু'বছর আগে কয়েকবার মোবাইলে কথা হয়েছিল শুধু!
আমার বড় ভাই সাঈদ ও টিটো ভাইয়ের কথা সব সময় মনে পড়ে!
উনার নাম্বার আছে আপনার কাছে?
আমার সালাম ও দোয়ার দরখাস্ত পৌছে দিবেন উনাকে!(সাঈদের ছোট্ট ভাই বললেই চিনবেন আমাকে।ময়মনসিংহ।)
নামের প্রথম অক্ষর দিয়ে এমন অর্থবহ আইডি হতে পারে।মাশাআল্লাহ।
আপনার নিয়মিত লেখা চাই।
"শিকল ছিড়িতে না-পারে
খাঁচা ভাঙিতে না-পারে
পাখি ছটফটাইয়া মরে......" ।
প্রত্যাশা করি আগামীতে আপনাকে আমরা পাবো।
সেদিনের আপনার আলোচনা,প্রস্তবনা,পরামর্শ সিবিএফ এর জন্য খুবই জরুরী ছিল। আপনাকে আমাদের মধ্যে পেয়ে সিবিএফ ধন্য হয়েছে।
সিবিএফ এগিয়ে যাক আপনাদের সুযোগ্য নেতৃত্বে।
মন্তব্য করতে লগইন করুন