কমিউনিটি ব্লগারস ফোরম জেদ্দার উদ্যোগে মহান বিজয় দিবস ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন

লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ৩০ ডিসেম্বর, ২০১৪, ০২:৩৫:৫৬ রাত



বিগত ২৬ শে ডিসেম্বর, ২০১৪ ইং রোজ শুক্রবার - 'মহান বিজয় দিবস ও অভিষেক অনুষ্ঠান' উপলক্ষে জেদ্দাস্থ আজিজিয়ায় হোটেল মেহরানে 'কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ)' জেদ্দা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি ছিল ব্যাতিক্রমধমী। এটি অংশগ্রহনকারীদের মাঝে এক অভূতপুর্ব অনুভূতি সৃষ্টি করে।



কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাত সাড়ে আটটায় শুরু হওয়া এ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সিবিএফ এর জেদ্দা সভাপতি, ব্লগিং জগতে অত্যান্ত সুপরিচিত ব্লগার আবু সাইফ

প্রধান অতিথি হিসেবে ছিলেন সিবিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাহিত্যিক, কবি ও খ্যাতনামা ব্লগার জনাব প্রবাসী মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, মিডিয়া ব্যাক্তিত্ব ও ইসলামী চিন্তাবিদ জনাব আজমী।

ব্লগিং, ফেইসবুক এবং টুইটারে হাজার হাজার ফ্রেন্ডস আর ফলোয়াকে নিয়ে অত্যান্ত দাপটের সাথে চষে বেড়ানো আত্মপ্রত্যয়ী, সাহিত্য সংস্কৃতিক বোদ্ধাসহ প্রবাসে বিভিন্ন পেশায় জড়িত এক ঝাক নবীন-প্রবীন 'নেটপোকার' অংশগ্রহনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সবাইকে দারুণভাবে বিমোহিত করে।

তিনপর্বে আয়োজিত অত্যান্ত প্রাণচঞ্চল্য ও আকর্ষনীয় উপস্থাপনার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটিকে মাতিয়ে রেখেছিলেন জনাব ইবনে আহমাদ, হাসনাত আলম ও শাহীন কবির।

অনুষ্ঠানের শুরুতে জেদ্দা সিবিএফ সভাপতির শুভেচ্ছা ব্ক্তব্য ছিল খুবই মনোমুগ্ধকর। আজকের এ বাস্তবতায় ব্লগিং আর ফেইসবুকে সৃজনশীল সাহিত্য চর্চার মাধ্যমে বাংলাভাষার উতকর্ষ সাধনের পাশাপাশি ব্লগার থেকে লেখক তৈরীর উদ্দেশ্য সিবিএফ কেন্দ্রীয় কমিটি লেখকদের যে সংঘের যাত্রা শুরু করেছে, তার ভুয়সী প্রশংসা করেন। প্রবাসের এ নির্জনতায় বসে দেশ, ধর্ম ও সাহিত্যকে ক্ষুরধার লেখনীর মাধ্যমে আগামী প্রজম্ম হতে নতুন কবি সাহিত্যিক তৈরীর জন্য তিনি সবাইকে এগিয়ে আসার আহব্বান করেন। জেদ্দা সিবিএফ এর ভবিষ্যত পরিকল্পনা ও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে লোক তৈরীর রোড ম্যাপ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগীদ দেন।



প্রধান অতিথির বক্তব্য সিবিএফ কেন্দ্রীয় সভাপতি এ ফোরামের উদ্যোক্তা ব্লগার 'চাটগা থেকে বাহার', ডিজিটাল প্রেসিডেন্ট, মাইনেম ইজ খান, ইকু ইকবাল, মুসা খান এবং নজরুল ইসলামসহ নাম না জানা সকল উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন স্ব স্ব স্থানে একত্রিত হয়ে সিবিএফ এর ব্যানারে যারা কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে এসেছেন। আগামীতে সিবিএফ তার কর্মকান্ডের মাধ্যমে সবার মাঝে নতুন দিগন্ত উম্মোচন করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।



অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিজয় দিবসের আলোচনায় অংশগ্রহন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাহিত্যিক, অধ্যাপক ও খাতনামা ব্লগার জনাব আমিনুল হক। ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরে তার 'চেতনা শীর্ষক' আলোচনায় দর্শকদের মুগ্ধ করেন।



বিজয় দিবসের ইতিহাস আলোচনায় বিশিষ্ট সাংবাদিক, লেখক মাওলানা আসাদুজ্জামানের তথ্যভিত্তিক ও যুক্তি নির্ভর আলোচনাটি ছিল মনে রাখার মত।

অনুষ্ঠানের তৃতীয় পর্বটি পরিচালনা করেন ব্লগার ইবনে আহমদ। বিষয় ছিল 'সিবিএফ' এর করনীয় ও আপনার পরামর্শ । আলোচনাটি সবার অংশগ্রহনের মধ্য দিয়ে দারুন উতসাহ সৃষ্টি করে। সবার অনুভূতি আর আবেগময়ী বক্তব্য উপস্থিত সিবিএফ নেতৃবৃন্দের মাঝে এক নব উদ্দীপনার সৃষ্টি হয়। কবি সাহিত্যিক নবীন প্রবীনদের মহাবিলনমেলা সিবিএফ এর মাধ্যমে দেশ ও জাতি গঠনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ব্লগিং কি ও কেন এবং ফেইস বুকের উপর প্রশিক্ষণ দেন সিবিএফ প্রেসিডেন্ট জনাব প্রবাসী মজুমদার ও সিবিএফ জেদ্দার আন্তর্জাতিক সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক জনাব উয়ালী উল্লাহ।

সর্বশেষে লেখক, নাট্যকার ও নাট্য পরিচালক সিবিএফ এর সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক জনাব রাইস উদ্দীন ও সহকারী সাহিত্য সম্পাদক জনাব মোবারক হোসাইনের উপস্থাপনায় ব্লগিং এর উপর অভিনিত শিক্ষণীয় একাংখিকাটির সবাই ভূয়সী প্রশংসা করে।



সভাপতির সমাপনি বক্তব্য অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য অংশগ্রহনকারী সকল ব্লগার, ব্যবাসায়ী, প্রফেশনালসকে ধন্যবাদ দেয়া হয় এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি রাত বারোটায় সমাপ্তি করা হয়।















অনুষ্ঠাানের সার্বিক ব্যবস্থাপনায় যে সব ব্লগার ও সাহিত্যিক অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন, ইউসুফ বিন রফিক, শাসসুল আলম, আবুল কালাম আজাদ সুমন, কামরুল ইসলাম রিপন, মো: ইয়ামিন, মোহাম্মাদ এমদাদ প্রমুখ।

বিভিন্ন পরামর্শ দিয়ে যারা সহযোগীতা করেছেন উপদেষ্টা মাওলানা আমিরুল ইসলাম, নুর মোহাম্মাদ বিপ্লব প্রমুখ।

বিষয়: বিবিধ

২৮৬১ বার পঠিত, ৫০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298006
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৫৬
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগলো
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫১
241327
ইবনে আহমাদ লিখেছেন : আপনাকে মোবারকবাদ।
298007
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৫৭
সিটিজি৪বিডি লিখেছেন : স্টিকি করা হোক
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫১
241328
ইবনে আহমাদ লিখেছেন : মহান মুডের মেহেরবানী।প্রস্তাব করার জন্য আপনাকে ধন্যবাদ।
298008
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৩৬
সন্ধাতারা লিখেছেন : Wonderful initiatives and activities mashallah. Jajakallahu khair.
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫২
241329
ইবনে আহমাদ লিখেছেন : দোয়া এবং পরামর্শ প্রয়োজন সিবিএফ এর জন্য।
298009
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৪৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ

সত্যের বিজয় অনিবার্য, মিথ্যার বিণাশ অবশ্যম্ভাবী

সিবিএফ থাকবেই সত্যের সাথে - ইনশাআল্লাহ
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫৩
241330
ইবনে আহমাদ লিখেছেন : ইনশাআল্লাহ।
298010
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:০২
মোবারক লিখেছেন : পোস্টটা স্টিক করা হউক।
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫৫
241331
ইবনে আহমাদ লিখেছেন : আপনাকে মোবারকবাদ।
সাংবাদিক সাহেব যে অভিনেতা - তা সিবিএফের প্রোগ্রামে জানতে পারলাম।
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২৯
241336
মোবারক লিখেছেন : দোয়া করলেন না দূরে ঠেলে দিলেন বুঝলাম না। পোস্ট টা পড়তে কিন্তু খুব ভালো লাগছে ভাইয়া।
298047
৩০ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০২
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ অনেক ধন্যবাদ
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫৬
241332
ইবনে আহমাদ লিখেছেন : আপনি পড়েছেন - মন্তব্য করেছেন - আমাদের ও সকলের ভাল লেগেছে।আপনাকে মোবারকবাদ।
298059
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০২
আবু ফারিহা লিখেছেন : সিবিএফ-জেদ্দার সবাইকে অান্তরিক ধন্যবাদ এতো সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেয়ার জন্যে।
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫৭
241333
ইবনে আহমাদ লিখেছেন : আপনি ও তো এই উপহারটির পাওয়ার প্রথম কাতারের প্রধান। আপনাদের সবার প্রচেষ্টায় সম্ভব হয়েছে।
298066
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৩৩
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রশংসার দাবী রাখে এবং জেদ্দা সিবিএফ এর কর্মতৱপরতা নিশ্চয়ই এটিকে অনেকদুর নিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।
298069
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫৯
ইবনে আহমাদ লিখেছেন : সিবিএফের প্রধানের এমন প্রত্যাশা জেদ্দার সিবিএফের সকলকে আরো প্রত্যয়ী করবে। ইনশাআল্লাহ আমাদের পথ অনেক দুর। আমরা সবাই মিলে চেষ্টা করবো।

১০
298081
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০১
শফিউর রহমান লিখেছেন : খুব ভাল কথা। খবরতো পেলাম না একটি বারের জন্যও...।
ধন্যবাদ।
১১
298086
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০৭
ইবনে আহমাদ লিখেছেন : চেষ্টার কোন কমতি ছিল না। আমাদের ভাগ্য প্রসন্ন ছিলনা। শুধু আপনাকে পাবার জন্য আরো কয়েকজনকে ও কষ্ট দিয়েছি।
যাক
এবারের জন্য মাফ করবেন। আপনি আমাদের সাথে আছেন সেই প্রথম থেকে।
১২
298095
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৩
মোবারক লিখেছেন : “সিবিএফ”দেখায় স্বপ্ন,বঙ্গদেশ করবে জয়।
“সিবিএফ” জেদ্দা শাখা থাকবে সবার সেরা।
৩০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:০৬
241357
ইবনে আহমাদ লিখেছেন : আমি আপনি আমরা সবাই সিবিএফের স্বপ্ন বাস্তবায়ন কারী। আমরা সবাই সবার অবস্থান থেকে। ইনশাআল্লাহ।
তবে ভাই আপনার অভিনয় ভালো। এই জগতে চেষ্টা করুন।
১৩
298108
৩০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আলহামদুলিল্লাহ।

অনেক অভিনন্দন এই সফল অনুষ্ঠান টি আয়োজন করতে সফল হওয়ায়। ইনশাআল্লাহ সিবিএফ এগিয়ে যাবে।
৩০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:০৮
241358
ইবনে আহমাদ লিখেছেন : সিবিএফের জন্য দোয়া আর পরামর্শ চাই। আপনাকে ধন্যবাদ।
১৪
298115
৩০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৭
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সিবিএফ’র ডিকশনারীতে যুক্ত হল আরেকটি সফল অধ্যায় । এ অধ্যায়ে মেহমান হিসেবে যারা অংশগ্রহণ করলেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি । আর যাদের আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলতায় জ্বল জ্বল করছিল তাদের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা ।
১৫
298122
৩০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:১০
ইবনে আহমাদ লিখেছেন : আমরা চেয়েছিলাম আপনার কিছু কথা শোনার। সে ব্যবস্থা ও ছিল। কিন্তু হয়তো ব্যস্ততার কারনে পারেননি।
দোয়া করবেন। আপনার শোভেচ্ছা পৌছানো হবে। মোবারকবাদ।
১৬
298134
৩০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
লোকমান লিখেছেন : প্রসংশনীয় উদ্যোগ। ধন্যবাদ সিবিএফ-জেদ্দাকে।
১৭
298139
৩০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
ইবনে আহমাদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
৩১ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৩৩
241458
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার উত্তরগুলো সরাসরি মন্তব্যর অপশনে থাকায় পাঠক পাবেনা। ঠিক করে দিলে ভাল হয়। ধন্যবাদ।
১৮
298150
৩০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সিবিএফ সুন্দর পরিবেশ তৈরির মাধ্যমে সুন্দর সমাজ গঠনে সহায়ক হবে সেই প্রত্যাশা করি ,,,ধন্যবাদ আপনাকে
৩১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৩২
241474
ইবনে আহমাদ লিখেছেন : আমাদের প্রত্যাশাটা এমন। দোয়া করবেন।
১৯
298211
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৩৬
শেখের পোলা লিখেছেন : অনেক ছবি, নামে ও লেখার মাধ্যমে সবাই পরিচিত কিন্তু চাক্ষুস পরিচয় না থাকলেও সকলকে একান্ত আপন বলেই মনে হয়৷ সি বি এফ এর সাফল্য কামনা করি৷ ধন্যবাদ৷
৩১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৩৪
241475
ইবনে আহমাদ লিখেছেন : আপনাকে মোবারকবাদ। আপনি ও আমাদের আপনজন। দোয়া করবেন।
২০
298248
৩১ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২২
বিপ্লবী লিখেছেন : বিজয় যেন বীজয়ের আসল রুপে সি বি এফ জেদ্দার মাধ্যমে অনুপেরনার উৎস হয় আর সিবিএফ এর সাফল্য কামনা করছি জেদ্দার পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানাচ্ছি
৩১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৩৫
241477
ইবনে আহমাদ লিখেছেন : মোবারকবাদ। স্বাগত আপনাকে। দাওয়াত রইল।
২১
298273
৩১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১৫
কাহাফ লিখেছেন :

বিশ্বাসী মানুষদের সকল প্রচেষ্টাই মুগ্ধতার বিশালতা ছড়িয়ে যায়!আপনাদের সুন্দর পদক্ষেপ তারই প্রকৃষ্ট উদারহণ! এত দূর থেকেও তা অনুভব করছি যেন!

সবার সম্মিলিত আন্তরিক প্রচেষ্টায় 'সিবিএফ' এর ছামিয়ানা হোক বিস্তৃত থেকে বিস্তৃততর- মহান রবের কাছে এই আর্জি আমাদের!!


শ্রদ্ধেয় ব্লগার ডাঃ জাইনুল আবিদীন টিটো ভাই জিদ্দা-তে না! উনি ছিলেন না???
৩১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৩৬
241480
ইবনে আহমাদ লিখেছেন : আপনার দোয়া আর প্রত্যাশার সাথে সিবিএফ জেদ্দা সম্পূর্ণ একমত।
ডাক্তার ভাইকে দাওয়াত দেয়া হয়েছিল। তিনি তার ডিউটি থাকার কারণে আসতে পারেননি। অবশ্যই তিনি আমাদের সাথে আছেন। আপনাকে ধন্যবাদ।
৩১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪৬
241483
কাহাফ লিখেছেন :

২০০৩ সালের পর থেকে 'টিটো ভাই'এর সাথে সাক্ষাৎ করতে পারি নি! দু'বছর আগে কয়েকবার মোবাইলে কথা হয়েছিল শুধু!
আমার বড় ভাই সাঈদ ও টিটো ভাইয়ের কথা সব সময় মনে পড়ে!
উনার নাম্বার আছে আপনার কাছে?
আমার সালাম ও দোয়ার দরখাস্ত পৌছে দিবেন উনাকে!(সাঈদের ছোট্ট ভাই বললেই চিনবেন আমাকে।ময়মনসিংহ।)Good Luck
২২
298294
৩১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩৮
ইবনে আহমাদ লিখেছেন : আপনার সালাম ও দোয়ার দরখাস্ত পৌছানো হয়েছে। তিনি আপনার সাথে যোগাযোগ করবেন। আপনি আমার জন্য দোয়া করবেন।
নামের প্রথম অক্ষর দিয়ে এমন অর্থবহ আইডি হতে পারে।মাশাআল্লাহ।
২৩
298372
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১৩
উম্মত মোহাম্মদ লিখেছেন : সিবিএফ এর সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা। সিবিএফ এর ইতিবাচক উদ্দোগকে সাধুবাদ জানিয়ে এক সাথে কাজ করার অঙ্গিকার করছি।
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৩০
241686
ইবনে আহমাদ লিখেছেন : সেদিনের আপনার সহযোগিতা আমাদের সবাইকে আরো কাছাকাছি নিয়ে এসেছে। ইনশাআল্লাহ আমরা সবাই পারবো।
আপনার নিয়মিত লেখা চাই।
২৪
298440
০১ জানুয়ারি ২০১৫ রাত ১২:৫২
জয়নাল আবেদীন টিটো লিখেছেন : অনুষ্ঠানের খবর আর ছবি দেখে বেশ ভাল লাগছে, আবার খারাপও লাগছে । এত চমৎকার একটি অনুষ্ঠান ! অথচ কাজের কাজী কাজেই আটকে ছিল । বন্দী পাখিকে খাঁচার দুয়ার খুলে না-দিলে সে তো বাইরে যেতে পারে না ।
"শিকল ছিড়িতে না-পারে
খাঁচা ভাঙিতে না-পারে
পাখি ছটফটাইয়া মরে......" ।
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৩২
241687
ইবনে আহমাদ লিখেছেন : সবাই আপনার অভাব ফিল করেছে। দেশের বাহির থেকেও মেসেজ পাঠিয়েছে। কেন আপনি নেই।
প্রত্যাশা করি আগামীতে আপনাকে আমরা পাবো।
২৫
298463
০১ জানুয়ারি ২০১৫ রাত ০২:১৫
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ ভাইজান। খুব সুন্দর ভাবেই তুলে ধরেছেন অনুষ্ঠানের বিভিন্ন দিক।বেশ সুন্দর হয়েছে অনুষ্ঠানটি।উপস্থিত থাকতে পেরে নিজকে ধন্য মনে করছি।
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৪
241689
ইবনে আহমাদ লিখেছেন : আপনাকে মোবারকবাদ।
সেদিনের আপনার আলোচনা,প্রস্তবনা,পরামর্শ সিবিএফ এর জন্য খুবই জরুরী ছিল। আপনাকে আমাদের মধ্যে পেয়ে সিবিএফ ধন্য হয়েছে।
২৬
298944
০৩ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:১২
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ স্বাগতম
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৫
242433
ইবনে আহমাদ লিখেছেন : আমাদের ও ভাল লাগলো।আপনাকে ধন্যবাদ।
২৭
299127
০৪ জানুয়ারি ২০১৫ সকাল ১০:০৫
সায়েম খান লিখেছেন : চমতকার।
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৫
242434
ইবনে আহমাদ লিখেছেন : আপনাকে ধন্যবাদ।
২৮
302968
০৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:১০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সুন্দর আয়োজন। পরিচিত কিছু মুখ দেখলাম।
সিবিএফ এগিয়ে যাক আপনাদের সুযোগ্য নেতৃত্বে।
০৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:১০
245154
ইবনে আহমাদ লিখেছেন : আপনাদের দোয়া নিয়ে এগিয়ে যাবে সিবিএফ জেদ্দা ইনশাআল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File