ভাবতে গিয়ে (উদাসিগীত)

লিখেছেন লিখেছেন udash kobi ২৯ ডিসেম্বর, ২০১৪, ১০:৫৩:৫৭ রাত

ভাবতে গিয়ে ভাব হারালাম

সময় করলাম পার!

অজানাকে করব জয় (একদিন)

এ আমার অহংকার!!

দিয়েছি যত না আমি

মধুর স্মৃতি তাকে

কষ্টই পেলাম শুধু

জীবনেরই বাঁকে ।

হারালাম ক্ষণগুলো

হারালাম প্রহরে-

স্মৃতিতে বারবার!!

অচেনাকে করব জয়

এ আমার অহঙ্কার!!

কল্প পরশে আমি

ভুলেছি নিজেকে

প্রতিবাদ করি নি

মন আর বিবেকে ।

হতাশায় কাটে সময়

হতাশায় মন

জীবন ও সংসার! !

অদেখাকে করব জয়

এ আমার অহংকার!!

*******************

২১.০৯.২০১৩ **********

বিষয়: বিবিধ

৮৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298034
৩০ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:০৪
হতভাগা লিখেছেন : সব কিছু হারায়া জিততে চান ?

বাজিগার ম্যায় বাজিগার
298956
০৩ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৪
প্রবাসী মজুমদার লিখেছেন : কবিকে ধন্যবাদ। সত্যিই চমতকার।

ভাবতে গিয়ে ভাব হারালাম
সময় করলাম পার!
অজানাকে করব জয় (একদিন)
এ আমার অহংকার!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File