সুখবর সাউদি প্রবাসীদের জন্য যারা ট্রান্সফার হতে চান।তবে ....
লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ১১ নভেম্বর, ২০১৩, ০১:৩৮:৩০ দুপুর
আজকের (১১.১১.২০১৩) দৈনিক ওকাজের (সাউদি আরবের দৈনিক পত্রিকা) ৬ নাম্বার পাতায় সুখবরটি রয়েছে।
সাউদি শ্রমমন্ত্রী (প্রতিমন্ত্রী) ডাঃ মুফরেজ আল হাকবানীর বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে,
যে কোন পেশার,যে কোন দেশের শ্রমিক,তার আকামা ট্রান্সফার করতে পারবে।নতুন কফিল গ্রহন করতে পারবে।এতে তার আগের কফিল এর কোন কাগজ পত্র লাগবে না। এ সুযোগ সবার জন্য এবং এর কোন সময় বাধা নেই। আরো কিছু নিয়ম বলা হয়েছে যা আকামা ট্রান্সফার প্রকৃয়া সহজ হয়েছে। দেখে শুনে ভাল করে দালাল ছাড়াই কোম্পানীতে এই সুযোগটা সহজ হবে।
আশা করি বাংলাদেশী ভাইরা এই সুযোগ গ্রহন করতে সবাই সহযোগিতা করবেন। যাদের অবস্থান ভাল তারা সবাই একটু সাহায্য করুন। আপনার সহযোগিতায় একটি ভাই যদি সাউদিতে বৈধ হয়ে যায়, তাহলে একটি পরিবারকে আপনি রক্ষা করলেন।
একই পত্রিকার একই পাতায় লিখা হয়েছে এ পর্যন্ত জেদ্দাতে মোট ১২ হাজার অবৈধ শ্রমিককে ধরা হয়েছে।
শেষ করছি বিশ্বনেতার একটি সামাজিক দ্বায়বদ্ধতার নির্দেশনা দিয়ে - হাদিসটি হল ----
তোমাদের মধ্যে সেই হল উত্তম যে মানুষের উপকারে আসে। মুসনাদে আহমাদ
বিষয়: বিবিধ
১১৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন