সেই ভয়াল ২৮ শে আক্টোবরের বাকশালী তান্ডব আর জ্ঞানপাপী টকারদের মিডিয়া ট্রায়াল।
লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ২৮ অক্টোবর, ২০১৩, ০১:৫০:৪৯ রাত
এই ছবিগুলোর কথা কি মনে আছে?
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক বাকশালী নেতা আব্দুল মান্নান সাহেব নতুন মধ্যরাতের বাকশালী টকার হয়েছেন। এটা তার নতুন পরিচয়। গত তিন দিন থেকে তিনি নিরন্তর ও বিরামহীন ভাবে চ্যনেলগুলোতে আসছেন। তার বক্তব্য দুটি।
একটি হল - বিএনপির চাইতে এখন জামায়াত বড়। বিএনপিকে খেয়ে ফেলেছে জামায়াত। বিএনপির আর রক্ষা নেই।
আর ২য়টি হল - বিএনপি কোন গনতান্ত্রিক দল নয়।
আজ দেখলাম তিনি হাফ মন্ত্রীর ভাইর চ্যনেল সময় টিভিতে এসেছিলেন তিনি। উপস্থাপনা যথারিতি ছিলেন হাফ মন্ত্রি বটতলার উকিল সাহেবের ভাগিনা।
প্রফেসার সাহেবের ঐ একই কথা। একই সুর। তবে নতুন করে তিনি যোগ করেছেন।চার কোটি ছাত্রের ভবিষ্যৎ নিয়ে তিনি খুব বেশী বিচলিত।
দেশের সেই ভয়াল ২৮শে আক্টোবরের কিছু ছবি। এই ছবি গুলো জিবন্ত। আমার দেশের গত কয়েকদিনের সহিংস কর্মকান্ডের বিপরীতে সেই ভয়াল ২৮ শে আক্টোবরের তুলনা হতে পারে।
বিষয়: বিবিধ
১২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন