আসিফের আত্মপ্রচারণা মূলক এজাহার। এবং কিছু কথা।
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ১৬ জানুয়ারি, ২০১৩, ০৪:৩৯:৫১ বিকাল
সম্প্রতি ব্লগার আসিফ মহিউদ্দিন ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন।
তার আহত হওয়াটা অবশ্যই দুঃখজনক ঘটনা। আমি এর নিন্দা জানাই। সেই সাথে জানতে চাই আসলে ঘটে ছিল কি?
এই দেশে এখন দিনে দুপুরে যে কেউ ছিনতাই গুম হয়ে যাচ্ছে। এটা এখন ডাল ভাত বলা যাচ্ছে। তবে সন্দেহ লাগে যখন ঘটনা প্রমাণ না হবার আগেই এটাকে ভিন্নখাতে নেবার চেষ্টা চলছে। দাবী করা হচ্ছে ....
ক্ষমতাসীন দলের অতিউৎসাহী চক্র অথবা অন্য কোন চক্র আমার এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে।
আসিফ তার মামলার এজাহারে আরো লিখেছে
বিশেষত যুদ্ধাপরাধীদের বিচারের দাবী ও সরকারের নানা গণ-বিরোধী সিদ্ধান্তের সমালোচনা করায় বিভিন্ন গোষ্ঠী আমার উপর বিরূপ ছিল। জামায়াত, শিবির ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাহারীর এর মতো সংগঠন এই ঘটনায় যুক্ত আছে বলে আমি আশংকা করছি।
তার এজাহার পড়লে মনে হয় এখানে খুব বেশি আত্মপ্রচারণা করা হয়েছে। আসিফ সাহেব নিজেকে অনেক বড় কিছু ভাবছেন!
তার উপর হামলার মত ঘটনা অনেক ঘটে অহরহই। তিনি রিকসা ভাড়া দেবার সময়ই নাকি তার উপর হামলা হয়। হতে পারে এটি একটি ধমান্ধ গোষ্টির আক্রমন, আবার ছিনতাই এর মত ঘটনাও কিন্তু অবাস্তব নয়।
তাই সব কিছু না জেনে না বুঝে ডিজিটাল
মিডিয়ায় এমন ভাবে আসিফকে নিয়ে প্রচারণা চলছে যেন সে বিরাট বড় কোন ফ্যাক্টর হয়ে পড়েছে দেশের জন্য। বরং সত্যি হল আমরা কয়জন ব্লগার ছাড়া তারে কে চিনে?
আসিফ সাহেবের বেশ কয়েকটা লেখা পড়েছি। তার ব্লগে যেভাবে তিনি ভিন্নমতের কমেন্টের জবাব দেন তা অত্যান্ত নোংরা ভাষার। তার আক্রমন প্রতিভাও খারাপ না।
তিনি অতি দ্রুত জনপ্রিয় হবার লোভ সামলাতে না পেরে নানান সময়ে বির্তকিত সব লেখা আর কমেন্ট লিখে নিজের প্রতিভার অবমূল্যায়ন করেছেন।
তাই আমি তাকে সার্পোট করিনা। তারমত ব্লগারের কাছ থেকে শিক্ষনীয় কিছু আছে বলেও মনে করিনা।
কেননা
সে আস্তিকদের আক্রমন করে। আমার কথা হল তুমি নাস্তিক তুমি তোমারটা নিয়ে থাকো। আস্তিকদের বিরুদ্ধে তোমার এত চুলকানি কেন?
আর বেশি চুলকাইলে তার পরিনামে হয় পুলিশের মরিচের গুড়া না হয় পাবলিকের বাশ ডলা খাইতেই হয়।
এমনও হতে পারে আল্লাহর তরফ থেকে হালকা পাতলা বোঝানো হচ্ছে যে মাইরের উপর ওষুধ নাই।
সবশেষে বলবো।
ভিন্নমতের উপর কলম দিয়ে উত্তর দেয়াই কাম্য।
বিষয়: বিবিধ
১৩২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন