জামাতের আমীর যদি খালেদা হয়! তবে আওমীলীগের আমীর আসিফ মহিউদ্দিন!!
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৭ মার্চ, ২০১৩, ০৭:১৭:২৬ সন্ধ্যা
কিছুদিন আগে ইনু বলতে ছিলো খালেদা জিয়া নাকি জামায়াতের আমীর! আজ শুনলাম মাল মুহিতও একই কথা বলছে।
অথচ কয়েক বছর আগে বিবিসি বাংলার সাথে এক সাক্ষাতকারে শেখ হাসিনা নিজেকে জামায়াতের দল নেতা দাবী করে ছিলো। তিনি বলে ছিলেন, যেহেতু একসাথে জোট বদ্ধভাবে আনন্দোলন করছি। সেহেতু আমিও জামায়াতের নেতা বলতে পারেন। পত্রিকার কাটিংটি এখন ফেসবুকে রয়েছে।
যাই হোক ইনু আর মাল মুহিদের কথা কি বলবো? ব্যাক্তি হিসেবে তারা দুজনই ব্যর্থ হিসেবে জাতির সামনে প্রমাণ দিয়েছে। তাদের কথা নিছক বিনোদন হিসেবে নিতে পারলে ভালো হতো। কিন্তু তা পারছি কৈ?খালেদা জিয়াকে জামায়াতের আমীর বলে তারা যেই বিকৃত আনন্দ পাচ্ছে তা তাদের নিচু মন মানসিকতারই প্রমান দিচ্ছে। কেননা জামায়াত একটি নিবন্ধিত রাজনৈতীক দল। তাদের প্রতিনীধি আমাদের মহান সংসদে রয়েছে। ভোটের রাজনীতীতে ইনুদের নুসপুংসুক বাম দলগুলোর চেয়ে জামাদের ভোট অনেক বেশি।
সম্প্রতি সরকার আসীফ মহিউদ্দিন সহ কয়েকজন ব্লগারের ব্লগ মুছে দিতে নির্দেশ দিয়েছে। এই প্রসংঙ্গে জনা ম্যাডাম বলেন, "গত বৃহস্পতিবার আমরা বিটিআরসি থেকে একটি অফিসিয়াল ই-মেইল পাই। সামহোয়ার ইন ব্লগের সাত বছরের ইতিহাসে কোন ব্লগ বন্ধ করার এটাই প্রথম কোন সরকারি আনুষ্ঠানিক নির্দেশনা। ওই ইমেইলে চার জন ব্লগারের নাম রয়েছে। আসিফ মহিউদ্দিন সহ ওই চার ব্লগারের সব ব্লগ অবিলম্বে স্থায়ীভাবে মুছে ফেলতে বলা হয়েছে।
এই ব্যাপারটা আমাকে ভাবাচ্ছে খুব। কেননা কয়েকদিন আগে আসিফ মহিউদ্দিনদের মত বেয়াদপ নোংরা নাস্তিক অশ্রিল কয়েকজন ব্লগারদের আমরা গ্যান ম্যান দিতে দেখেছি। দেখেছি তাদের নির্দেশে সরকারের জন প্রশাসন চালাতে।
হঠাৎ কেন প্রদ্বিপ উল্টে গেল?
কেন আসিফদের ব্লগ মুছতে বলছে সরকার। অনেকেই বলবেন তাদের অশ্রিল লেখা গুলো জনমনে প্রভাব ফেলবে সেই জন্য হয়ত। কিন্তু সবিনয়ে বলছি ব্যাপারটা তা নয়। বরং সরকার আসিফ মহিউদ্দিনদের রাজনৈতীক ভাবে ব্যাবহার করতে চাইছে। সরকার মনে করছে আগামী নির্বাচনে তরুণ ভোটারদের টানতে আসিফ মহিউদ্দিন দের কাজে লাগবে।
অথাৎ আগামীতে আওমীলীগের আমীর হিসেবে কাজ করবে আসিফ মহিউদ্দিনরা।
ইতিমধ্যে তাদের পেছনে সরকার বেশ বড় বিনিয়োগ করে ফেলেছেন। ইমরান আসিফ লাকিদের নিরাপত্তার নামে সরকার আম জনতার পয়সার অপচয় করছেন। এরা এখন নাকি পাচ তারকা হোটেলে রাত্রী যাপন করছেন।
হাস্যকর সরকারের হাস্যকর কাজ কর্ম!
কি লিখবো আর!
বিষয়: বিবিধ
১২৬২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন