নাসাকার এত বড় সাহস! অপহরন করলো আমার চার ভাইকে। মুক্তি না দিয়ে গড়িমসি কেন?
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ১৭ মার্চ, ২০১৩, ০৯:০১:৩৮ রাত
নতজানু পররাষ্ট্র নীতি একটি দেশের জন্য কতটা অসম্মানের তা খুব ভালো করেই দেখছি আওমীলীগ শাসনের গত চার বছরে। ইনডিয়ার আগ্রাসনে সিমান্তের কাছে বাষ করা মানুষ গুলোর যখন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে সেই সময় মিয়ানমারের সীমান্ত বাহিনী নাসাকা অপহরণ করেছে চার বাংলাদেশি ভাইকে।
স্বাধীন দেশের নাগরিককে এভাবে যখন প্রতিবেশি রাষ্ট্র উঠিয়ে নিয়ে যায় তখন লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায়।
বছরের পর বছর ধরে সিমান্তে মানুষ খুন করা হচ্ছে। ইনডিয়ার হত্যাযজ্ঞ কোন সরকারের আমলেই থামেনি। বরং ক্রমশ তা বিভিষিকাময় হয়ে দাড়িয়েছে। এই অবস্থায় সরকারের দিপু মনীদের নুসপুংসুক আচরণে এখন মায়ানমারও এগিয়ে আসছে।
একজন ব্লগার এবং সচেতণ মানুষ হিসেবে সরকারের এরকম নতজানু পররাষ্ট্র নীতিকে আমি ঘৃর্নাভরে প্রত্যাখান করছি।
আর যেন আমার একজন ভাইয়ের বুকেও গুলি ছোড়ো না হয়। আর আমার চারজন ভাইকে দ্রুত ছাড়িয়ে আনা হোক।
বিষয়: বিবিধ
১১৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন