রাষ্ট্র নিজেই যখন মামলার প্রধান আসামী, সেখানে বিচার করবে কে?
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ১২ জানুয়ারি, ২০১৩, ১০:৩৮:২৮ সকাল
ব্যাপারটি খুবই দুঃখ জনক। প্রধানমন্ত্রী মেঘের দ্বায়িত্ব নিয়ে আরকোন খোজ নেয়নি।
অভিযোগটি করেছেন মেঘের পরিবার।
সাংবাদিক সাগর-রুনীর মৃত্যুপ্রায়ই এক বছর হল। বের হয়নি কোন রহস্য। ধরা পড়েনি খুনি। বিচার হয়নি এটিএন মাহফুজের নোংরা কথারও। সব চলছে আগের নিয়মে। মিডিয়ার নেতারাও চুপ। লোক দেখানো নানান কর্ম সূচি..গলাবাজির শব্দও কমে আসছে।
তবে আমরা সাধারণ মানুষ আমরা মেঘকে ভুলিনি। আমাদের হৃদয় জুড়ে মেঘ আছে। আমরা তার নিঃস্পাপ মুখ বুকে নিয়ে ঘুড়ে বেড়াচ্ছি। নিশ্চয় আল্লাহ তাকে একদিন অনেক বড় করবেন। সে তার বাবা মায়ের চেয়ে বড় সাংবাদিক হবে।
হাসিনা কিন্তু গুম হওয়া ইলিয়াসের মেয়ের মাথায়ও হাত রেখে ছিল..। সত্য হল দুটি খুনের সাথেই রাষ্ট্র জড়িত। রাষ্ট্র নিজেই এই মামলার প্রধান আসামী। তাই বিচার প্রত্যাশা করতে পাছিনা।
তারপরও দোয়া করছি ভাল থাকুক মেঘ ভাল থাকুক ইলিয়াস কন্যাসহ সকল গুম খুন হওয়াদের পরিবার।
বিষয়: রাজনীতি
১৫৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন