বাংলা লায়ন এর বাকশালী কর্মের প্রতিবাদ করুন। এ রকম মেল লিখে আপনার প্রতিক্রিয়া জানান
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০৭ মার্চ, ২০১৩, ০৮:১৫:৫৩ রাত
বাংলা লায়ন কতৃপক্ষ,
আমি গত আড়াই বছর যাবত নিয়মিত আপনাদের ইন্টারনেট লাইন ইউজ করে আসছি। আমি আপনাদের একজন পোষ্ট প্রেইড গ্রাহক। নিয়মিত বিল পরিশোধ করে আসছি। আমার কোন বকেয়া বিল নেই।
সম্প্রতি আমি আমার নেট থেকে কয়েকটি ওয়েব পেজ ব্রাউজ করতে পারছিনা। তার মধ্য সবচেয়ে উল্লেখ যোগ্য হল আমি দৈনিক আমার দেশ পত্রিকাটির অনলাইন পেজে ঢুকতে পারছি না। যা একজন গ্রাহক হিসেবে আমাকে ক্ষুব্ধ করেছে। যেহেতু পত্রিকাটি নিষিদ্ধ নয়। তাই কেন আমি তা পড়তে পারবো না? কেন আমাকে ব্লক করেছেন এবং কেন কোন রকম নোটিশ দেন নাই তা আমি জানতে চাই। আমি আপনাদের কাষ্টমার কেয়ারে ফোন করে জেনেছি আপনারা দৈনিক আমার দেশ ব্লক করে রেখেছেন। যা স্বৈরাচারী ব্যাপার।
আশা করবো পেজটি খুলে দিবেন। অন্যথায় আমাকে আপনাদের লাইন ব্যবহার করবো কিনা তা ভাবতে হবে। যদিও জানি আমার মত একজন দুজন গ্রাহক চলে গেলে আপনাদের কিছু যাবে আসবে না। তারপর ও বলছি গ্রাহকদের সাথে এমন ব্যবহার আপনাদের নৈতিক পরাজয়ের একটি নমুণা হতে পারে।
ভালো থাকুন। মুক্ত থাকুন।
বিষয়: বিবিধ
১২৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন