পুলিশের ড্রেসে যারা নরহত্যা করছে তারা আসলেই কি পুলিশ? নাকী পোশাকের ভেতরে অন্য কেউ??!
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০৭ মার্চ, ২০১৩, ০৯:৩০:০১ সকাল
কয়েকদিন আগে আমার ফেসবুকে আমার একবন্ধু একটি ভিডিও শেয়ার করে, সেই ভিডিও দেখে আমি তাজ্জব হয়ে যাই। পুলিশ যে আর মানুষের বন্ধু নাই তা আগেই জানতাম। কিন্তু এখন যে তারা এতটা হায়না হয়ে উঠেছে তা বুঝতে পারিনি। ঐ ভিডিওতে দেখা যায় একজন তরুনকে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করছে পুলিশ। এক সময় যুবক মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এই ভিডিওটি নিয়ে ওয়েব মিডিয়ায় খুব তোলপাড় হয়। প্রশ্ন উঠে আসলে কি চলছে পুলিশের ভেতর? অনেকেই বলছে পুলিশের ড্রেস ব্যাবহার করে সরকার দলের ক্যাডাররাই নিরস্ত্র মানুষের উপর ঝাপিয়ে পড়ছে। অথবা সরকার এমন কোন বাহীনী নিয়োগ করেছে যাদের কাজ নির্বিচারে মানুষ হত্যা করা। এই দাবীর সত্যতাও রয়েছে কেননা অনেক পুলিশকে দেখছি জিন্স প্যান্ট আর নরমাল স্যাণ্ডেলের সাথে রাস্তায় স্বঅস্ত্র অবস্থান করছে। তাদের আচরণও অস্বাভাবিক।
গতকাল সব গুলো চ্যানেলের টিভি ফুটেজে দেখলাম এডিসি মনিরের নির্দেশে নিরস্ত্র বিএনপি নেতাদের সমাবেশস্থলে মঞ্চে পুলিশ সিনেমার সুটিং এর মত গুলি করছে। মুহূর্তেই লুটিয়ে পড়ল বেশ নেতা কর্মীরা। সারা দেশ ঘৃর্নায় থুথু দিলো পুলিশকে।
বিএনপি কি কোন জংঙ্গি সংগঠন? মিথ্যুক পুলিশরা গল্প ফাদে অনেক ধরণের তবে এই সব দূর্বল গাজাখোরি গল্প কেবল হলুদ মিডিয়ার খবরের স্কিপট বাড়ায় জনগণ তা বিশ্বাস করেনা।
পুলিশ যেই ভাবে নরহত্যা শুরু করেছে তাতে আমি সংকিত। হয়ত ক্ষমতা বদলে গেলে এই সব দলীয় একটি বিশেষ জেলার পুলিশদের উপর জাহান্নাম নেমে আসতে পারে।
বিষয়: বিবিধ
১২৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন