দৈনিক আমার দেশকে যারা অর্থ নৈতিক সহযোগীতা করতে চান!

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৫৬:৫০ দুপুর

সময়ের সাহসি পত্রিকা দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তার পত্রিকার মুল্য বৃদ্ধির কৈফিয়ত দেবার জন্য একটি কলাম লিখে ছিল সেখানে হাজার খানেক কমেন্ট এসেছে।

আমিও তাতে কমেন্ট করি। সেখান থেকে আমার ফেসবুকে অনেক গুলো মেল আসে। ওখানে ফোন নাম্বার থাকায় দেশ বিদেশ থেকে বেশ কিছু ফোনও আমি পাই।

তারা সবাই আমার দেশ কে বাচিয়ে রাখতে অর্থনৈতীক সাহায্য করার ব্যাপারে আগ্রহ দেখায়।

ঘটনাটা আমাকে দারুন মুগ্ধ করে। আমি দুই বছর ধরে এই পত্রিকার অফিসে ঢু মারি সুযোগ পেলে। সেই সূত্রে কয়েক জন সাংবাদিক আমার বন্ধু। তাছাড়া আমি এর পাঠক মেলার সাথে কিছুটা জড়িত।

তাই যোগাযোগ করি আমার দেশে।

এ নিয়ে আমার দেশে মিটিং হয়। আমাদের প্রিয় সম্পাদক মাহমুদ ভাই অর্থ নিতে রাজি হন নাই।

তিনি জানান

আপাতত কোন অনুদান নেবার পরিকল্পনা আমার দেশের নেই। ইতিমধ্যে কয়েকজন আমার দেশের অফিসে চেক পাঠিয়ে ছিল। মাহমুদ ভাই অনেক খুশি পাঠকের এরকম ভালোবাসায়। কিন্তু আপাতত আমার দেশ কোন রকম অর্থ নেবার সিধান্ত নেয়নি।

তবে উনি বলেছেন আমার দেশ পত্রিকা বেশি করে কিনতে তাতেই উনি খুশি হবেন।

তবে আমাদের উচিৎ আমার দেশ কিনতে সবাইকে অনুরোধ করা। পারলে বিজ্ঞাপন সংগ্রহ করে দেওয়া।

ভালো থাকুন সবাই

বিষয়: বিবিধ

১২১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File