ব্লগারদের বই নিয়ে বাহার ভাইয়ের পোষ্টের সমালোচনা করছি!

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৮ জানুয়ারি, ২০১৪, ০৬:৫১:৩৮ সন্ধ্যা



কর্ম ব্যস্ততা বেড়ে যাওয়ায় ব্লগ লেখার মত সময় খুব কমেই পাচ্ছি। তবে ব্লগে আসি নিয়মিত। যদিও টুডে ব্লগ নিয়ে আওয়ামী সরকার এবং ব্লগ কতৃপক্ষের টমজেরী খেলা চলছে। কিছুটা বাশের কেল্লার মত বন্ধ চালু.. আবার বন্ধ ! এরকম দৌড়ের উপর আছি আমরা এবং টুডে ব্লগ কতৃপক্ষ।

জানিনা এসব কবে থামবে।

যাইহোক। এবার আসি আমাদের চির সবুজ ব্লগার বাহার ভাইয়ের পোষ্টের ব্যাপারে। তিনি বাংলা একাডেমীর নিকট কয়েকটা প্রস্তাব তুলে ধরেছেন। খুব ভালো প্রস্তাব, তাতে সন্দেহ নেই। তবে আমার অভিজ্ঞতার আলোকে আমি মনে করিনা এসব বাস্তবায়ন করবে সরকার। আর যদি করেও তাহলে সেখানে টুডে ব্লগারদের লেখা স্থান পাবে। মুলত: এখানে আমরা যারা লিখি তারা ইসলাম ধর্মকে কটাক্ষ করতে পারিনা। কথিত শুশীল নই। চটি ব্লগার নই। নাস্তিক ও নই!

তাই বাংলা একাডেমি আমাদের গোনায় ধরবে না, এটাই সত্য।

বাহার ভাই আবেগ প্রবন মানুষ। তিনি ১২১ জন ব্লগারের লেখা নিয়ে একটি বই প্রকাশ করেছেন। এবং তা নিজেই বিপনন করছেন। তবে সম্ভবত আশানুরুপ সাড়া পাওয়া যায়নি।

কেননা আমরা নীতি কথা লিখতে পছন্দ করি, বলতে পছন্দ করি। কাজের বেলায় এড়িয়ে যাই।

৪০ টাকা দিয়ে আইসক্রিম কিনতে আমাদের সম্যসা হয়না। ৪০০টাকা দিয়ে বাচ্চার জন্য প্লাস্টিকের খেলনা কিনতে সম্যসা হয়না! শুধু বই কিনতে গেলেই টাকা সংকট হয়।

তবে বই ফাও পেতে আবার খুব আগ্রহ!

পড়ুক না পড়ুক ফ্রি বই সকল বন্ধুর চাই!

এমন অনেক বন্ধুকে আমি ঠেলায় পড়ে বই গিফট করতে বাধ্য হয়েছি, যারা বই নেওয়ার দুই বছর পরও ১০০পাতার বইটা শেষ করতে পারেন নাই!

এই যখন পাঠক বা গ্রাহকের অবস্থা, তখন স্বভাতই হতাশ হতে হয়।

কিন্তু বাস্তব জীবনে আমি হতাশাবাদি নই। বরং অন্যদের চেয়ে বেশি আশাবাদী মানুষ। তাই বাংলা একাডেমী নয় নিজেরাই দ্বায়িত্ব কাধে তুলে নিয়ে ছিলাম।

গড়ে তুলে ছিলাম বাংলাদেশ রাইটার্স গিল্ড।

যেই সংগঠন নিয়ে বহুদুর যাবার স্বপ্ন ছিলো, তবে প্রফেসনাল নই বলেই নানা প্রতিবন্ধকতায় বেশ কেয়ক জায়গায় আটকে গিয়ে ছিলাম। তবে থেমে যাইনি। ইতিমধ্য আমরা অর্ধশত বই প্রকাশ করেছি।

যার ৮০% লেখক ব্লগার!

এখনো বই প্রকাশের কাজ চলছে। বই মেলায় স্টল পাবার ব্যাবস্থাও চলছে।

আশা করছি সব কিছু ঠিক ঠাক থাকলে এগুতে পারবো । তবে সেই জন্য চাই পাঠক ক্রেতা আর প্রকৃত সাহিত্যপ্রেমি মানুষ।

পাঠক সৃষ্টির জন্য কাজ করতে হবে। নিজেরাও বই কিনতে হবে। নবীনদের বই বেশি বেশি কিনতে হবে। নাহলে ভাল লেখক সৃষ্টি করা যাবে না।

আপনাদের সন্তানকে আপনি কাটুনের সিডি কিনে দিয়ে আনন্দে ভাবছেন যে যাক ও ওটা নিয়ে বিজি থাকুক।

কিন্তু মনে রাখবেন বই পড়লে ওর চিন্তার জগতে যে উন্নতি হতে পারতো। কাটুন বা টেলিভিশে বরং ক্ষতিই হবে। আপনার সৃজনশীল চিন্তার জগত কে এসব ভিনদেশি গল্নপের কাটুন নষ্ট করে দিবে।

তাই আসুন আমরা বই কিনি বই পড়ি।

বিষয়: বিবিধ

১৫৯১ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

169055
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
সিটিজি৪বিডি লিখেছেন : বই কিনে কেউ দেউলিয়া হয় না..........এখন কয়জনের ঘরে বই আছে? সবাই মোবাইল-কম্পিউটার নিয়ে ব্যস্ত......
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২০
122871
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : এই ব্যস্ততাই আমাদের সৃজনশীল জগত কে নষ্ট করছে
169059
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
গেরিলা লিখেছেন : সিটিজি৪বিডি লিখেছেন : বই কিনে কেউ দেউলিয়া হয় না..........এখন কয়জনের ঘরে বই আছে? সবাই মোবাইল-কম্পিউটার নিয়ে ব্যস্ত......
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
122879
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : ধন্যবাদ
169069
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২০
সুমন আখন্দ লিখেছেন : ভালো লাগল, বই হোক মুক্তির পথ! অনেক ধন্যবাদ
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
122878
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : আপনাকেও যুক্ত হবার জন্য ধন্যবাদ
169072
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
সিকদারর লিখেছেন : প্রত্যেক লেখক-লেখিকা তার লেখাকে নিজের সন্তানের মত মনে করে । তাই সে চায় তার লেখা সবাই পড়ুক । পড়ে একটু প্রশংসা না সমালোচনা হলেও করুক। কিন্তু আমরা বইটা চাই বিনা পয়সায় । পাওয়ার পর তা কয়েক পাতা পড়লেও প্রশংসা বা সমালোচনা করতে আরও তাদের আরও কষ্ট লাগে। অনেককে লেখা পড়তে বললে এমন ভাব দেখায় মনে এই লেখা কি এমন লেখা তার পর যদিও পড়ে । দায়সারা গোছের একটা জবাব দেয়।
যাই আপনি বাহার ভাইয়ের প্রস্তাবের ব্যাপারে পোষ্ট দিয়েছেন । আপনার লেখার সাথে সহমত । বাংলা একাডেমী বর্তমান সরকারের আমলে কিছুতেই ইসলাম ধর্মীয় ঘেষা লেখকদের এতটুকুও সুযোগ দিবে না। আর আপনার প্রতিষ্ঠিত বাংলাদেশ রাইটার্স গিল্ড সেই অভাব কিছুটা হলেও পুরন করবে বলে আমি খুবই আনন্দিত । তাই বলছি আপনার প্রকাশনা থেকে প্রতি বছর ইসলামী ভাবধর্মী ব্লগাদের লেখা নিয়ে স্বপ্ন দিয়ে বোনার মত বই বের করা যায় কিনা ?
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
122875
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : অবশ্যই যায়। ভাল লেখা পেলে একাধিক বই করার যায়। এই বছর আমরা বেশ কয়েকজন ব্লগার কবিগণদের নিয়ে একটি কবিতার সংকলন করছি।
আর একটি গল্পের সংকলন।
প্রচ্ছদের ছিব দিচ্ছি একটু পর। ভালো থাকুন।
লেখালেখি হুক সমাজ বদলের হাতিয়ার
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
122876
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : অবশ্যই যায়। ভাল লেখা পেলে একাধিক বই করার যায়। এই বছর আমরা বেশ কয়েকজন ব্লগার কবিগণদের নিয়ে একটি কবিতার সংকলন করছি।
আর একটি গল্পের সংকলন।
প্রচ্ছদের ছবি দিচ্ছি একটু পর। ভালো থাকুন।
লেখালেখি হোক সমাজ বদলের হাতিয়ার
169078
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সহমত ভাইয়া ,আসুন আমরা সবাই বই ক্রয় করি।
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
122888
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : ধন্যবাদ
169090
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
শেখের পোলা লিখেছেন : আপনিও সঠিক কথাই বলেছেন৷ বাংলা একাডেমি আমাদেরটা নেবেনা করবে না, বরং আরও ধর পাকড়ে সোচ্চার হবে তাদের নিয়ত পুরো করতে৷ তবুও বলা, কারণ পরে না বলে, আমাদের বললে হত৷
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১২
122919
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : হুম। আসলে ওরা আমাদের সহ্য করতে পারেনা কেননা তারা মেধা নয় বরং দলীয় লেজুড়বিত্তি পছন্দ করে
169117
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৮
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ।
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১১
122918
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
169126
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাহার ভাই এর পোষ্টেও এই মতামতই দিয়েছি আমি। তবুও মনে হয় এধরনের দাবি করা জরুরি।
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১০
122917
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : হুম। ঠিকই করেছেন
169141
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৩
হাবিবুল্লাহ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৯
125420
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File