স্বৈরতন্ত্র বাকশালী থাবা নিপাত যাক গনতন্ত্র মুক্তি পাক।।
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০৬ নভেম্বর, ২০১৩, ০৭:৩২:০৩ সন্ধ্যা
আওমীলীগ সরকারের নিয়ন্ত্রনে সবগুলো টিভি চ্যানেল, এফএম রেডিও, এবং পত্রিকা । সরকারী দলের নেতা-কর্মীদের মালিকানায় চলা মিডিয়ায় হাজার হাজার মিডিয়া কর্মী সরকারের জন্য ভাড়া খাটছে। দলীয় বিচেনায় নিউজ লিখছে, কলাম লিখছে, টকশো করছে। সরকারের পক্ষে নানান প্রচারণা চালাচ্ছে ।
এত কিছুর বিপরিতে সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুকের ব্যাক্তিগত পেজে, গুটি কয়েকজন লোক স্রোতের বিপরিদে গিয়ে সত্য উচ্চারন করছে। যুক্তি দিয়ে তারা তাদের কথা বলছে। এই সব মানুষ গুলোকেও সহ্য করতে পারলো না সরকার।
বাকশালী কালো তথ্য আইন করে আদালতে টেনে নেওয়া হলো আমাদের প্রিয় ফেসবুক বন্ধু ওয়াহিদুজ্জামান স্যার কে।
গত বেশ কয়েক বছর ধরে স্যারের লেখা মুগ্ধ করে রাখতে ছিলো অনেক মুক্ত মনের মানুষকে।
বিভিন্ন সময়ে টিভি টকশোতেও স্যার কথা বলতেন।
সেসব কথা এতটাই ধারালো আর ন্যায় সংগত ছিলো যে সরকারের ভাড়াটে বুদ্ধিজীবি এবং সরকারী দালাল মিডিয়ার কর্ণধারগণও যুক্তি খণ্ডাতে পারেনি।
কলমের জবাব কলম দিয়ে দিতে বাথ্য হবার পর তারা কালো আইনকে ব্যবহার করে।
মিথ্যে ভিত্তিহীন অভিযোগে আটক করা হয় তাকে। এবং আমাদের মহান(!) বিচার বিভাগ ও তাকে জামিন প্রদানে বিরত থাকে!!
একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে এরকম তুচ্ছ অবিচারের মাধ্যেমে জেলে প্রেরণ করে নজীরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলো বাকশাল আর্দশে চলমান সরকার।
আমি একজন অনলাইন কর্মী হিসেবে এর তীব্র নিন্দা আর প্রতিবাদ জানাই।
সেই সংগে মুক্ত মতের সকল বন্ধুকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
মুক্ত মতের জন্য কাজ করা সকল অনলাইন অফলাইন কর্মীদের বলবো আসুন আমরা কারাগারে আটক মাহমুদুর রহমান,ওয়াহিদুজ্জানসহ সকল ভিন্নমতের কলম সৈনিকদের জন্য যার যার অবস্থান থেকে কাজ করি।
স্বৈরতন্ত্র বাকশালী থাবা নিপাত যাক
গনতন্ত্র মুক্তি পাক।।
বিষয়: বিবিধ
১৭২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন