ন্যান্সিকে নিয়ে অহেতুক বির্তকঃ দলীয় মিডিয়ার তথ্য সন্ত্রাস
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০১ নভেম্বর, ২০১৩, ১২:৩০:৩৬ দুপুর
প্রতিভাবান কণ্ঠ শিল্পী ন্যান্সি আবেগের বসেই সম্ভবত একটি রাজনৈতিক স্ট্রাটাস লিখেছিলো ফেসবুকে। সেই ব্যাক্তিগত অনুভূতি টুকু অতিরিক্ত গুরুত্ব দিয়ে এবং কিছুটা নেগেটিভ উপস্থাপনায় সংবাদ করেছে মিডিয়া।
বর্তমানে ৮০% মিডিয়া এখন আওমীলীগ নামক একটি দলের দখলে। আওমীমন্ত্রী, এমপি আর দলীয় লোকজনের হাতে হঠাৎ করে চলে আসা কালো পয়সায় চলছে মিডিয়া। মালিকের স্বার্থ রক্ষা করা বা তাদের শিখানো বুলিই হচ্ছে বর্তমান কালের সংবাদ কর্মীদের কাজ।
তাই বেশির ভাগ সংবাদ কর্মীই এখন ছাত্রলীগ যুবলীগের কর্মীদের মত আচরণ করছে।
আসাদুজ্জামান নুর, আলী জাকের, তারানা হালিম বা মমতাজরা আওমীলীগ করলে দোষের কিছু নেই। বরং ন্যান্সি বিএনপি করলে জাত গোলো জাত গোলো বলে চিৎকার। ক্ষমা চাও, হেন করো তেন করো বলে মুখে ফেনা তোলে। এবং
ন্যান্সির ব্যাক্তিগত বিষয় নিয়ে খোচা দেওয়া!
এমনকি হঠাৎ করেই জাতীয় পুরস্কার পাওয়া এই শিল্পীর গানের কণ্ঠ নিয়ে ও সমালোচনা করা হয়!!
ন্যান্সি আমার প্রিয় শিল্পী । একজন ভক্ত হিসেবে সে কোন দলে যোগ দিলো সেটা মোটেও ভাবনার বিষয় নয়।
যেমন আমার প্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর বা তারানা হালিম কোন দল করে সেটাও একজন ভক্ত হিসেবে আমি আলাদা করে ভাবিনা।
বেশির ভাগ ভক্তই এরকম। তারা শিল্পীর অভিনয় বা গান দেখে মুগ্ধ হয়। রাজনৈতীক কোন দল করে সেটা দেখে নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যেম গুলিতে দেখলাম হঠাৎ করেই ন্যান্সিকে নিয়ে দুই দল গজিয়ে গিয়েছে। জীবনে গান শোনেনা এমন লোকও ন্যান্সির ভক্ত হয়ে গিয়েছে!
এরা আসলে ভক্ত নয়, বরং হুজুগে মাতাল লোক। এদের উপেক্ষা করেই ন্যান্সিকে গান নিয়ে ব্যস্ত থাকার অনুরোধ করবো। রাজনৈতীক দল করার জন্য বহুলোক বাংলাদেশে রয়েছে।
আমরা ন্যান্সি ভক্তরা চাইনা আসাদুজ্জামান নূরের মত এক বাকের ভাই হারিয়ে যাক।
সাংবাদিক বন্ধুদের বলবো অহেতুক বির্তক তৈরী না করে। ওনাকে ওনার মত থাকতে দিন।
গভীর রাতে যেসব মাথা মোটা গোয়ার পুলিশ সদস্যরা ন্যান্সির বাড়ি ঘেরাও করে ছিলেন তাদের কিছু বলতে চাইনা। আমার ধারণা এরা গরুর চেয়ে অধম। এদের কাজ হলো ভালো যায়গা চুলকিয়ে ঘা করা।..
ন্যান্সির কাছের লোকরা নিশ্চয় এই সময় পাশে থেকে তাকে এই পরমর্শ দিবেন যে মাথা ঠাণ্ডা করে তুমি গান গাও। বাংলাদেশের মত দেশে ন্যান্সিদের খুব বেশি প্রয়োজন। নাহলে ইনডিয়ান বস্তাপচা অশিল্পীরা যে আমাদের বাজার দখল করে নিবে। জলসা বা জি বাংলার জোকারদের অভয় আশ্রম হয়ে যাবে বাংলাদেশের ডোয়িং রুম।
রাজনীতি করতে গিয়ে আরেক প্রতিভাবান শিল্পী আসিফ আকবর হারিয়ে যেতে বসেছেন। এটা কাম্য নয়।
আপনারা প্রচলীত রাজনৈতীক ধারায় যোগ না দিয়ে বরং এই দেশ থেকে ভিনদেশী মিডিয়া অগ্রাসন রোধে কাজ করুন।
ন্যান্সি আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।
বিষয়: বিবিধ
১২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন