বাংলা সিনেমা তুমি কবে সিনেমা হইবা??

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৩ অক্টোবর, ২০১৩, ০৭:২১:৩৭ সন্ধ্যা



++++++++++++++++++++++++++++++

বাংলা সিনেমার প্রতিটি ডায়লগ, নাচ অথবা মারামারি কান্নাকাটি যেই দৃশ্যর দিকেই তাকাই মনে হয় ভীষণ অস্থির!

অতিদ্রুত ডায়লগ ডেলিভারী দিয়ে যাচ্ছেন সব আটির্ষ্ট। ভাষায় রয়েছে একটি বিশেষ আঞ্চলিকতা। উচ্চারনও মানসম্পূর্ণ নয়। অভিনেতা অভিনেত্রীরা নাচের সময় হাত পা এমন ভাবে ছুড়ে যে আতংঙ্কিত হই যে এগুলো শরীর থেকে বিচ্ছিন্ন্য না হয়ে পড়ে আবার! কোন রকম অনুশীলন নেই। আন্তরিকতা নেই। সৃজনশীলতা নেই। কপি করতে গিয়ে জগা খিচুড়ি অবস্থা।

কান্নার সময় যেই ভাবে কাদে মনে হয়, পদ্মার পানি সব ঝরিয়ে ফেলছে। কিন্তু আবেগ নেই।

রোমান্টিক দৃশ্যে আবার ফেসফোস করে শ্বাস প্রশ্বাস ফেলেন!

কবে যে পরিচালক গুলি কিছু শিখবে? পান খাওয়া পরিচালক গুলি কবে যে সত্যিকার অর্থেই স্মাট হবে!

অনন্ত জলিল মিয়ার সিনেমাও দেখলাম।

ওনার কণ্ঠ আর অভিনয় দুটোই চতুর্থ শ্রেনীর। উনি হয়ত অনেক চেষ্টা করেছেন। তবে এটা ওনার মানা উচিৎ যে অভিনয় ব্যাপারটা তার জন্য নয়। টাকা হলে হয়ত ড. মাহফুজ হয়ে চ্যানেল দেওয়া যায় বউকে দিয়ে রেকড সংক্ষ্যক সিডি উৎপাদন করা যায়, একসময় নিজেও শিল্পি হওয়া যায়। তবে সেটা কোন শিল্প নয় বরং শিল্পকে অপমান করা!

ওনার উচিৎ শুধু প্রযোজনা করা। এখানে একটা উদাহরণ দেই।

একটি দৃশ্যে অনন্ত জলিল পানির নিচে তার স্ত্রী ওরফে নায়িকা বর্ষার সংগে সমুদ্রের নিচে সাতার কাটছে। যেখানে বর্ষার পা খালি থাকলেও জলিলের পায়ে কেডস!! কেডস পায়ে সমুদ্রের নিচে সাতার কাটার আইডিয়া যেই পরিচালক/নায়কের মাথা থেকে বের হয় সে যে কতটুকু চলচিত্র বোঝে তার উত্তর পাঠক খুজে নিবেন।

বারো তলা অথবা ১০০ তলা থেকে ডামি ছাড়া লম্ফ দেওয়াই যদি নায়ক হবার একমাত্র গুন হয় তবে আর কিছু আমার বলার নেই!

আমার সম্যসা আমি নাকি বেশি বেশি সমালোচনা করি।

আমাকে বোঝাতে পারেন নায়ক রিয়াজ কে কেন নকল চুল পড়তে হয়? ইনডিয়ায় তো অনেক টাকলু নায়ক দেখি। তারাতো নকল চুলের বোঝা মাথায় নিয়ে নামেনা।

পাচ মিনিটের এক গান দেখলাম যেখানে বেশির ভাগ দৃশ্যে রিয়াজের নকল চুল থাকলেও অনেক গুলো দৃশ্যতে আবার ন্যাচারাল চুল!

নায়ক নায়িকার ড্রেস আপ দেখলে মনে হয় গুলিস্তানের ফুটপাত হইতে ক্রয় করা । সাদা কোট প্যান্ট আর কতকাল?

মারামারির দৃশ্যে খালি ড্রাম আর রংয়ের বোতল খালি কার্টুন হইতে দর্শক কবে মুক্তি পাবে?

একটি মৌলিক গল্পের ছবির জন্য আর কত দিন অপেক্ষা করবেন বাংলার জনগণ?

কোথায় হারিয়ে গেলো চলচিত্রের সোনালী যুগ?

বিষয়: বিবিধ

১৭১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File