আসুন মুক্তমতের সকল ব্লগার বিডিটুডে ব্লগকে বন্ধ করার প্রতিবাদ করি। রুখে দেই বাকশাল।

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০১ অক্টোবর, ২০১৩, ০৬:৫৮:১০ সন্ধ্যা



আজ সারা দিন বিডি টুডে ব্লগ এ প্রকাশিত মিডিয়া ওয়াচের একটি পোষ্ট সরকারকে যেভাবে নাকানি চুবারি খাওয়ালো তাতে বেশ ভালোই লাগছে।

টুডে ব্লগ প্রমান করেছে মত প্রকাশে তারা ততটাই নির্ভিক যতটা কঠিন সরকার!

এই সরকার কয়েক দিন আগে বিনা কারনে চোরের মত টুডে ব্লগ বন্ধ করে দিয়ে ছিলো। অভিযোগ বলতে এটা কথিত জামায়াত শিবিরের ব্লগ! এই ব্লগে শুরু থেকেই লিখি তাই

সব ভালো কিছুর ক্রেডিট যখন জামায়াত শিবিরের পকেটে ঢুকিয়ে দিচ্ছে সরকার তখন মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল।

সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় ফাস করার নিউজ প্রচার করে ইতিহাসে জায়গা করে নিলো নবীণ এই ব্লগ সাইট।

গণজাগরণ মঞ্চের পেছনের ষড়যন্ত্রকারীদের নীল নকশায় বন্ধ করে দেওয়া হয়েছিলো সোনার বাংলা ব্লগ। নিতান্তই কাপুরুষের মত নিঃশব্দে।

টুডে ব্লগ ফিরে এসে প্রমান করেছে তারা যুদ্ধ করতে জানে।

আবারো বন্ধের পায়তারা চলছে।

আসুন মুক্তমতের সকল ব্লগার বিডিটুডে ব্লগকে বন্ধ করার প্রতিবাদ করি। রুখে দেই বাকশাল।

বিষয়: বিবিধ

১৩৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File