রনীর হাতে প্রহৃত সংবাদ কর্মী ভাইয়েরা একবার ভাবুন সরকার পরির্বন হলে কি অবস্থা হবে আপনাদের?
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২০ জুলাই, ২০১৩, ০৮:৪৬:৩৪ রাত
ঠোটে গোলাপী লিপিষ্টিক আর হালকা মেকাপ দিয়ে ক্যামেরার সামনে বসেন আমাদের এমপি সাহেব, রনী ভাই।
কত ভালো ভালো কথা বলেন। হাসিনা খালেদা ডঃইউনুস সবাইকে তিনি উপদেশ দেন।
তার মিষ্টি কথা শুনে ভাবতাম তিনি বোধহয় ভাজা মাছ টি উল্টে খেতে জানেন না!
এতিদন মিডিয়া বান্ধব মানুষ বলে নিজেকে জাহির করতেন তিনি।
সেই রনী ভাই (আমার ফেসবুক বন্ধু) আজ মেজাজ ধরে রাখতে পারলেন না, দরবেশ বাবার চ্যানেলের সংবাদ কর্মীর পিঠে বুম ভাংঙ্গলেন!!ক্যামেরা, মোবাইল ভাংচুর করলেন।
টিভিতে সেই সচিত্র নিউজ দেখে আমি প্রমদ গুনলাম।
বুঝলাম কুকুরের লেজ যেমন হাজার বছর চোঙ্গায় ভরে রাখলেও সোজা হয়না, তেমনী ছাত্রলীগ যুবলীগদের যত বড় ভদ্র সিটেই বসানো হোকনা কেন, গন্ধ পেলে তারা নিজেকে ধরে রাখতে পারে না।
মানলাম রনী ভাইর অভিযোগ সত্য। সালমান এফ ওরফে আমাদের দরবেশ বাবা তার চেলা সাংবাদিক কে পাঠিয়েছে রনী ভাইকে অপমান করতে।
তো কি হয়েছে রনী ভাই কি পারতেন না একটা মিষ্টি হাসি দিয়ে তাদের বুঝিয়ে বলতে?
আমার বিশ্বাস রনী ভাইর হাসি দিয়ে বিশ্বজয় করা যায়!
কিন্তু তিনি তা না করে একজন সংবাদ কর্মীকে হত্যা করতে উদ্যোত হলেন।
গোলাম মাওলা রনীর নিজ এলাকায় তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। নিজ দলেও তিনি জনপ্রিয় নন। শেখ হাসিনা বলেছেন রনীকে নাকি রাস্তা থেকে তুলে এমপি বানানো হয়েছে!
এতদিন সেটা দেশবাসী বিশ্বাস না করলেও আজ করেছে।
সত্যি বলতে আওমীলীগ নামক দলটায় ভদ্রলোক খুজে পাওয়া একটু বিড়ম্বনার বৈকি!
কেন জানিনা স্বাধীনতার পর থেকেই রনী সাহেবের দল আওমীলীগ মিডিয়াকে দেখতে পারেন না। বাকশাল চালুর কয়েক মুহূর্তের মধ্যে বন্ধ করে দিওয়া হয়ে ছিলো সকল বেসরকারী মিডিয়া।
আর এই নব বাকশাল পিরিয়ডে বন্ধ করে দেওয়া হয়েছে চ্যানেল ওয়ান, ইসলামীক টিভি, দিগন্ত টিভি, সোনার বাংলাসহ বেশ কিছু ব্লগ সাইট। বন্ধ করা হয়েছে দৈনিক আমার দেশ । জেল খাটছে সম্পাদক সাংবাদিক!
এখন মোটামুটি সব মিডিয়াই সরকারী দলের নেতা-কর্মীদের মালিকানায় চলছে।
তারপরও নিজ গোত্রের সংবাদ কর্মীদের উপর হামলে পড়াটা শুধু অশোভনীয়ই নয় বরং জনপ্রতিনিধিদের ক্রমশ অস্থির হয়ে উঠার একটা ছবি। আওমী এমপি মন্ত্রীদের ভেতরের অস্থিরতা প্রকাশ পেয়েছে।
যাইহোক স্ট্রাটাস আর লম্বা করতে চাইনা।
সংবাদ কর্মীদের শুধু বিনয়ের সাথে বলতে চাই ভাইয়েরা সংবাদ সংগ্রহ একটি মহান পেশা কিন্তু আপনারা হলুদ সংবাদ উৎপাদন করে নিজেদের মান এমন পর্যায় নিয়ে গেছেন যে আজ নিজেদের লোকরাই আপনাদের হত্যা করতে চাইছে।
এই সরকার ক্ষমতায় আসতে না পারলে আপনাদের কি হবে?
বিষয়: বিবিধ
২৪৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন