রেশমা নাটক নিয়ে সংসদ উত্তপ্ত। ব্লগ আর সামাজিক সাইডেও চলছে বির্তক! আপনার কি মত জানান দয়াকরে।
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০২ জুলাই, ২০১৩, ০৮:১৮:৫৫ রাত
রেশমাকে নিয়ে সংসদে বেশ উত্তাপ ছড়িয়ে পড়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চিফ হুইপ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, রেশমা নাটকের কারণে দেশের সেনাবাহিনী এবং দেশ ও জাতির ভাবমূর্তি আর্ন্তজাতিকভাবে ক্ষুণ্ন হয়েছে।
এ ঘটনার বিচারবিভাগীয় তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন তিনি
অপর দিকে মতিয়া চৌধুরী বলেন, যারা সেনাবাহিনীকে বিতর্কিত করছে ও দেশের সার্বভৌমত্ব ক্ষুন্ন করতে চায় তাদের বিরুদ্ধে সময় মতো সেনাবাহিনী সমুচিত জবাব দেবে।
এ্যানি অভিযোগ করে আরো বলেন, ‘রেশমা উদ্ধার যে নাটক তা বিদেশি পত্রিকায় প্রকাশিত হয়েছে। হেফাজতের গণহত্যা ও দুঃশাসন আড়াল করার জন্যই এ নাটক সাজানো হয়েছিলো।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যেমের বরাত দিয়ে বলেন এটা শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ছিলো।
সংসদে যখন এমন উত্তাপ চলছে তখন বাইরেও এর উত্তাপ কম নয়। পাড়া মহল্লায় সবর্ত্র এখন রেসমা নাটক নিয়ে মুখরোচক গল্প চলছে। ব্লগ আর সমাজিক বিভিন্ন ওয়েব সাইডেও রেসমা নিয়ে তুমুল সমালোচনা চলছে।
মিরর কে মিথ্যা প্রমান করার জন্য এনাম সাহেবের এই একটি মাত্রই কথাই আপাতত শুনছি। এনাম সাহেব বলছেন তাদের হাসপাতালে নাকি রেসমা আগের বার চিকিৎষা নেয়নি!
তবে এনাম সাহেবের কথাও অনেকে বিশ্বাস করতে পারছে না।
কেননা সত্য হলো রাষ্ট্র যদি নাটক করে তবে এনাম সাহেব তাতে অভিনয় কেন করবে না?
খালেদাকে বাড়ি থেকে উচ্ছেদ এর পর
খালেদা জিয়ার বাসভবনে পর্ণ ম্যাগাজিন সাজিয়ে রেখে আওমীপন্থি কয়েকটি মিডিয়াকে ডেকে নিয়ে আমাদের সেনা কর্মকর্তারাই কিন্তু একটি বির্তকিত কাজ করে ছিলো।
এই অবস্থায় সরকার বড় একটা ফাপরে পড়েছে।
আসলে সত্যি হলো আমাদের নৈতিকতা এখন তলানিতে গিয়ে নেমেছে। নাহলে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালীর পরিবার কি করে ভীনদেশি সাদা চামড়ার প্রতি এতো ঝুকলো?
রাষ্ট্র পরিচালকের পরিবারেইতো ভীনদেশি থাকে!
আজ কিছু হলেই আমরা বিভিন্ন দেশের কাছে বিচার দেই।
নিজেদের প্রতি আস্থাহিনতার কারনেই এই রেশমা নাটকের সৃষ্টি হয়ে ছিলে।
বিষয়: বিবিধ
১৪০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন