ডেমু ট্রেন ! নাকি ভ্রামমান নরক?
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ১৮ জুন, ২০১৩, ০৪:৫৭:১৯ বিকাল
আমি নারায়ণগঞ্জ হইতে শখের বসে কয়েকবার ট্রেনে চড়েছিলাম। সে এক এলাহি কাণ্ড! ট্রেনের ভেতরে চুল পরিমান জায়গা থাকেনা। মানুষের ভিড়ে ট্রেনে উঠতে পারাটাই ভাগ্যর ব্যাপার।
প্রয়োজনের তুলনায় ট্রেন অনেক কম থাকায় ট্রেন ভ্রমণ দুঃসাধ্য ব্যাপার হয়ে উঠেছিলো।
এই অবস্থায় জানিতে পারলাম আমাদের প্রধাণমন্ত্রী নারায়ণগঞ্জে নতুন ট্রেন ছাড়িয়াছেন।
প্রথমে খুশি হইলেও এখন দেখতে পেলাম ডেমু আসলে কোন ট্রেন নয় বরং এটা একটা ভ্রামমান নরক।
বাতাশ প্রবেশের জায়গা নেই। পযাপ্ত বাতাশ না থাকায় এবং নিচে ইঞ্জিন থাকায় ট্রেনের ভেতরে তীব্র গরমে অনেকেই বমি করে দেয়।
সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ে এই ডেমুতে চড়ে। অথচ এই ট্রেন উদ্বোধন নিয়ে হাচিনার সেকি উল্লাস!!
অবাক করা তথ্য হইলো এই ডেমুতে যাত্রি বেশি হইলে আবার নাকি মাঝ পথে থেমেও পড়ে ট্রেন!
নারয়াণগঞ্জ বাসি এখন আর ডেমু ট্রেনে উঠতে চায় না।
হাচিনা আগের ট্রামে মিগ২৯ কিনে বহুত পয়সা কামিয়ে ছিলো বলে ১/১১তে শুনে ছিলাম। ডেমু ট্রেন ক্রয়ের পেছনেও এমন বড় মাপের দুঃনীর্তি হয়েছে বলে খবর বেড়িছে।
৩০জন আমলার একটি দল একাধিক বার রাষ্টিয় খরচে চীনে প্রমদ ভ্রমনে গিয়ে ছিলো, যদিও তাদের যাওয়ার কথা ছিলো ট্রেনের দেখভাল করা। কিন্তু তারা চীন ভ্রমনে গিয়ে কি করেছে সেটা একটা গবেষণার বিষয়। এর মধ্যে ৮জন আমলা আবার চীনে টানা চারমাস থেকেছেন!!
সরকারী আমলারা যে কত রকম আমোদ প্রমদ করার সুযোগ পায় সেটার একটা উদাহরণ এইটা।
আসলে জনগণের করের পয়সা যে কিভাবে হরিলুট হয় এটা এই ডেমু ট্রেন দিয়ে আবার প্রমাণ হলো।
জয় বাংলা ডেমু সামলা!
বিষয়: বিবিধ
১২১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন