আলহামদুলিল্লাহ সর্বশেষ প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে চারটি সিটি কর্পারেশন আসনেই এগিয়ে আছে ১৮দলীয় জোট!
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ১৫ জুন, ২০১৩, ০৮:২০:২০ রাত
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে (রাসিক) শনিবার বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে মেয়র পদে ১৩৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭টিতে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল (আনারস প্রতীক) ১২ হাজার নয়শ ৮৬ ভোট পেয়ে এগিয়ে আছেন।
কেসিসি(খুলনা সিটি কর্পোরেশন) নির্বাচনে এখন চলছে ভোট গণনা ও বেসরকারি ফলাফল প্রকাশ। ইতিমধ্যেই ১০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল প্রকাশ করেছেন রিটার্নিং অফিসার।
রিটার্নিং অফিসার ঘোষিত ১০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি (আনারস)। তিনি পেয়েছেন ৪ হাজার ৪৯৬টি ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহাজোট সমর্থিত প্রার্থী তালুকদার আব্দুল খালেক (তালা) পেয়েছেন ৪ হাজার ২২৭ ভোট। এছাড়া অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টি সমর্থিত শফিকুল ইসলাম মধু (দোয়াত কলম) পেয়েছেন ২২৫ ভোট।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ২২টি কেন্দ্রে ১৮ দলীয় জোট প্রার্থী আরিফুল হক (টেলিভিশন প্রতীক) ২১২৬৭ ভোট এবং আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান আনারস প্রতীকে পেয়েছেন ১৩৮০৩ পেয়েছেন। সিসিকে মোট ১২৮টি ভোটকেন্দ্র।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে (বসিক) শনিবার বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে মেয়র পদে ১০০টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টিতে বিএনপি সমর্থিত প্রার্থী মো. আহসান হাবিব কামাল (আনারস প্রতীক) বার হাজার চারশ ২২ ভোট পেয়ে এগিয়ে আছেন।
অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শওকত হোসেন হিরন পেয়েছেন নয় হাজার পাঁচশ ৩৪ (টেলিভিশন প্রতীক) ভোট। ফলে, বিএনপি সমর্থিত প্রার্থী মো. আহসান হাবিব কামাল (আনারস প্রতীক) দুই হাজার আটশ ৮৮ ভোটে এগিয়ে আছেন।
বিষয়: বিবিধ
১০৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন