পুলিশের প্রিজন ভানে শহর ভ্রমনের অভিজ্ঞতা!
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ১০ জুন, ২০১৩, ০৩:৪০:৪০ দুপুর
!
!
!
পুলিশের প্রিজন ভ্যানে যখন উঠলাম,তখন সকাল ১১টা বাজে।আমার দুপাশের বেঞ্চিতে ১০জন পুলিশ আর দুজন কর্মকর্তা। বেঞ্চিটা ভালই। বসে ভালো লাগলো। বসে ধন্যবাদ দিলাম সাবেক পুলিশ মন্ত্রী বাবরকে তিনিই পুলিশের জন্য আধুনিক গাড়ি ক্রয় করে ছিলেন।
রাস্তা ফাকা। রিকশা এবং হালকা কিছু যান চললেও কোথাও বাস বা প্রাইভেট গাড়ি চোখে পড়লো না। পথচারীরা বিশেষ ভাবে আমাকে দেখছে। পুলিশের গাড়িতে তো আর ভালো মানুষ বসে না। ওরা আমাকে দাগী আসামীই ভাবছে। তবে আমি পুলিশদের সাথে গল্প জুড়ে দিলাম। মখা ভাইর সমালোচনা করলাম!
ইতিমধ্যে ডাচ বাংলার তিনটা শাখা ঘুরলাম। লেনদেন খুবই সিমিত। সংঙ্গে থাকা কলিগ প্রায় কোটি টাকার চেক নিয়ে চেক নিয়ে ঘুরছে। কিন্তু হরতাল বলেই ক্যাশ করা যাচ্ছেনা। ডাচ বাংলার তিনটা শাখা ঘুরে অবশেষে ক্যাশ ক্লিায় হলো। ফ্যাক্টরিতে যখন নামলাম তখন তিনটা বাজে!
এই প্রথম পুলিশের প্রিজণ ভ্যানে চড়লাম!
আহা কি আনন্দ!
বিষয়: বিবিধ
১১০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন