দূরত্ব কেবলি পথের আছো সর্বদা হৃদয়ের কাছাকাছি..

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০৫ জুন, ২০১৩, ০৯:১৪:১৯ রাত

ভালবাসি বন্ধু তোমায় অনেক বেশি

দূরে থাকো ,কাছে থাকো . . ...

দূরত্ব কেবলি পথের

আছো সর্বদা হৃদয়ের কাছাকাছি..

চোখের দেখা হয়নি কখনো

হবেও না জানি বন্ধু

পৃথিবীর দু’প্রান্তে দু’জনের আবাষ

তবু তোমায় নিয়ে গড়েছি

ভালবাসার সংসার

করছি বসবাষ

একে অন্যর হৃদয়ে

এ প্রেমে শরীর নয়

অংশ নিয়েছে দু’টি হৃদয়

তাই দূরত্ব কেবলি পথের

আছ সর্বদা হৃদয়ে কাছাকাছি

বাতাসে ভেসে আসে

তোমার শরীরের ঘ্রাণ

কানে বাজে সারাক্ষণ তোমার মিষ্টি হাসির শব্দ

দাম্পত্য কোলাহল নেই

চাওয়া পাওয়ার খামখেয়ালি হিসেব নেই

আছে শুধু বিরহ

যখন দিনের পর দিন

সেল ফোনে ভেসে উঠেনা, তোমার মায়াভরা মুখ

মন খারাপ হয়, অসহ্য লাগে

তখন ইচ্ছে করে

গাঙচিল হয়ে সমুদ্র পাড়ি দেই

ঝড় হয়ে তছনছ করে দেই

পুরো পৃথিবীটাকে...

ইচ্ছে করে

বৃষ্টি হয়ে মাটিতে মুখ লুকাই

আমার অভিমানে

তুমিও চোখের জ্বলে গড় নহর

তাই দূরত্ব কেবলি পথের

আছ সর্বদা হৃদয়ের কাছাকাছি

বিষয়: বিবিধ

১৬৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File