সামু ব্লগ এবং আমার ছাগু হবার অনুভূতি!

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০২ জুন, ২০১৩, ১০:৫০:০৫ সকাল

সামুতে নিজ নামে একটা নিক ছিলো সেটি দাড়ি পাল্রা ইস্যুতে পোষ্ট দেবার কারনে ব্যান হয়েছিলো পরে আবার নিজ নামে আরেকটি নিক করে ছিলাম।

নিরহ ব্লগার ছিলাম গল্প কবিতা পোষ্ট করতাম। মনে পড়ে আমার একটি গল্প ওখানে প্রায় পাচ হাজার বার পড়া হয়ে ছিলো। তারপর গণজাগরণ মঞ্চ নিয়ে একটি কমেন্ট করায় আবারো ব্যান হলাম।

তারপর সামুকে গুড বাই বলে দিয়েছি। ওখানে আর যাই না। ভালো আছি। অথচ একসময় মনে হত সামুকে ছাড়া বাচা যাবেনা।

সামু হয়ত আমাকে ছাগু ভাবছে, ভাবাটাই স্বাভাবিক কথিত প্রগতিশীলদের মত আমিতো আর একচোখা নই। সাদাকে সাদা বলতে আমার ভনিতা করতে হয়না।

আমাদের মত ছাগুদের বের করে সামু হয়ত তৃপ্তির ঢেকুর তুলে ছিলো।

কিন্তু আসলেই কি সামু ভালো আছে?

সামু থেকে বের হয়ে গেলেও ওখানকার অনেক বন্ধু ফেসবুকে লিংক দেয়, তাদের পোষ্ট পড়তে বলে।

তখন যাই সামুতে। সামুর প্রথম পেজের দৈন্যবস্থা দেখে খারাপ লাগে। হিট কোন পোষ্ট নজরে পড়ে না। আগের মত ভালো লেখাও দেখিনা। যাইহোক

সামুর প্রতি আমার কোন ফিলিংস নেই। ছাগুমুক্ত ব্লগ বলে ফেসবুকে দেখি তাদের পেজের সেকি উল্লাস।

কিন্তু সবিনয় বলতে চাই ছাগুরা না থাকলে সেই ব্লগ কখনোই হিট হয়না। কেননা ছাগুরা মেধা দিয়ে লড়াই করে অশ্লিল গাল দিয়ে বা পর্ণ পোষ্ট দিয়ে নয়।

সামুর মত অনেক প্রগতিশীল ব্লগ সাইড এখন মুখ থুবড়ে পড়ছে। তাদের মডুদের সেই রমারমা বানিজ্য আর নেই। টিভি টকশো বা পত্রিকায় এখন আর সাক্ষাতকার দেবার জন্য জনাদের ডাকা হয়না।

এক সময় ছাগু বলায় খারাপ লাগতো, অসহয় লাগতো।

এখন আর লাগে না। বরং আমার ফেসবুকে ক্রমশ ছাগু বন্ধদের সংখ্যা বৃদ্ধিপাচ্ছে।

কেননা আমি সব সময় মেধাবী এবং ভালো মনের মানুষদের সাথে চলতে চেষ্টা করি।

ছাগুদের ধন্যবাদ।

বিষয়: বিবিধ

১৭৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File