আশরাফুলের স্বিকারোক্তি আমলে নিয়ে দোষি ক্রিকেটারদের সবোর্চ্চ্য শাস্তি দাবী করছি।

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ৩১ মে, ২০১৩, ০১:৪৭:৪৯ দুপুর



বাংলাদেশ ক্রিকেট দলকে সব সময় শ্রদ্ধা করি আমি। এমনকি তারা যখন বিশ্বকাপ খেলায় মিরপুরে ৬৫ রানে অলআউট হয়েছিলো আমি তখনও তাদের পক্ষে পোষ্ট দিয়ে ছিলাম।

কিন্তু আজ কেন জানিনা আমার প্রিয় খেলোয়াড়দের প্রতি তীব্র ঘৃর্না জেগে উঠেছে মনের ভেতর। আশরাফুল যেভাবে অবলিলায় সহকর্মীদের সম্পৃক্ততার কথা বলে দিলো তাতে লজ্জায় ঘৃর্না অপমানে নীল হয়ে গেছি।

টাকার কাছে ক্রিকেটারদের এমন নতজানু হয়ে যাওয়াটা মানতে পারছিনা। ক্রিকেট কি দেয়নি ওদের? আমাদের রক্ত পানি করা পয়সা থেকে আমরা টাক্স দেই। সরকার ওদের রাজকীয় বেতন বোনাসসহ কত কত সুযোগ সুবিধা দেয়। অথচ ওরা এত বড় ছোট লোক! ছিঃ!!

আশরাফুলসহ সকল পিচাশ ভণ্ড বেঈমান রাজাকারদের সবোচ্চ্য শাস্তি দাবী করছি। আজীবন বহিস্কার, জেল জরিমানা দাবী করছি।

যাতে করে এই বাংলাদেশে আর কোন ক্রিকেটার এই দুগন্ধময় পথে পা বাড়াতে চেষ্টা না করে।

কোটি কোটি ভক্তদের সঙ্গে যারা প্রতারণা করছে তাদের কঠিন সাজা দিয়ে বাংলাদেশ সরকার প্রমাণ করুক অন্তত আমরা ক্রিকেটের মাঠে দুনীর্তিকে প্রশয় দেইনা।

সেই সাথে ইনডিয়ার বাজিকরদের বিচারও দাবী করছি।

বিপিএল এর মত টাকার খেলা বন্ধেরও দাবী করছি। ইনডিয়ান খেলাকে অনুকরন করতে গিয়ে আজ আমাদের এই অবস্থা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে আরো একটিভ হবার দাবী করছি।

কিছুতেই যেন কোন রকম ছাড় দেওয়া না হয় অপকর্ম করা ক্রিকেটারদের।

খালেদ মাহমুদ সুজন, এবং মাসুদ ও রফিক যদিও অস্বীকার করেছেন যে তারা এসবের সঙ্গে জড়িত নয়। তবে সেটা এখন আর বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।

তরুণ ক্রিকেটারদের যারা অপকর্ম করতে শেখায় তাদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার। কোন প্রভাবে পড়ে যেন ঘটনা আড়াল না করা হয়।

আশরাফুল যে স্বিকারোক্তি দিয়েছে তা আমলে নিয়ে আরো তদন্ত করে দোষিদের দ্রুত খুজে বের করা হোক।

বিষয়: বিবিধ

১৫৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File