জাতীয় ব্লগার সম্মেলন ২০১৩। আপনি আসছেন তো?

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৯ এপ্রিল, ২০১৩, ০৯:০৯:৪৪ রাত



আগামী ৪ই মে শনিবার সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাব চত্তরে ব্লগার সম্মেলন অনুষ্ঠিত হবে।

নিপিড়িত মুক্তমত ও ব্লগার ভাবনা শীর্ষক জাতীয় ব্লগার সম্মেলন ২০১৩।

মুক্তমত চর্চাকারী সকল ব্লগারদের উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহনের জন্য আমন্ত্রন। আশা করছি বন্ধ হয়ে যাওয়া সোনার বাংলা এবং আমার বর্ণমালা ব্লগ সহ সকল ব্লগের ব্লগার ভাইবোন অংশ গ্রহন করবেন। মুক্তমতের পক্ষে নিজের ভাবনা শেয়ার করবেন।

অনুষ্ঠানটি আয়োজন করছে, কমিউনিটি ব্লগারস ফোরাম ( CBF)।

সার্বিক যোগাযোগঃ

সরোজ মেহেদী ০১৯১৫ - ১৬৪৬৯৫,

মাহমুদা ডলি,০১৭২৬ - ৪৭৮৯২৬,

এমএম ওবায়দুর রহমান ০১৯২২ - ০০৯৯৮৪।



Facebook a dekhun

বিষয়: বিবিধ

১৫০৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274963
১৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫২
অজানা পথিক লিখেছেন : আগের মতো করেই ওবায়েদ ভাইকে আমার সিবিএফে কান্ডারীর ভূমিকায় দেখতে চাই
০২ আগস্ট ২০১৫ রাত ১২:০১
275263
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File