শ্রমিক ভাইদের কাছে অনুরোধ ..........
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৬ এপ্রিল, ২০১৩, ০১:৪২:৪৫ দুপুর
পোশাক শ্রমিক ভাইরা আমি জানি আমার লেখা তোমাদের চোখে পড়বে না। তারপরও তোমাদের কাছে অনুরোধ করছি দয়াকরে তোমরা রাস্তায় গাড়ি ভেঙ্গো না। অনেক সাধারণ মানুষ তোমাদের জন্য কাজ করছে, তাদের ভিতু করে তুলো না। শান্তিপূর্ণ আন্দোলন করো।
সরকার বা প্রশাসন তোমাদের জন্য কিছুই করবে না। বরংলাঠি র্চাচ করে আহত করবে। তোমাদের দাবী গুলো মিডিয়াকে জানাও আমরা ব্লগে ফেসবুকে তোমাদের পক্ষে কাজ করবো প্রয়োজনে রাস্তায় নামবো।
তবে সহিংস কোন কিছুকে আমরা সাপোর্ট করিনা। আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যেমেই তোমাদের দাবী আদায় করা সম্ভব। রাস্তায় যারা গাড়ি ভাঙছো সেই গাড়ির মালিকের কোন দোষ নেই। এই আমদানি করা পন্য নষ্ট করে তোমরা দেশের ক্ষতি করোনা।
তোমরা তোমাদের শ্রম দিয়ে দেশ কে এগিয়ে নিয়ে যাচ্ছো। তোমরাই সত্যিকারের দেশ প্রেমিক তাই তোমাদের হাতে দেশের ক্ষতি হোক তা কাম্য নয়।
বছরের পর বছর ধরে মালিক এবং রাষ্ট্র তোমাদের সাথে জুলুম করে যাচ্ছে। ঠকানো হচ্ছে প্রতিদিন। তোমাদের যারা নেতা আছে তারাও বিক্রি হয়ে যায় মালিকের টাকার কাছে।
এবস্থায় তোমরা নেতা নির্বাচনে সিরিয়াস হও।
কাজ ফেলে রাস্তায় থেকোনা বরং নিজ কর্মক্ষেত্রে গিয়েই প্রতিবাদ কর।
আর যেন রানা প্লাজা বা তাজরিনের মত কোন ভবনে তোমাদের কাজ করতে না হয় সেই লক্ষে কাজ করো।
আমরা তোমাদের সাথে ছিলাম আছি এবং থাকবো।
বিষয়: বিবিধ
১১৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন