জনগনের টাকা গেলা খুব সহজ দেখছি। হাসিনার বিস্ময়কর আপ্যায়ন খরচ। এতো টাকা কোথায় খরচ করলেন?!

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ১০ এপ্রিল, ২০১৩, ১০:২৪:৪০ সকাল



আমাদের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য খুবেই ভালো একমাত্র কানে কম শোনা ছাড়া ওনার অন্য কোন রোগ আছে বলে আমার জানা নেই। যদিও আদালত তাকে রংহেডেট বলেছিল।

যাইহোক আমাদের গরীবের বন্ধু হাজার বছরের শ্রেষ্ট প্রধানমন্ত্রীর খাওন খোরাক নিয়ে গবেষনা করেছে আমার দেশ পত্রিকা। চাঞ্জ এডিটর বলেই হয়ত তিনি এমনটা করেছেন।

আমার দেশ লিখেছে, গনতন্ত্রের মানুষ কন্যা রাষ্ট্রনায়ক,পিচ অব ডটার শেখ হাসিনা নাকি প্রতিদিন প্রায় ২ লাখ ১৪ হাজার টাকা আপ্যায়ন খরচ এই দেশের রাষ্ট্রীয় তহবীল থেকে গ্রহন করেছেন!

আর গত ২০১১-১২ অর্থবছরে আপ্যায়ন খাতে ব্যয় করা হয়েছে ৭ কোটি ৮০ লাখ টাকা!!

যেকোন আম পাবলিক লাইন কয়টা পরে আতকে উঠতে পারে।

কারো বুকের ভেতর চিনচিন করে ব্যাথাও লাগতে পারে কেননা এটা যে পাবলিকেরই টাকা।

কেউ কেউ ক্ষোভও প্রকাশ করতে পারেন। জ্বালাময়ী স্ট্রাটাস দিয়ে কেউ কেউ জেলের ভাত খেতে পারেন।

তবে আমি কিছুই করছি না আমি খালি মুজিব সাহেবের একটা ডায়লগ দিবো উনি বলেছিলেন, দেশ স্বাধীন করে সবাই পায় স্বর্নের খনি আমি পাইছি চোরের খনি। আমি ভিক্ষা করে যা আনি সব চাটার দল খাইয়া ফেলায়....!

যাক আমাদের বঙ্গবন্ধু কন্যা এই সুযোগটা কাউকে দিচ্ছেন না।

ইচ্ছে মতন খরচ করে যাচ্ছেন। মাহমুদ ভাই খালি বাড়া ভাতে ছাই দেয়। ধুর!!

হাঃ হাঃ

http://www.eamardesh.com/2013/04/10/index.php

বিষয়: বিবিধ

১৫৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File