ভ্যাট বিরোধী আন্দোলনের জন্যই সরকার গুম করছে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের।

লিখেছেন লিখেছেন তায়িফ ১৩ জুলাই, ২০১৬, ০৪:০৩:২৩ বিকাল



কয়েকমাস আগে সরকার শিক্ষার উপর ভ্যাট বসায় কিন্তু ইংলিশ মিডিয়াম এবং বেসরকারী ইউনির্ভাসির ছাত্রদের আন্দোলনের মুখে সরকার প্রত্যাহার করে নেয়। তখনই আমার সন্দেহ হয়েছিল হঠাত্ করে কেন কুকুরের লেজ এত সহজে কেন সোজা হয়ে গেল।

কিন্তু এখন দেখা যাচ্ছে শত শত ছাত্র গুম এবং তাদের মৃতদেহ উদ্ধার হচ্ছে জঙ্গী হামলার পর।

আপনাদের নিশ্চয় মনে আছে ৫ ই এপ্রিলের গণহত্যার পর রানা প্লাজায় লাস উদ্ধার বেড়ে যায়। আর বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গুমের পর জঙ্গী হামলায় বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের লাশ উদ্ধার হয়।

আইএস বলেন আর জেএমবি বলেন। আসলে সব অবৈধ সরকার সৃষ্ট। অবৈধ সরকারের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য তাদের বিদেশী সমর্থন দরকার, বিদেশী সমর্থনের জন্য দরকার তাদের সহানুভূতি ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলার ফাসির আসামীদের পোলিশ সৈন্যদের ড্রেস পরিয়ে হত্যা করে একটি বেতার কেন্দ্রের আশে পাশে রেখে প্রচার চালায় পোলান্ডের সৈন্যরা জার্মানী আক্রমন করেছে। পাল্টা আক্রমনের জন্য জার্মানদের সমর্থন আদায় করে নেয়।

আবার আমেরিকার সমর্থনের জন্য ব্রিটিশরা জাপান ভাষা ভাষী ব্রিটিশদের দিয়ে আমেরিকায় হামলা চালিয়ে মার্কিন সমর্থন ব্রিটিশদের পক্ষে নিয়ে আসে।

৯৯ সালে ভারত সরকারের জনপ্রিয়তা যখন তলানিতে পাকিস্তানী সৈরশাসক। ভারত বন্ধু পারভেজ মোশারফের সহযোগীতায় কারগীল যুদ্ধ বাধিয়ে সরকার জনসমর্থন তাদের পক্ষে নিয়ে নেয়।

এত দিন ধরে সরকার জাতীয় নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্য করে, হাজার নেতা কর্মীকে গুম খুন হত্যা, পঙ্গু করে বিদেশী সমর্থন আদায় করতে পারে নি।

নিরিহী হিন্দু খ্রীস্টান বুদ্ধ ধর্মীয় নেতা ও ধর্মাবলম্বীদের হত্যা করেও সরকার খুব একটা সুবিধা করতে পারে নি।

তাই গুলশানের মত কূতনৈতিক এলাকায় নিজেদের নেতাকর্মীর ছেলেদের দিয়ে নিরীহ বিদেশীদের হত্যা করেছে।আবার ভ্যাট বিরোধী আন্দোলনকারীদের হত্যা করে লাশ ফেলে প্রচার চালিয়েছে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই জঙ্গী। আর এতে তারা মোটামোটি সফল।

অবৈধ সরকারের অবৈধ কর্মকান্ডে সরাসরি সাহায্য করেছে আইএসআই এর জন্মদাতারা। আইএসআই এর বাংলা ওয়েভ সাইটের আইপি এড্রেস আমেরিকা থেকে নিয়ন্ত্রিত। এখন অবশ্য তা বন্ধ। সাইট ফর ইন্টে. এটাও আমেরিকার। আমেরিকার সহযোগীতা ছাড়া ফেবু, টুইিটার, ইন্টারনেট ব্যবহার অসম্ভ। আর জঙ্গীদের ব্যবহৃত কেমেরা, একামত্র হলিউডেই এমন উন্নতমানের কেমেরা ব্যবহার হয়।

তাই গুলশান হামলা যে দুইআনার মন্ত্রীর দেশ ও লেডিহিটলার যৌথ প্রযোজিত তা বলার অপেক্ষা রাখে না।

হামলার পর দুই আনার মন্ত্রী এদেশে এসে পাপের উপর পা তুলে অবৈধ প্রধানমন্ত্রী সাথে বৈঠক করেন। কিন্তু বিম্পির সাথে কথা বলার প্রয়োজন বোধ করেন নি।

একাটা বিষয় দেখেন।

১ প্রথমে এরা্ আমিনীকে হত্যা করে, আইওজেকে হত্যা করে। বিএনপি তখন বগল দাবাচ্ছিল ।

২. তারপর হেফাজত গণহত্যা চালায়। বিএনপি তখন বগল দাবাচ্ছিল ।

৩. জাতীকে ৭১ এর পক্ষ বিপক্ষে ভাগ করে কিন্তু নিজেদের বোন ভাগ্নিকে ৪৭ এর পরাজিত দেশের নাগরিক বানিয়ে রেখেছে। বিএনপি তখন বগল দাবাচ্ছিল ।¨

৪. জাতীয় নেতাদের হত্যা করে । বিএনপি তখন বগল দাবাচ্ছিল ।

৫. অমুসলীমদের হত্যা করে। বিএনপি তখন বগল দাবাচ্ছিল ।

৬. এরশাদকে সামরিক হাসপাতালে পাঠিয়ে জাতীয় পাতির নিয়ন্ত্রন নিয়ে নেয়।বিএনপি তখন বগল দাবাচ্ছিল ।

৭. এখন বিম্পি কে দল হিসাবে গন্যই করে না।

নকলের মাধ্যমে সরকারী সব শিক্ষা ব্যবস্থা ধংস হয়ে গেছে। যা একটু বাকী বেসরকারী বিশ্ববিদ্যালয়। এবার গুম হওয়া বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের লাশ যত্রতত্ত ফেলে তাদের জঙ্গী আখ্যা দিচ্ছে।এখন জঙ্গী হামলার উত্‌স হিসাবে বেসরকারী বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিবে।

এভাবেই অবৈধ সরকার আমাদের প্রাণপ্রিয় দেশটাকে ধংস করে দিবে?

আমাকে ফেসবুকে লাইক দিতে এখানে ক্লিক করুন।

বিষয়: বিবিধ

১২২৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374544
১৩ জুলাই ২০১৬ বিকাল ০৫:০৪
হতভাগা লিখেছেন : ২য় বিশ্বযুদ্ধে আমেরিকার মাটিতে একটা ফুলের টোকাও পড়েনি । তাদেরকে যুদ্ধে নামতে বাধ্য করেছিল জাপানী কামিকাজিদের পার্ল হারবারের আক্রমন । আর আগে আমেরিকা কারও আগে নেই পাছে নেই থিওরীতেই ছিল।

****************************************************

বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ভ্যাটের ঘটনা ১ বছরেরও আগের । আর নিব্রাসেরা পালায় ৪/৫ মাস আগে । বড় লোকের পোলাপান , নেলা খাইয়ে দিতে হয় । এরা ভ্যাট নিয়ে কাব যাব করবে না। নিব্রাস গেছে প্রেমে প্রত্যাখ্যাত (ছ্যাকা খেয়ে)হয়ে এবং এদের আরেকজন নায়লা নাঈম কর্তৃক পরিত্যক্ত ।

***************************************************

বিএনপি জামায়াতকে সাথে নওয়ার + তাদেরকে মন্ত্রীত্ব দেবার খেসারত দিচ্ছে । জাতীয় নেতা কারা ? নিজামী এরা ? আপনি মনে হয় দেশে থাকেন না সেজন্যই নিজামীদেরকে জাতীয় নেতা বলতেছেন আর জয়ভায়াকে আইএস জঙ্গীর লেবাসে দেখিয়েছেন !?!?!

এখনই ক্ষমা চান




আর ১০০ বার কানে ধরে উঠ বস করুন






১৩ জুলাই ২০১৬ বিকাল ০৫:১৪
310731
তায়িফ লিখেছেন : টিউলিপ রেহানারাই পার্ল হারবারে হামলা করছেলি যেন আমেরিকা জাপানীদের বিরুদ্ধে ক্ষেপে যায়। টিউলিপ রেহানারা হাজার বাঙ্গালীদের ভিসা দিয়ে ব্রিটেনে নিয়ে। আবার কলেজকে অবৈধ ঘোষনা করে। কোটি বৈদেশীক মুদ্রা লোট করেছে। তাদের কলেজ অবৈধ এটা টিউলিপ রেহানাদের দেখার বিষয় এটা আমাদের না।টিউলিপ রেহানারা বর্বর।রাশাকার মখা মোশাররফের গাড়িতে কি খালেদা পতাকা দিয়েছে। এখনও শত শত ছাত্র গুম একদিন এই অবৈধ সরকারকে জবাব দিতে হবে।
374558
১৩ জুলাই ২০১৬ রাত ০৯:১৬
কুয়েত থেকে লিখেছেন : অবৈধ সরকারের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য তাদের বিদেশী সমর্থন দরকার আর এ জন্য দরকার বিদেশী সমর্থন। ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
১৩ জুলাই ২০১৬ রাত ১০:২৪
310744
তায়িফ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File