দ্রুত চালু হচ্ছে ফোর জি
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৩ জুলাই, ২০১৬, ০৪:৪৬:২৪ বিকাল

আইসিটি খাতে বাংলাদেশের উন্নয়ন চোখে পড়ার মতো। ২০০৮ সালে ২জি নেটওয়ার্ক নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, যখন ছিল শুধু একটি সাবমেরিন ক্যাবল। বর্তমানে আমরা থ্রিজিতে আছি। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সরকার ফোরজির জন্য কাজ করছে, খুব দ্রুত এ দেশে ফোর জি চালু হবে। বর্তমানে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছয় কোটি ১২ লাখ ৮৮ হাজার। চলতি বছরের মার্চেই গ্রাহক সংখ্যা ছয় কোটি ছাড়িয়েছে। দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই এ সেবা নিচ্ছেন মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে। দেশের মোবাইল ফোন অপারেটরগুলোকে ফোরজি সার্ভিসের লাইসেন্স প্রদানের ব্যাপারে গভীরভাবে বিশ্লেষণের জন্য আন্তঃবিভাগীয় কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি (বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন)। সম্প্রতি টেলিকম রেগুলেটরের নিয়মিত আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। ২০১৩ সালের থ্রিজি স্পেকট্রাম নিলামের মাধ্যমে ২১০০ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি করেছিল বিটিআরসি। নিলামে গ্রামীণফোন ১০ মেগাহার্জ স্পেকট্রাম নিয়েছে। বাকি ৩ অপারেটর বাংলালিংক, রবি এবং এয়ারটেল নিয়েছে ৫ মেগাহার্জ করে স্পেকট্রাম। আর আগে থেকেই সরকারি অপারেটর টেলিটক পেয়েছিল ১০ মেগাহার্জ। মোবাইল ফোন অপারেটররা ২জি সার্ভিসের জন্য ১৮০০ এবং ৯০০ মেগাহার্টজ ব্যবহার করতে পারবেন। আর থ্রিজি সার্ভিসের জন্য শুধু ২১০০ মেগাহার্টজ ব্যবহার করতে পারবেন। রবি বর্তমানে এয়ারটেলের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। একীভূত হওয়ার পর রবি নামের টেলিকম অপারেটরটি ভিন্ন ভিন্ন ব্যান্ডে ৩৯.৮ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে দেশের সর্ববৃহৎ ইন্টারনেট বর্ণালীর মালিক হবে। বর্তমানে ভিন্ন ভিন্ন ব্যান্ডে ৩২ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে শীর্ষ অবস্থানে আছে গ্রামীণফোন।
বিষয়: আন্তর্জাতিক
১০৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন