বাংলাদেশ নিয়ে কারা হতাশ

লিখেছেন লিখেছেন সালাম আজাদী ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:১১:৪৬ রাত



এ যাবত বাংলাদেশ কে নিয়ে হতাশ মানুষের সংখ্যা বেশ দেখা যাচ্ছে। আসলে আমি তিন শ্রেনীর মানুষ দেখেছি, যারা বাংলাদেশ সম্পর্কে সম্পূর্ণ হতাশ। প্রথম দল হলো যারা সমাজতন্ত্রের ভিত্তিতে বাংলাদেশ গড়তে চেয়েছিলো। এর জন্য এক পর্যায়ে তারা অস্ত্র হাতেও নিয়েছিলো। তারা বাংলাদেশ নিয়ে খুব ই হতাশ। আরেক দল হলো যারা বাংলাদেশে ইসলামি খিলাফাতে রাশেদাহ কায়েম করতে চেয়েছিলো, এবং তা করতে যেয়ে শক্তি প্রয়োগ করতে চেয়েছিলো, বা করেছিলো বা করতে চায়। আরেক দল হতাশ যারা দেশে ভালো ভালো চাকুরি করে ...নিজদের গড়বে এই আশা করেছিলো। কিন্তু বাংলাদেশের অনিরুদ্ধ করাপশানের কারণে ভালো সুযোগ না করতে পেরে, বিদেশে পাড়ি জমিয়ে সেখানে ভালো কিছু করতে পেরেছেন।

তবে বাংলাদেশের ইতিহাস যারা জানেন তারা কিন্তু হতাশ হন না।কারণ এই অঞ্চলের দ্রাবিড় লোকেরাই আর্যদের বহু দেবতার বিশ্বাসের বিরুদ্ধে প্রথম অস্ত্র হাতে নেয়, এবং তাকে স্বশস্ত্র প্রতিরোধ করে। এখানের লোকদের মতি ও গতি দেখে আলেক্সান্দার দ্যা গ্রেইট তার প্রধান সেনাপতি সেলুকাসকে লক্ষ্য করে সেই বিখ্যাত উক্তিটি করেছিলেনঃ কী আশ্চর্য এই দেশ, সেলুকাস!কী আশ্চর্য এর মানুষ, কী আশ্চর্য এর প্রকৃতি!! এখানে ষড় ঋতুর সাথে মানুষের মতি ও গতি মারাত্মক চেইঞ্জ হয়। তাছাড়া খুব বেশি ক্ষরা, বন্যা, ও বৃষ্টির কারণে এখানের মানুষদের স্মৃতি শক্তি প্রখর হলেও তাড়া তাড়ি মুছে যায়। ছয় মাস পরপর এদের স্মৃতিতে আগের গুলো ঝাপসা হয়ে নতুন কিছু ঢুকে যায়। ফলে আলেক্সান্দার বুঝতে পেরেছিলেন এই এলাকার লোকদের উপর বিজয় সুনিশ্চিত হওয়ার পর ম্যাক্সিমাম ৬ মাস ধরে রাখা যাবে। এর পর আবার বেদখল হয়ে যাবে তার সাম্রাজ্য। এই জন্য বিহারের সীমান্ত থেকেই তিনি ফিরে গিয়েছিলেন। বাংলা জয়ের চিন্তা মাথায় ও আনেন নি।

এরাই দিল্লী শাহীর বিরুদ্ধে প্রথম স্বাধীনতা ঘোষণাকারী ছিলো। এরাই সিরাজুদ্দৌলার মত বিদেশী শাসক কে তাড়ায়ে ইংরেজ দের এনেছিলো। এরাই ইংরেজ রাজের বিরুদ্ধে সব চেয়ে বড় বড় আন্দোলন গড়ে তুলেছিলো। এরাই পাকিস্থান প্রতিষ্ঠার জন্য সবচেয়ে উচ্চকণ্ঠ ছিলো। লাহোর প্রস্তাবে আমরা, প্রাদেশিক নির্বাচনে আমরা, আমরা শেরে বাংলা, আমরা হোসেন সোহরাওয়ার্দি, আমরাই এধার হাম ওধার তুম এবং সালাম আলাইকুম বলা ভাসানী, আমরাই বীর বাঙালিকে এক সুতোয় বাঁধতে জানা শেখ মুজিব, কিংবা সেনাবাহিনীর শৃংখল ভাংগা বিদ্রোহী ভৃগু মেজর জেনারেল জিয়াউর রহমান।

সবচেয়ে বড় কথা হলো এদেশের মানুষ গুলো সংগ্রাম সাধনায় কখনও পরাজিত হয়নি, পরাজয় বরণ করতে শেখেনি। কারন পৃথিবীর সবচেয়ে রক্তের দাম এই ভূখন্ডের লোকদের ই কম। ফলে ৫২, ৬৯, ৭১, ৭৫, ৯১, ২০০৬ ইত্যাদিতে আমরা রক্ত ঢেলেছি, আর রক্তের উপর দিয়ে ছিনিয়ে এনেছি বিজয়। অথবা আমরা রুখে দাঁড়ালে পদ্মার দু’কূল ছাপা ঢেও ও বন্ধ করে দিতে পারি। কিংবা যখন এ দেশের লোকেরা হুংকার দেয়, হিমালয়ের শৃংগ থেকে তার স্পষ্ট প্রতিধ্বনি শোনা যায়। আরেকটা কারণ হলো, আমলে এরা একটু সেক্যুলার হলেও, ঈমানে এরা আরবের সাহাবী যামানার মত পুরাতন। এদের মাটির নিচে কিছু লোকের দেহ লুকিয়ে আছে, যাদের উপর কাফিরদের পা বা গাড়ির চাকা চললে আল্লাহ নিশ্চয় মুসলমানদের সাহায্য করবেন।

বিষয়: বিবিধ

১৬৮৯ বার পঠিত, ৫০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304045
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশ নিয়ে হতাশ হওয়ার কারন কি আসলেই আছে?
আমাদের তথাকথিত শিক্ষিত শ্রেনি নিজেরা অবস্থা পরিবর্তন এর কোন চেষ্টা করিনা বড় চাকরির জন্যই সব দিতে রাজি। সব দোষ রাজনিতিক দের উপর চাপিয়ে দিই। অত্যাচারি পুলিশদের বিসিএস ক্যাডার তাই উচ্চ শিক্ষিত বলে সন্মান জানাই। "পড়াশোনা করে যে গাড়িঘোড়া চড়ে সে" জাতিয় ম্যিথা প্রবাদ বাক্য কে অামাদের জিবনে সত্যি হলোনা তা নিয়ে হাহুতাশ করি আর দোষটা দেশের উপর চাপিয়ে নিযেরা দায়মুক্ত হই।
নিজেদের ভাগ্য পরিবর্তন এর চেষ্টা না করে স্রেফ ভাগ্যের উপর দোষ দিয়ে হতাশরা হলেন সংগ্রামে বিমুখ।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩০
246368
সালাম আজাদী লিখেছেন : ঠিক ই বলেছেন ভাই। আমি কখনও হতাশ হতে পছন্দ করিনা। জাযাকাল্লাহ খায়রান
304046
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৩৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩০
246369
সালাম আজাদী লিখেছেন : জাযাকাল্লাহ খায়রান, ভাই
304050
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:০৪
ই জিনিয়াস লিখেছেন : আপনার বিশ্লেষণটি মনে খুব ধরেছে। তবে কথা হচ্ছে এত উত্থান-পতন, এত বেপথে মানুষের হেতুহীন মৃত্যু, এতই উত্তাপ, এত ঝড়, ঘণ্টায় ঘণ্টায় এত পরিবর্তনে কি আসলেই সন্তুষ্ট থাকার মত কোন কিছু আছে? একটা স্থিতিশীল সমাজ কি আমরা চাইতে পারি না?
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩১
246370
সালাম আজাদী লিখেছেন : হবে, তবে খুব ভিশনারী ও শক্তিশালি সরকার দরকার
304052
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:১২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় গুরুজন। সুন্দর বিশ্লেষণ। তবে আমি বরাবরই আশাবাদী দলের মানুষ, নিরাশবাদী নই।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩১
246371
সালাম আজাদী লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ। উৎসাহ দিয়েছেন, ভালো লাগলো
304057
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৪৭
যা বলতে চাই লিখেছেন : আরেকটা কারণ হলো, আমলে এরা একটু সেক্যুলার হলেও, ঈমানে এরা আরবের সাহাবী যামানার মত পুরাতন।
খুবই অস্টষ্ট আপনার এ বক্তব্যটি। আশা করি স্পষ্ট করে বাধিত করবেন।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩১
246372
সালাম আজাদী লিখেছেন : হাহহা, খুব স্পস্ট কথা
১৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৪১
246483
যা বলতে চাই লিখেছেন : মুহতারাম, আপনার উত্তর পেয়ে, আসলে কোনই উত্তর না পেয়ে হতাশ হলাম। আপনার অনেকগুলো বক্তব্য আবেগতাড়িত, কোনটি আবার ঐতিহাসিকভাবে একেবারেই স্বীকৃত নয়, কোন কোনটি আমার ধারণা আপনি যে আদর্শ ধারণ করেন তার সাথে একবারেই বিপরীত হওয়ার কারণে একটিমাত্র জানতে চেয়েছিলাম। আশা করেছিলাম এত করে আপনার বক্তব্যের উদ্দেশ্য অন্তত বুঝতে পারব।
আপনি লিখেছেন:
আরেকটা কারণ হলো, আমলে এরা একটু সেক্যুলার হলেও, ঈমানে এরা আরবের সাহাবী যামানার মত পুরাতন। আমলে বলতে হয়ত আপনি কর্মকে বুঝিয়েছেন, আর ঈমানে বলতে বুঝিয়েছেন আকিদা বা বিশ্বাসকে।
১. আপনি কর্ম আর বিশ্বাসকে ইসলামের কোন নীতির আলোকে আলাদা করলেন? ইসলামে এরুপ করার কোন আদৌ সুযোগ আছে কিনা?
২. সেক্যুলার বলতে আপনি আসলে ভারতিয় ধর্মনিরপেক্ষতা বুঝাচ্ছেন কি না? যদি তাই হয় তবে কি করে এ অঞ্চলের সকলকে একাতারে শামিল করলেন? অথবা অন্য কোনভাবেও কি সকলকে সেক্যুলার বলা যায়? আনি নিজে আসলে সেক্যুলার কি না?
আমার মনে তা আপনি নন!
৩. ঈমানে সাহাবি যামানার মত পুরাতন। এ ক্ষেত্রে পুরাতন শব্দটি যে বড়ই বিভ্রান্তিকর মনে হচ্ছে। তাদের ঈমানের বয়স সাহাবিগণের(রা.) এর সমান? নাকি তাদের ঈমানের গভীরতা সাহাবিগণের মত? নাকি তাদের ঈমানের মর্যাদা সাহাবিগণের সমান? নাকি সাহাবি যামানায় এদের পূর্বপুরুষগণ ঈমান গ্রহন করেছে বলে এ মূল্যায়ণ? যদি অন্তত শেষটিও হয় আপনার কথার অর্থ, তবে আপনার বক্তব্য অনুযায়ি এ প্রশ্ন অবশ্যই দাড়িয়ে যায় যে, এ অঞ্চলের পূর্ববর্তী মুসলিমগণ কি সেক্যুলার ছিলেন? অবশ্যই তা তাঁরা ছিলেন না।
আশা করছি আপনার পরবর্তী জবাবে বিষয়গুলো আলোচনা করে স্পষ্ট করবেন। আপনার কল্যাণ কামনায়, আল্লাহ হাফিজ।
১৬ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৫৬
246505
সালাম আজাদী লিখেছেন : আসলে ভাই, আপনি অনেক গভীরে গেছেন। এই এলাকায় ইসলাম এসেছে সাহাবী যুগেই। তাই এ দেশের জনগণ যতই সেক্যুলার হোক না কেন, অত পুরানো ঈমানী ইতিহাসের ধারকদের উপর অত্যচার চালিয়ে ইসলাম শেষ করা যাবেনা। আমার আর্টিকেল টা আবেগে ভরপুর, একদম ভরপুর। আর হিউমার ও দেয়ার চেষ্টা। আপনি সিরিয়াস প্রশ্ন করেছেন তাই হেসে জবাব দিয়েছি। আশা করছি মন খারাপ করবেন না। ১৭ নং এর জবাবে আমার কন্ট্রাডিকশানের ব্যাখ্যা করেছি।
304081
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:১২
ছালসাবিল লিখেছেন : আল্লাহ দেশটাকে সকল খারাপী থেকে বাঁচান আমীন। Day Dreaming
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩২
246373
সালাম আজাদী লিখেছেন : আমীন
304085
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:০০
হতভাগা লিখেছেন : সম সাময়িক স্বাধীন হওয়া দেশগুলোর দিকে তাকান ।

স্বাধীনতার আগে দঃকোরিয়া , মালয়েশিয়া , ভিয়েতনাম এদের অবস্থা সে সময়ের বাংলাদেশের তুলনায় কি খুব একটা ভাল ছিল ?
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩৩
246374
সালাম আজাদী লিখেছেন : মোটেই না, আমরা এগুতে পারলাম না, কারণ আমাদের মারাত্মক বিভেদ ও পশ্চাদপদতা। জাযাকাল্লাহ খায়রান
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪৩
246386
হতভাগা লিখেছেন : ওসবে দেশের লোকেরা কি বাংলাদেশের মানুষের চেয়ে উন্নত প্রানী ? পারষ্পরিক বিভেদ থাকাটা কি অযোগ্যতার মধ্যে পড়ে না ?
304230
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:২৩
মোতাহারুল ইসলাম লিখেছেন : আজাদী ভাই, খুব ভালো লাগলো। একটি প্রশ্ন, 'কষ্ট পাওয়া' কথাটি কি আল্লাহর শানে যায়? দয়া করে মনের সন্দেহ দুর করবেন। ধন্যবাদ।
১৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:০৮
246145
সালাম আজাদী লিখেছেন : না, ভাই খুব ই অন্যায় এক্সপ্রেশান। ওটা لله أغير منك يا سعد
এর কথা মনে করে লেখা। কিন্তু গায়রাত এর অনুবাদ টা সঠিক হয়নি। মুশকিল হলো ঐ শব্দের কোন অর্থ ও খুঁজে পাচ্ছিনা। ফলে কথা টা বাদ দিয়েছি। জাযাকাল্লাহু খায়রান, আহসানাল জাযা' ভাইজান
304234
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৫৭
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভাল লেগেছে। অসংখ্য ধন্যবাদ।
--------------------------------
মূর্খ, গায়ক, চোর-ডাকাত হয় যে জাতির কর্ণধার
দুঃখ-দুর্ভোগ, হতাশা, ছাড়া কিইবা তারা পাইবে আর॥
ভদ্র, ভালো, শিক্ষিতলোক এড়িয়ে চলে রাজনীতি
তাইতো জাতির ললাটে আজ এই করুন কঠিন পরিণতি॥

১৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:১০
246147
সালাম আজাদী লিখেছেন : দারুন কবিতা, জাযাকাল্লাহু খায়রান ইয়া শায়খ
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:১৬
246297
আবু জান্নাত লিখেছেন : মাসুম ভাই, "জাতির ললাটে" কথাটি কেমন যেন হিন্দু বিশ্বাসীদের মত মনে হয়, "জাতির ভাগ্যে" লিখলে সুন্দর হবে। জাযাকাল্লাহ খাইর
১০
304489
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:১৪
সাজেদুল ইসলাম লিখেছেন : আমরা আশাবাদী ইনশাআল্লাহ এবার ও বিজয় আসবে।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩৩
246375
সালাম আজাদী লিখেছেন : জাযাকাল্লাহ খায়রান
১১
304497
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। ষ্টিকি পোষ্টে আন্তরিক অভিনন্দন।


১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩৩
246376
সালাম আজাদী লিখেছেন : জাযাকাল্লাহ খায়রান
১২
304504
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:১৭
আবু জান্নাত লিখেছেন : অনেক ধন্যবাদ সালাম ভাই। সুন্দর একটি আর্টিক্যাল উপহার দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইর
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩৩
246377
সালাম আজাদী লিখেছেন : জাযাকাল্লাহ খায়রান
১৩
304521
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৩৮
দ্য স্লেভ লিখেছেন : আপনার টাচ করার ক্ষমতা রয়েছে। ...মুঘল আমলে এ এলাকার লোকদেরকে বুলঘকপুর বলা হত,এর মানে হল বিদ্রোহী। এরা কথায় কথাই বিদ্রোহ করত। শাসকের কাছে এদের মতি গতি ছিল অস্বাভাবিক। এরা কখন কি করে বসে সেটা ঠাহর করা যায়না। কিন্তু এদের স্পিরিট ভুল পথেই ব্যবহৃত হয় বেশী। ইনশাআল্লাহ মানুষ ইসলামের অধীনে জেগে উঠতে বাধ্য হবে।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩৪
246378
সালাম আজাদী লিখেছেন : দারুন খবর দিলেন। বুলঘকপুর শব্দ কোন ভাষার হতে পারে?
১৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:২৯
246484
দ্য স্লেভ লিখেছেন : এটা আমার জানা নেই কোন ভাষার শব্দ। তবে মুঘলরা এটা ব্যবহার করত।
১৬ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৫৭
246506
সালাম আজাদী লিখেছেন : রেফারেন্সটা দিলে ভালো হত। অনেক চেষ্টা করলাম বের করতে পারলাম না কঠিন এই শব্দটার জট।
১৬ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:০০
246516
দ্য স্লেভ লিখেছেন : হুমম...এটা আনকমন শব্দ,তবে জুৎসই ব্যাপার। মনে হচ্ছে শব্দটা আপনার মনে ধরেছে। একইসাথে আরেকটা বিষয় বলছি, এদেশের মানুষের ইসলাম প্রিয়তার ব্যাপারে পূর্বের ইসলাম প্রচারক,স্কলাররা বলেছেন এদেশের মানুষের ঈমানের ভিত্তি হিজল গাছের শেকড়ের মত,,,, Happy আচারে অনেক বিদয়াত খুজে পাবেন,পীরের জন্যে জীবন দিয়ে দিবে,এটা আসলে না বুঝে। এদের ধর্মের প্রতি আন্তরিকতা তুলনাহীন,তা ভুল ভাবেই হোক না কেন। আর এরা এতটাই আবেগপ্রবন ও আবেগে গভীর যে,জীবন প্রদান করা কোনো ব্যাপারই নয়। এরা হঠাৎ জ্বলে উঠে যা তা করে ফেলে। ইসলামের বীজ এদের অন্তরে প্রথিত। আপনি একজন সাধারণ ও অশিক্ষিত লোকের সামনে ইসলামের গালি দিয়ে দেখেন আপনার খবর করে ফেলবে,...
১৬ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:০২
246517
দ্য স্লেভ লিখেছেন : বি:দ্র: তালগাছের শেকড়ের চাইতে হিজল গাছের শেকড় মাটির অনেক গভীরে প্রথিত থাকে।
১৪
304534
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:০২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আমরা রুখে দাঁড়ালে পদ্মার দু’কূল ছাপা ঢেও ও বন্ধ করে দিতে পারি। কিংবা যখন এ দেশের লোকেরা হুংকার দেয়, হিমালয়ের শৃংগ থেকে তার স্পষ্ট প্রতিধ্বনি শোনা যায়।


আমাদের অযোগ্যতা এটাও যে আমাদের নতুন প্রজন্মকে ইতিহাসের পাঠ শিখাতে পারিনি-
যদিও আল্লাহতায়ালা তাঁর পক্ষ থেকে কোন না কোন প্রক্রিয়ায় সেটা করে থাকেন!
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:০২
246327
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : আল্লাহতায়ালা তাঁর পক্ষ থেকে কোন না কোন প্রক্রিয়ায় সেটা করে থাকেন!

তাহলে বর্ত্তমান সময়ে আইসিল, বোকোহারাম, তালেবাল, হামাস, আলকায়দা, আলশাহাব এরা নিশ্চয় আপনার আল্লার প্রক্রিয়ার ভিতরেই আছেন।
১৫
304539
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৫৭
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : ৫২, ৬৯, ৭১, ৭৫, ৯১, ২০০৬ ইত্যাদিতে জামাত-শিবির কখন, কোথায় রক্ত দিয়েছে, বলবেন কি??
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩৫
246379
সালাম আজাদী লিখেছেন : কোন যায়গায় না?
১৬
304541
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:০১
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : যদিও আল্লাহতায়ালা তাঁর পক্ষ থেকে কোন না কোন প্রক্রিয়ায় সেটা করে থাকেন!

তাহলে বর্ত্তমান সময়ে আইসিল, বোকোহারাম, তালেবাল, হামাস, আলকায়দা, আলশাহাব এরা নিশ্চয় আপনার আল্লার প্রক্রিয়ার ভিতরেই আছেন।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:০৩
246328
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : দুঃখিত, ডুপ্লিকেশন হয়ে গেছে। এটি মুছে দিন, প্লিজ।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩৫
246380
সালাম আজাদী লিখেছেন : আপনার মন্তব্য সব গুলোই ভালো। মুছে দিয়ে লাভ কি????
১৭
304559
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:৫৭
সাদাচোখে লিখেছেন : ধন্যবাদ জানাচ্ছি আপনার উদ্দীপ্ত লিখনীর জন্য। পড়তে ভাল লেগেছে। হতাশাগ্রস্থ মানুষের মাঝে পজিটিভ চিন্তা তৈরী করার চেষ্টা অসম্ভব কঠিন কাজ - কিন্তু আপনি সাফল্যের সাথে তা করতে পেরেছেন।

ব্যাক্তিগতভাবে আমি একমত হতে পারিনি - আপনার লিখায় দেখানো সাফল্য বা এসিভমেন্ট সমূহের সাথে। যেমন আপনি দিল্লী শাহী বিতাড়ন > ইংরেজ আনায়ন > ইংরেজ বিতাড়ন > পাকিস্থান অর্জন > পাকিস্থান বিতাড়ন > বাংলাদেশ অর্জন ইত্যাদিকে পজেটিভলী দেখিয়েছেন। কিন্তু আমার দেখা, শোনা ও বুঝার প্রেক্ষিতে - ফ্যাক্টস, ফিগার ইত্যাদি বলছে - বাংলার মানুষ যেন সিগারেট এর আগুন হতে গরম পানিতে পড়েছে, আর তারপর বুঝিবা গরম তেল এবং তারপর গরম চুলা আর এখন বুঝিবা সরাসরি পৃথিবীর সবচাইতে বড় নরকে পড়েছে। আর আজকের দিনের ঘটনা সমূহকে বিশ্লেষন করলে মনে হয় আগামীতে তারা বুঝিবা বাংলাকে হাবিয়া দোযখ বানাবার জন্য কাজ করছে।
আমার মনে হয় - আমাদের আশা করার বিষয় হল - বাংলার অনেক মানুষ এখন ন্যায় ও অন্যায়কে চিনতে পারছে, সত্য ও মিথ্যাকে প্রভেদ করতে পারছে, দুনিয়াকে গৌন করে আখেরাতকে মূখ্য করতে পারছে এবং মোহকে ছেড়ে পরকালমুখী হচ্ছে, ক্যারিয়ার সংকুচিত করে হাদিস সংকলন করছে, বাংলাদেশকে ইগনোর করে উম্মাহকে সামনে আনছে ইত্যাদি হল আশার কথা। ইত্যাদি হল পজিটিভ আউটকাম, আশার খোরাক। দুঃখিত দ্বিমত করার জন্য।

আসসালামুআলাইকুম।

১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩৮
246383
সালাম আজাদী লিখেছেন : ঠিক ই করেছেন। আমিও যথেষ্ঠ কনট্রাডিক্ট রেখেছি ও দেখায়েছি। বুঝায়েছি এদের রক্তের দাম কম, তাই ভালোর জন্যেও মরে খারাপের জন্যেও। স্বাধীনতার জন্যেও, স্বাধীনতা বিক্রীর জন্যেও। এখনো দিচছে। তবে যা চায় তা আদায় করে ছাড়ে বীর বাঙালী। জাযাকাল্লাহু খায়রান
১৮
304563
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৫৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মিস্টার ডারউইন সাহেব গবেষণা করে প্রমাণ করার চেষ্টা করেছিলেন বানর থেকে বিবর্তনের ফলে তার বাপদাদা বানর ছিলেন। কিসের উপর ত বিত্তি করে ডারউইন মশাই এই থিওরী প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন অবশ্য তা আমার জানবার সুযোগ অয় ন। হেতে গবেষণা করার আগে আমাগো উপমুহাদেশের বাঙ্গালদের আদি ইতিহাস জািনবার সুযোগ পায় ন। যদি বাঙ্গাল মুলুকের ইতিহাস হেতারে কেউ তালিম দিতো তাহলে তার মস্তিষ্কে গ্যাঞ্জাম লাগতো না। হয়তো তখন সে একটি প্রমান বিত্তিক থিওরী ধার করতে পারতো। তার গবেষণায় প্রমান দিতে পারতো যে তার বাপদাদা সবাই গোল্ডেন ফিশ ছিল! কারণ গোল্ডেন ফিশের স্মৃতি শক্তির স্থায়িত্বকাল নাকি মাত্র তিন সেকন্ড!!! তখন ডারইউন মশাই হজরত নবীর খাটি বংশধর হিসেবে দুনিয়ার সবচেয়ে বড় মাজারের গদিনশীল উত্তারাধিকারী দাবীদার হতে পারতেন। ডারুইন আসলেই এক্কান পাক্কা বেকুব!!
যাই হোক বলতে চাইছিলুম আমাগো পূর্ব পুরুষদের স্মৃতিশক্তির দূর্বলতা নিয়ে। কোত্থেকে যে কোথায় গ্যাঞ্জাম লাইগ্যা গেল বুইজবার পারলুম না। তাই কুনো মন্তব্য করতে পারলুম না ওস্তাদ!! মাথায় গ্যাঞ্জাম লেগে গেছে একদম!! কাজ করছে না মোটেও!
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩৯
246384
সালাম আজাদী লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৯
304564
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:০৩
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সংশোধনী!!!
★*★*★*★

হজরত ইউনুছ নবীর বংশধর হিসেবে
২০
304579
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমলে এরা একটু সেক্যুলার হলেও, ঈমানে এরা আরবের সাহাবী যামানার মত পুরাতন। Thumbs Up Thumbs Up

আশা জাগানিয়া পোস্টের জন্য শুভেচ্ছা জানবেন। জাযাকাল্লাহ খাইরান।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩৯
246385
সালাম আজাদী লিখেছেন : জাযাকা্ল্লাহু খায়রান
২১
304597
১৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৭
ইবনে আহমাদ লিখেছেন : তিন শ্রেণীর মানুষ বা দল যারা হতাশায় রয়েছে।
কিন্তু সাহসের যে জায়গাটা টার্গেট করেছেন তার জন্য বর্তমান প্রস্তুত।
আমার বিবেচনায় হতাশার মধ্য থেকেও আশা আর বাস্তবতার একটি মাইল ফলক সিদ্দান্ত আসবে। চুড়ান্ত ফায়সালার জন্য আরো বেশ দুর এগিয়ে যেতে হবে।
প্রস্তুত আছে বাংলাদেশ। আপনাকে মোবারকবাদ।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৩
246426
সালাম আজাদী লিখেছেন : আমার ও তাই মনে হচ্ছে। তবে ইসলাম পন্থীদের স্যাক্রিফাইস ই বেশি লাগবে। এবং ভবিষ্যতে দেশের কল্যানে তাদেরি জীবন বাজি রাখতে হবে আজকেই। জাযাকাল্লাহু খায়রান আখী

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File