কামাল আতাতূর্কের তার্কিশ আযান, মুসলিম নামের কলংক
লিখেছেন লিখেছেন সালাম আজাদী ১১ মার্চ, ২০১৪, ০১:০৬:১৭ দুপুর
আপনারা হয়ত জানেন কামাল আতাতূর্ক তুরস্ককে সেক্যুলার করতে করতে যেয়ে ইসলামের সবকিছু ধ্বংশ করে দিয়েছিলো। এমনকি আযান টাকেও আরবী ভাষায় দেয়া নিষিদ্ধ করে দেয়। প্রায় ২০টা বছর তুরস্কে আরবী ভাষায় আযান চলতো না।
জেনে নিন সেই আযানের শব্দগুলো, শুনে নিন সেই অবমৃশ্যকারি তথাকথিত 'আযানের' সুর:
Tanrı uludur الله أكبر
Şüphesiz bilirim, bildiririm
Tanrı'dan başka yoktur tapacak. أشهد أن لا إله إلا الله
Şüphesiz bilirim, bildiririm;
Tanrı'nın elçisidir Muhammed. أشهد أن محمدا رسول الله
Haydin namaza, حي على الصلاة
haydin felaha,حي على الفلاح
Namaz uykudan hayırlıdır. الصلاة خير من النوم
Tanrı uludur الله أكبر
Tanrı'dan başka yoktur tapacak.لا إله إلا الله
বাংলায় প্রতিবর্ণায়ন:
তানরে উলুদুর ৪বার
সপেসিয বিলিরিম, বিলদিরিরিম
তানরে দান বাসকা ইয়্যুকতুর তাপাচাক ২বার
সপেসিয বিলিরিম, বিলদিরিরিম
তানরে’নিন এলচিসিদির মুহাম্মাদ ২বার
হায়দিন নামাযা ২বার
হায়দিন ফেলাহা ২বার
নামায ইয়্যুকুদান হায়িরলিদির ২বার
তানরে উলুদুর ২বার
তানরে দান বাসকা ইয়্যুকুতুর তাপাচাক ১বার
Click this link to listen to kamalian AZAN
বিষয়: বিবিধ
২৩৯৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেমন আকবরও ছিলেন একজন!
আমি ধারণা করতাম, নজরুলতো অনেক সময় অনেকের দ্বারা প্রভাবিত হয়েছেন। এক সময় কম্যুনিষ্টরাও তার খুব কাছাকাছি ছিল। তখনকার রুচীই হয়তো নজরুলের ঐ লেখনীগুলোতে চলে এসেছে। কিন্তু আজকে আপনার জবাবটা অধিক যৌক্তিক মনে করি। ধন্যবাদ আবারো।
সন্দেহ নেই জামাল আব্দুল নাসের ইসলাম ও মুসলমানদের অনেক ক্ষতি করেছেন। তবে তিনি কিছু কিছু ভাল কাজও করেছিলেন বলে শুনা যায়। তার ভাল কাজগুলোর মধ্যে একটি হচ্ছে- তৎকালীন সময়ে ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে ইসলামের শত্রুরা পবিত্র কোরআনের বিভিন্ন সুরার মধ্যে বিছু শাব্দিব ভুল ভ্রান্তি ঢুকিয়ে, বিভিন্ন আয়াতের মধ্যে সংযোজন বিযোজন করে খ্রীস্টানদের একটি গোষ্টী মুদ্রণ চাপিয়ে প্রচার করতে থাকে। জামাল আব্দুল নাসের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়িয়েছিলেন। তিনি মিশর সহ গোটা আফ্রিকা মহাদেশে ”রেডিও কোরআন” নামে একটি মিডিয়া সৃষ্টির মাধ্যমে ২৪ ঘন্টাই শুধু পবিত্র কোরআনের তেলওয়াতের প্রচলন করেছিলেন।
কামাল পাশা যে ক্ষতি করেছে মুসলমানদের একই ক্ষতি জামাল ও করেছে, তুয়াংকু আব্দুর রহমান, সুকার্ণ ও করেছেন। আবার উপকার ও তারা কম করেননি। সব মিলিয়ে তারা ছিলো আমাদের মুসলিম রক্তমাংশের, চিন্তা চেতনা ও আক্বীদা বিশ্বাশে তারা ছিলেন আমাদের সাম্রাজ্য বাদীদের খুব কাছাকাছি।
আমি মূলত: আমাদের সমস্যায় দোষ গুলো অমুসলিমদের দিতে চাই না। ওরা ওদের কাজ করে যাবে, কিন্তু আমরা কোথায়। আমরা কেন তাদের মত হই।
িনকিলাবে মাওলানা রুহুল আমীন সাহেব একবার কলাম লিখেছিলেন, প্রমান করতে চেয়েছিলেন যে, কামাল মুসলিম ছিলেন না। আমি এর বিরোধিতা করি। আমি এটাও বিশ্বাশ করিনা। এটা প্রমান করে লাভ কি। তারা মুসলিম হয়ে ইসলাম ও মুসলিমের কি করেছে এটাই আমি দেখতে চাই।
অনেক ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য। জাযাকুমুল্লাহ খায়রান
কামাল আতাতুর্ক ফ্রিম্যাসন এর সদস্য ছিলেন বলে এখন প্রমানিত। এছাড়াও আধুনিকায়ন এর নামে তার অনেক কর্মই তার জিবিতকালেই বন্ধ হয়ে যায়। সৈয়দ আলি আহসান এর লিখায় পড়েছি তার বন্ধু সাবরি উলগেনার একবার তাকে নিয়ে তার মায়ের কবর জিয়ারতে জান। এসময় তাকে বলেন যে আইনত কবরজিয়ারত নিষিদ্ধ কিন্তু এখন কেউ মানেনা।
কামাল আতাতুর্ক কখনই সফল হননি। তিনি ইসলামকে উচ্ছেদ করে ইউরোপিয় তুরুস্ক গড়তে চেয়েছিলেন কিন্তু এটা জানতেনা মনেহয় শ্বেতাঙ্গ ইউরোপ কখনই তাদের জাত্যভিমান বিসর্জন দিয়ো মিশে যাবেনা তুরুস্কের সাথে। সবদিক থেকে ইউরোপিও হয়ের ইউরোপিয় ইউনিয়ন এর সদস্য এখনও হতে পারেনি তুরুস্ক।
আসলে ফ্রী ম্যাসনের সদস্য ছিলো অনেকেই, এমনকি ইমাম মুহাম্মাদ আব্দুহু, জামালুদ্দীন আফগানি, সুকার্ণ সহ অনেক মুসলিম লীডার। পরে ফ্রী ম্যাসনের ভেতরে যেয়ে উনারা বুঝতে পারেন
তার পরেও অনেক শুকরিয়া
আমাদের সমাজে কামাল পাশা নিয়ে যা সাহিত্য রচনা হয়েছে তা সবগুলো সঠিক নয়।আমাদের সকলের প্রয়োজন এই ইতিহাসের এই চরিত্রগুলো নিয়ে আরো বিস্তারিত লিখা।
আজাদ ভাইকে বলবো - কামাল পাশা - জামাল আব্দুন নাসের - সাদ্দাম - হাফিজ আল বাসার -মোয়াম্মার আল গাদ্দাফী - শেখ মুজিব - বাদশা হোসেনের - নিয়ে লিখুন ধারাবাহিক। অবশ্য একাডেমিক হতে হবে। আমরা আপনার সাথে আছি।
মন্তব্য করতে লগইন করুন