আলেম সমাজ ! তোমরা তোমাদের বন্ধুকে চিনতে শেখো ।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ১২ জানুয়ারি, ২০১৬, ০৩:১৫:১৬ দুপুর
জানুয়ারী মাসের এই কয় দিন বেশ কিছু ঘটনা দেখার ও জানার সুযোগ পেলাম ।
ঢাকার মেরুল বাড্ডায় কুরআন পোড়ানোর ঘটনা মিডিয়া খুব সুন্দরভাবে ধামাচাপা দিলো ।
https://www.youtube.com/watch?v=aNhEWfliqaA
যেমন : কোরআন পোড়ানোর অভিযোগে খবর বিভিন্ন মিডিয়া প্রচার করলেও তা মুছে দিচ্ছে । মেযন : ইন্ডিপেন্ডন্ট টিভি । এই লিংকে ঢাকার বাড্ডায় কোরআন পোড়ানোর খবর ছিল ।
http://independent24.tv/2016/01/12/%E0%A6%86%E0%A6%B2-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%86%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%8B%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87/
ঘটনা আসলে কি হয়েছে – তা কি জানার অধিকার আমাদের নেই ?
আমি মনে করি, দায়ী ব্যক্তিদের শাস্তি হওয়া আশু প্রয়োজন ।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় দুইটা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলো আর মাদ্রাসা সংলগ্ন মসজিদগুলোতেও আযান ও নামাজ বন্ধ হলো ।
ব্রাহ্মণবাড়িয়া জেলাটা খুব স্পর্শকাতর স্হান । এই জেলায় এনজিওদের ইসলামবিরোধী তৎপড়তা ও ফতোয়াবিরোধী আন্দোলনে ২৮ জন হুজুরকে হত্যা করা হয় । তার ফল স্বরূপ সেই সরকার পরের বার নির্বাচনে জয়ী হতে পারেনি ।
এবারও দেখা গেলো এই জেলায় মসজিদ - মাদ্রাসা বন্ধ করার পাশাপাশি সরকার দলীয় লোকরা মাদ্রাসায় হামলা করে মাদ্রাসার হাফেজকে হত্যা করেছে । তার ভিডিও ফেসবুক ও ইউটিউবে দেখলাম ।
কোন স্যাটেলাইট চ্যানেল ও নিউজ পোর্টালে এসব ঘটনা গুরুত্ব পাচ্ছে না । এগুলো বিটিভির চেয়েও খারাপ হয়ে গেছে বলে মনে হচ্ছে ।
কিন্তু এর ফল হিসেবে বর্তমান সরকার আবার নির্বাচিত হবে বলে আমার মনে হচ্ছে । কারণ এই কাজগুলো আমার মতে ফ্রেন্ডলি ওয়ারের মতো ।
কারণ আলেমদের নেতা আল্লামা শফির দৃষ্টিতে এসব কাজের সাথে যুক্ত লোকরা হেফাজতে ইসলামীর বন্ধু বা আলেমদের বন্ধু । বিশ্বাস না হলে এই ভিডিও দেখুন :
https://www.youtube.com/watch?v=aLCREuDvYas
১০ বছরে মাদ্রাসা শিক্ষার্থী ক্রমাগত কমছে । আলীয়া মাদ্রাসা ও কওমী মাদ্রাসা উভয় ক্ষেত্রেই একই অবস্হা । একটা ছোট পরিসংখ্যান হতে বিষয়টা সবার কাছে স্পষ্ট হবে ।
২০১৪ সালে ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষা দেয় ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন
২০১৫ সালে ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষা দেয় ২৯ লাখ ৮৯ হাজার ০৬৩ জন
সারা বাংলাদেশে এই ১ বছরে স্কুলের ছাত্র-ছাত্রী বেড়েছে ২ লাখ ৫১৯ জন । বৃদ্ধির হার = ৭.১৯% ।
২০১৪ সালে মাদ্রাসার ৫ম শ্রেণী বা ইবতেদায়ি সমাপনী পরীক্ষা দেয় ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন।
২০১৪ সালে মাদ্রাসার ৫ম শ্রেণী বা ইবতেদায়ি সমাপনী পরীক্ষা দেয় ৩ লাখ ৫ হাজার ৭২১ জন।
সারা বাংলাদেশে এই ১ বছরে মাদ্রাসার ৫ম শ্রেণী বা ইবতেদায়ীতে ছাত্র-ছাত্রী কমেছে ২৭০ জন ।
সুতরাং স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭% শতাংশ বাড়লেও মাদ্রাসায় ছাত্র-ছাত্রীর সংখ্যা দিন দিন কমছে ।
পরিসংখ্যানের উৎস :
১. http://www.dpe.gov.bd
২. http://lekhaporabd.com/archives/9657
৩. http://www.dainikamadershomoy.com/2015/11/16/58430.php#sthash.Rf8wfwvz.dpuf
সুতরাং আলেম সমাজ ! তোমরা তোমাদের বন্ধুদের চিনতে শেখো ।
বিষয়: বিবিধ
১৩৮২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন