আত্মনির্ভরশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১২ জানুয়ারি, ২০১৬, ০৩:১৩:৪৮ দুপুর



সাধনা ও কঠোর অধ্যাবসায় করলে জীবনে সাফল্য অনিবার্য। তাই বলে চলার পথ সব সময় মসৃণ থাকে না। কখনও কখনও দেখা দেয় সমস্যা ও সংঘাত। এই সব সমস্যাকে বুদ্ধিমত্তা ও সাবধানতার সঙ্গে মোকাবেলা করে লক্ষ্যে পৌঁছাতে হয়। আমরা নতুন বছরে পদার্পন করেছি। নতুন বছরে জীবন চলার পথে সব ধরনের বাধাকে অতিক্রম করতে হলে প্রয়োজন নিজেকে আরও বেশি আত্মনির্ভরশীল করা। তবেই আসে জীবনের স্বার্থকতা। একটি গাছে যেমন গোলাপ ফুটে, সেই ফুলে থাকে সৌরভ-সৌন্দর্য, সেই সঙ্গে থাকে কাঁটার যন্ত্রণা। সাফল্যের চূড়ান্ত জীবনে চলার পথে থাকে সংঘাত, প্রতিবন্ধকতা, অশ্রু ও যন্ত্রণা। আমরা যখন এসবের সম্মুখীন হই তখন চলার পথে থেমে যাই, মানসিকভাবে ভেঙ্গে পড়ি। কিন্তু এর সবকিছুই বুদ্ধিমত্তা আর দক্ষতা দিয়ে পাশ কাটিয়ে চলতে পারাটার জন্য নিজেকে আত্মনির্ভরশীল হতে হবে। প্রতিদিনের জীবনযাপনের গন্ডি থেকে বেরিয়ে এসে নিজেকে আরও সমৃদ্ধশালী করতে বর্তমান সময় কাজে লাগে এই সব বিষয়ের ওপর স্টাডি করুণ। এতে নিজের ভিত মজবুত হয় কখনও নিজেকে অসহায় মনে হয় না। আর তাছাড়া একঘেয়ে জীবন সব সময় ভাল লাগে না। সেখান থেকে বেরিয়ে আসতে নিজেকে সংস্কৃতিক ও সেবামূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত করুন। সব সময় মনে রাখবেন জীবনের উত্থান-পতন আছে। যদি আপনি কোন একটি কাজে প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হন তাহলে হতাশ না হয়ে বরং ভাবুন কী কারণে তা ব্যর্থ হলো। তাহলেই তা অন্য নতুন কোন প্রচেষ্টা শুরু করা যায়। জীবনে যত বেশি উত্থান-পতন হবে, আপনার লক্ষ্য ততই নিকটে আসার মতো আত্মবিশ্বাস গড়ে উঠবে। পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বত্র নিজেকে আত্মনিয়োগ করতে হবে। মনের ভিতরে জমে থাকা কালিমা মুছে ফেলতে হবে। যত প্রতিবন্ধকতাই আসুক না কেন, কোন অন্যায়ের কাছে মাথা নত নয়। যার উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ক্রান্তিলগ্নে ক্ষমতায় এসে তিনি তার মেধা, শ্রম, ন্যায়পরায়নতা, দক্ষতা ও উন্নয়ন ম্যাজিকে দেশ ও জাতিকে উন্নতির উচ্চ শিখরে আসীন করেছেন। বাংলাদেশ এখন আর নিন্ম আয়ের দেশ নয়। দেশ এগিয়ে যাচ্ছে, যাবেই। কেউই এগিয়ে চলার চলমান গতি রোধ করতে পারবে না।

বিষয়: বিবিধ

৮৯০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356806
১৩ জানুয়ারি ২০১৬ রাত ১২:৫০
মোবারক লিখেছেন : সংগ্রহে রেখেছি,ভালো একটা লেখা, ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File