আল্লাহর ঈমানদার বন্দাতো তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে। অহংকারীদের আল্লাহ পছন্দ করেন না।

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১২ জানুয়ারি, ২০১৬, ০৪:০১:৩১ বিকাল

সুরা ফুরকানে আল্লাহ তায়ালা বলেন:

৬৩.) রহমানের (আসল) বান্দাতো তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা তাদের সাথে কথা বলতে থাকলে তখন তারা বলে দেয়,

৬৪.) তোমাদের সালাম। তারা নিজেদের রবের সামনে সিজদায় অবনত হয়ে ও দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়।

৬৫.) তারা দোয়া করতে থাকেঃ হে আমাদের রব! জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচাও, তার আযাব তো সর্বনাশা।

৬৬.) আশ্রয়স্থল ও আবাস হিসেবে তা বড়ই নিকৃষ্ট জায়গা।

৬৭.) তারা যখন ব্যয় করে তখন অযথা ব্যয় করে না এবং কার্পণ্যও করে না বরং উভয় প্রান্তিকের মাঝামাঝি তাদের ব্যয় ভারসাম্যের ওপর প্রতিষ্ঠিত থাকে।

৬৮.) তারা আল্লাহ‌ ছাড়া আর কোন উপাস্যকে ডাকে না, আল্লাহ‌ যে প্রাণকে হারাম করেছেন কোন সঙ্গত কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। এসব যে-ই করে সে তার গোনাহের শাস্তি ভোগ করবে।

৬৯.) কিয়ামতের দিন তাকে উপর্যুপরি শাস্তি দেয়া হবে এবং সেখানেই সে পড়ে থাকবে চিরকাল লাঞ্ছিত অবস্থায়।

৭০.) তবে তারা ছাড়া যারা (ঐসব গোনাহের পর) তাওবা করেছে এবং ইমান এনে সৎকাজ করতে থেকেছে। এ ধরনের লোকদের অসৎ কাজ গুলোকে আল্লাহ‌ সৎকাজের দ্বারা পরিবর্তন করে দেবেন এবং আল্লাহ‌ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান।

৭১.) যে ব্যক্তি তাওবা করে সৎকাজের পথ অবলম্বন করে, সে তো আল্লাহর দিকে ফিরে আসার মতই ফিরে আসে।

৭২.) আর রহমানের বান্দা হচ্ছে তারা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং কোন বাজে জিনিসের কাছ দিয়ে পথ অতিক্রম করতে থাকলে ভদ্রলোকের মত অতিক্রম করে যায়।

৭৩.) তাদের যদি তাদের রবের আয়াত শুনিয়ে উপদেশ দেয়া হয় তাহলে তারা তার প্রতি অন্ধ বধির হয়ে থাকে না।

৭৪.) তারা প্রার্থনা করে থাকে, হে আমাদের রব! আমাদের নিজেদের স্ত্রীদের ও নিজেদের সন্তানদেরকে নয়ন শীতলকারী বানাও এবং আমাদের বানিয়ে দাও মুত্তাকী আল্লাহ ভিরু লোকদের ইমাম।

৭৫.) তাহারাই নিজেদের সবরের ফল উন্নত মনজিলের আকারে পাবে। অভিবাদন ও সালাম সহকারে তাদের সেখানে অভ্যর্থনা করা হবে।

৭৬.) তারা সেখানে থাকবে চিরকাল। কী চমৎকার সেই আশ্রয় এবং সেই আবাস স্থল!

৭৭.) হে মুহাম্মাদ! লোকদের বলো, আমার রবের তোমাদের কি প্রয়োজন, যদি তোমারা তাঁকে না ডাকো। এখন যে তোমরা মিথ্যা আরোপ করেছো, শিগগীরই এমন শাস্তি পাবে যে, তার হাত থেকে নিস্তার পাওয়া কারো পক্ষে সম্ভব হবে না।

হে আল্লাহ আমাদেরকে আল কুরআন এর উপর টিকে থাকার এবং মেনে চলার তাওফিক দান করুন। আমি

বিষয়: বিবিধ

১৪৬৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356776
১২ জানুয়ারি ২০১৬ রাত ০৮:০১
শেখের পোলা লিখেছেন : আমিন৷
১৩ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:৪৪
296168
কুয়েত থেকে লিখেছেন : সুম্মা আমিন। আপনাকে ধন্যবাদ
356804
১২ জানুয়ারি ২০১৬ রাত ১১:৩৮
আফরা লিখেছেন : হে আল্লাহ আমাদেরকে আল কুরআন এর উপর টিকে থাকার এবং মেনে চলার তাওফিক দান করুন। আমীন ।
১৩ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:৪৬
296169
কুয়েত থেকে লিখেছেন : হে আল্লাহ আল কুরআন মেনে চলার তাওফিক দাও আমিন ধন্যবাদ আপনাকে
356811
১৩ জানুয়ারি ২০১৬ রাত ০২:১৫
দ্য স্লেভ লিখেছেন : হে আল্লাহ আমাদেরকে আল কুরআন এর উপর টিকে থাকার এবং মেনে চলার তাওফিক দান করুন।
356837
১৩ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:৪৯
কুয়েত থেকে লিখেছেন : ইন্সা আল্লাহ আপনার ইচ্ছা আল্লাহ পুরণ করবেন। আমিন এয়ারাব্বুল আলামিন ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File