আমিই সর্বহারা (প্রথম পোষ্টটা কবিতা দিয়ে শুরু করলাম।)
লিখেছেন লিখেছেন সর্বহারা ০৩ জানুয়ারি, ২০১৩, ০১:১৭:৫২ দুপুর
আমি সর্বহারা
বিষাদে ছেয়ে গেছে স্বপ্ন
ছুয়ে আছে কুয়াশা,
আর্তনাদের বোবা কান্না
সবই যেন ধুয়াশা।
হারানো দিনগুলি যেন
বিষাক্ত কায়া,
নিজের মাঝে লুকিয়ে আছে
কষ্টেরই এক ছায়া।
যারে দিলাম কোমল হাতে
রক্তাক্ত এক গোলাপ,
তার জন্য পাগল হয়ে
করছি এখন প্রলাপ।
তাইতো সবই পর হয়েছে
আমি সঙ্গীহারা,
আমি স্বপ্ন, আমি ছায়া
আমিই সর্বহারা। :(fight)
বিষয়: বিবিধ
১৬০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন