ট্যাঙ্গো এবং ভাইবার
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৯ জানুয়ারি, ২০১৫, ০৩:১০:৪১ দুপুর
স্বৈরাচারের শিকার শেষে
ট্যাঙ্গো এবং ভাইবারও,
কান্ড দেখে ভাবছি তাদের
হইলো সময় যাইবারও।
আচ্ছা বলুন আগে যাদের
হইছিলো খুব করুণ হাল,
তখন কি আর চ্যানেল ছিলো
অনলাইনের এই টাল মাটাল।
চোখ থাকিতেও অন্ধ হইলে
বিবেকটাও বন্ধি রয়,
এমন স্বৈরাচারীরও ঠিক
হইতে থাকে অবক্ষয়।
জনগণের পিঠ ঠেকিলে
থাকবে কি আর চুপ মেরে,
যুদ্ধ মানেই পালটা আঘাত
জান দেওয়া আর নেই কেড়ে।
বিষয়: সাহিত্য
৯০২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন