"দিন বদলের স্বপ্ন"
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১২ জানুয়ারি, ২০১৫, ০২:১২:২৩ দুপুর
দিন বদলের স্বপ্ন দেখায় আসলো আমার খালা
দেখুন এবার গণতন্ত্রের দিন বদলের ফালা।
দিন তো আছে আগের মতো, হইছে বদল নীতি
জনগণের মাঝে এখন বাড়ছে চরম ভীতি।
কথায় কথায় চুপ শালা তুই আমি দেশের রানী
বলবি না কেউ শুনবি শুধুই মিথ্যা আমার বাণী।
বলবে মুখে আয় কাছে তুই, ভয়েই দিবে তালা
ধোঁকাবাজি ও মিথ্যাচারের খৈ ফুটাবে খালা।
প্রজম্মরা দেখছে ভালো নতুন রুপে তাদের
গণতন্ত্রের হত্যাকারী, খেতাব ছিলো কাদের?
অতীষ্ট আজ দেশের মানুষ দিন বদলের জ্বালায়
জনমতের পথটাও রুদ্ধ করে দিলো খালায়।
জনগণের মতের যাদের থাকে মনে ভয়
অতীত ভুলেই তারাই আবার স্বৈরাচারী হয়।
স্বৈরাচারীর পরিণামও আম জনতার জানা
দিন বদলের খেলতে খেলা, নেইতো খালা মানা।
বিষয়: সাহিত্য
১০৯৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন