"সারা দেশ জ্বলছে "

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১০ জানুয়ারি, ২০১৫, ০১:৩৬:০৭ রাত



মন খানা ভালো নেই

নেই গণতন্ত্র,

গিন্নীরও কাছে যেন

আমি এক যন্ত্র।

রাস্তায় বের হতে

গেলেই কি সেই রূপ!

জোরে কথা বললেই

বলে উঠে এই চুপ,

দরোজায় দেয় তালা

লাগবেনা খাদ্য,

খালি পেঠে বাজাইবো

প্রয়োজনে বাদ্য।

টিভি অন করলেই

আহা কি করুণ হাল,

এখানেও হানা দিলো

ঘৃণ্য সে বাকশাল।

ছট ফট করি শুধু

সারা দিন বন্ধী,

জোঁক বুঝে গিন্নীর

সাতে করি সন্ধি।

তার পর তালা খুলে

হলে অবমুক্ত,

বাইরের হাওয়া দেখি

নয় উপযুক্ত।

এখানেও মানুষের

হাত পা বন্ধ,

স্বৈরাচারীর ছুঁড়া

বারুদের গন্ধ।

জুলুমের প্রতিবাদে

সারা দেশ জ্বলছে,

অস্ত্রের জোরে কথা

হায়েনারাও বলছে।

মুক্তির লাগি আজ

সারা দেশ অবরোধ,

আমি শুধু ঘরে পরে

রই ভয়ে নির্বোধ।

বিষয়: সাহিত্য

৯১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File