"চুক্তি করি চলো"

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৮ ডিসেম্বর, ২০১৪, ০১:০৩:০৯ রাত

যদি কথা দাও,তবে চুক্তি করি চলো,

আসবে না আর অশীতিপর বৃদ্ধা মায়ের দু চোখ বেয়ে-

নুনা পানি

ধরপড়ানি,

বুকের পাঁজর বিদ্ধ গুলির জোয়ান ছেলের লাশের মিছিল,

বইবেনা আর পিতার কাঁধে খাটের ভারী কাফন টানি।

কথা দাও প্রিয় জম্মভূমি,

এমন নির্মম কভু হবে না আর যদি বলো,

তবে চুক্তি করি চলো।

ধর্ষিতা আর হবে না মা,বোনটি আমার,গাঁয়ের বধু-

কর্মজীবি চলা নারী

কিংবা বাড়ী,

মানুষ গড়ার বিদ্যা খানায়, মিথ্যা মায়ায় হারায় সতি-

ঝুলবেনা আর বোনটি আমার,শুনবো না আর আহাজারি।

দাওনা কথা প্রিয় স্বদেশ,

হবেনা আর স্বজন হারায় স্বপ্ন কারো এলো মেলো,

তবে চুক্তি করি চলো।

ভন্ডামী আর ভেলকিবাজির চলবে না আর নাট্যশালার-

রাজ্য খানি

মরবে প্রজা চিকিৎসাহীন,অনাহারেই দানা পানি,

ঠক্ ঠকা ঠক্ শীতের মাঝেই কাটবেনা আর রাতের বেলা-

বৃদ্ধা নারী,এতিম শিশুর শুনবোনা হায় আর ফোঁপানি।

এমন যদি স্বাধীনতা দিতে পারো আমায় বলো,

তবে চুক্তি করি চলো।

ধর্ম দল আর বর্ণ প্রথার বিদ্ধেষতা,বিভেদ দলে পায়ের তলে-

যদি পারো

বন্ধ করো,

বন্ধ যদি করতে পারো ধর্ম নিয়ে বিদ্ধেষীদের উস্কানী আর-

বিদ্ধেষতা বাড়া বাড়ি, ঐ হোতাদের কন্ঠ খানি চেপে ধরো।

তোমার চোখে থাকবে না আর উঁচু নিচু কালো ধলো,

তবে চুক্তি করি চলো,

এসো চুক্তি করি তোমার সাথে,স্বাধীনতার নতুন কাজে

রক্ত আবার বিলিয়ে দিবো, তোমার সবুজ শ্যামল মাঝে,

একাত্তরের রাতের মতো, হাড় কাঁপা শীত মাঘের রাতে

ভয় কি তাতে?

খানা খন্দক পারি দেবো অস্ত্র হাতে,

এনে দেবো হারিয়ে যাওয়া-

স্বাধীনতার টুক টুকে লাল সূর্য খানা,

এই তো হলো?

তবে চুক্তি করি চলো,চুক্তি করি চলো,চুক্তি করি চলো।

বিষয়: সাহিত্য

৮৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File