মিথ্যাকে জবাই

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ২৯ নভেম্বর, ২০১৪, ০৬:২৭:৫৪ সন্ধ্যা

মিথ্যাবাদী মানুষ যারা, মিথ্যাকে তার করছে খাড়া

সত্য চাপা দিতে,

এখন সময় কাঁপিয়ে দেওয়ার, মিথ্যাচারের ভিতে।

মিথ্যা দিয়েই ব্যাবসা কারো চলে

অভ্যাসে কেউ মিথ্যা কথা বলে,

কেউবা আবার মিথ্যা দিয়েই করছে মানুষ খুন

মিথ্যা এখন এই সমাজের মস্ত বড় গুন।

লেখক এবং ভন্ড কবি

দেশদরদী বুদ্ধিজীবী,

মিথ্যাচারের করছে খেলা পত্রিকাতেও বেশ

মিথ্যার মাঝে আটকে আছে সোনার বাংলাদেশ।

স্কুল আর কলেজেতেও মিথ্যা চলে

ভার্সিটির শিক্ষকরাও মিথ্যা বলে,

মিথ্যা চলে বড় বড় ডাক্তারদের চেম্বারে

মিথ্যা বলে মন্ত্রী থেকে এই সমাজের মেম্বারে।

মিথ্যা গুণে হচ্ছে যত ক্ষয় ক্ষতি

মিথ্যার লাগি হচ্ছেনা তো এই সমাজের উন্নতি।

মিথ্যাকে রং রূপ দিয়ে কেউ সাঁজায়

মিথ্যার ঢোল জোরেই কেউ বাজায়

কালোকে কেউ সাদা করে মিথ্যার দুধ দিয়ে,

মিথ্যাতে খুব লাগে মজা

মিথ্যা খবর দেখতে তাজা

তাইতো দেশের অবুঝ মানুষ খুশি মিথ্যা নিয়ে।

মিথ্যা দিয়েই চললে এমন এই দেশটার গতি

ভবিষ্যতে প্রজম্মদের বাড়বেই শুধু ক্ষতি।

তাই বলি কি শপথ নিয়ে আসুন এবার সবাই

মিথ্যাচারের সংস্কৃতি মন থেকে দেই জবাই।

বিষয়: সাহিত্য

৯৩১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289621
২৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
অবাক মুসাফীর লিখেছেন : mittha shomachar ... Valo laglo ...
289633
২৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : Music Music ধন্যবাদ আপনাকে
289659
২৯ নভেম্বর ২০১৪ রাত ০৯:২২
ভিশু লিখেছেন : রাষ্ট্রের গোড়া থেকেই মিথ্যার জয়জয়কার।
সাদামাটা সহজ-সরল শান্তিকামী মানুষেরা দিশেহারা। ভালো মানুষদের বসবাসের অযোগ্য করে ছাড়া হয়েছে দেশটাকে।
289675
২৯ নভেম্বর ২০১৪ রাত ১০:২৩
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন। Good Luck Good Luck Rose Rose
289914
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৯
ফেরারী মন লিখেছেন : তাই বলি কি শপথ নিয়ে আসুন এবার সবাই
মিথ্যাচারের সংস্কৃতি মন থেকে দেই জবাই।

আসুন নিজেকে বদলাই। তাহলেই বদলাবে আমাদের পৃথিবী

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File