শত্রু দেশের ধর্মের

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ২৩ নভেম্বর, ২০১৪, ১১:২০:০৪ রাত

তুই কি বেটা নাস্তিক হলি

না কি হইলি আন্ধা,

ইনু মেনন হজ্বে গিয়ে

খাঁটি খোদার বান্দা।।

ক্ষমতা আর লাল পানি খায়

বলিস কি তুই রাম ছাগল,

দলটা কি তোর পাগল ঘোয়াড়

না,দল করিলেই হয় পাগল?

বিয়াদবীর সীমা আছে

সীমা আছে গাদ্দারীর,

জুতা বৃষ্টি হইলে শুরু

বুঝবি মজা মন্ত্রীরীর।।

উঠলে জেগে বীর জনতা

ভাগতে হবে দেশ ছেড়ে,

হজ্বে যাবো আমার টাকায়

বলদ আবার তুই কে রে?



দিন ঘনিয়ে আসছে তোদের

শত্রু দেশের ধর্মের,

হিসসা মতই মিলবে জানিস

এই সব অপকর্মের।।

বিষয়: সাহিত্য

৮৫০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287364
২৩ নভেম্বর ২০১৪ রাত ১১:৪২
আফরা লিখেছেন :
এই সব অপকর্মের হিসাব দিতেই হবে একদিন না একদিন । ভাল লাগল ধন্যবাদ ।
287379
২৪ নভেম্বর ২০১৪ রাত ০১:৩৯
শেখের পোলা লিখেছেন : আমরা হলাম দেশের মাথা,
মোদের নিয়ে টিটকারি!
দাঁড়াও তবে দেখাই মজা,
আইনটারে ফিটকরি৷৷
বঙ্গদিদির আশির্বাদে
ধন্য মোরা এইদেশে,
চেতনটিকে যতন করি
যাহবে তা হোক শেষে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File