কে দেবে তার জবাব?
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ২০ নভেম্বর, ২০১৪, ০৮:৪১:৩৮ রাত
হল দখলের লাশের খবর
অতংকে দেয় নাড়া,
বিদ্যালয়ে লাশের মিছিল
আনলো শত্রু কারা?
আনলো কারা লেখাপড়ায়
ছাত্রের রাজনীতি,
সারা দেশেই করছে বিরাজ
অজানা এক ভীতি!
স্বপ্নে যে মা পাঠিয়ে দিলো
ভার্সিটিতে ছেলে,
লাশ হয়ে সে ফিরবে কেনো
হল দখলে খেলে।
কাদের জন্য হল দখল আর
ক্যাম্পাসে দেয় হানা,
শহীদ সালাম বরকতদের কি
ইতিহাস নেই জানা?
এই কি ছিলো স্বাধীনতার
স্বপ্নে বিভোর জাতির,
কে শেখালো, কেনো এই সব
খেলা আত্নঘাতির।
তবেই কি এই দেশে কি আর
জম্মাবে না গুণী,
আমার দেশের শিক্ষাঙ্গনে
দেখবো শুধুই খুনি।
লাশ হলো যে, মায়ে ছেলে
কে দেবে তার জবাব?
ধোঁকাবাজির রাজনীতিতে
মনুষ্যত্বের অভাব।
বিষয়: সাহিত্য
৯২২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চয়নগুলো জটিল এবং সুসংহত ।
ভাবটি প্রস্ফুটিতভাবে ফুটে উঠেছে ।
অসাধারণ লেখাটি পড়ার সুযোগদানের
জন্য ধন্যবাদ ।শুভকামনা রইল...
মন্তব্য করতে লগইন করুন