খুব প্রয়োজন

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ২০ নভেম্বর, ২০১৪, ০৫:৫০:২১ বিকাল

নতুন কিছু করতে গেলে আসবে বাঁধার পাহাড়

অনাহারেই মরলে মানুষ কেউ দেবেনা আহার।

সমাজ দূষণ দেখলে যারা চাইবেনা আর ফিরে

সমাজ সেবায় আসলে কেউ রাখবে তাকে ঘিরে।

ভালো কাজের তৎপরে যার দেখবেনা তো কিছু

ভালো লোকের কাজ ঠেকাতে থাকবে পিছু পিছু।

কথায় কথায় খৈ ফুটাবে নিজেই নিজের মুখে

অন্য কারো গুণের খবর কূট চালে দেয় রুখে।

খুঁত খুঁতে সেই মানুষ যাদের রোগ ছড়ানো সভাব

জ্ঞানী মনে হলেও তাদের সৎ জ্ঞানের অভাব।

ঘুণ ধরানো পোকার মতোই সমাজে দেয় হানা

নিজেই নিজের ঢোল পিটাবে দাম নেই চার আনা।

তাদের বাঁধায় কথায় যাদের থামবে না সৎ কাজ

এমন সমাজ সেবক নেতার খুব প্রয়োজন আজ।

বিষয়: সাহিত্য

৭৩৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286218
২০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
ফেরারী মন লিখেছেন : হুম এই ঘুণে খাওয়া সমাজকে পুনরুদ্ধারের জন্য একজন বলিষ্ঠ ও সৎ নেতার খুবই দরকার। কবিতা ভালো লেগেছে। Rose
২০ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩৮
229716
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ আপনাকে
286231
২০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩৮
229717
বিদ্রোহী কবি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ জনাব
286242
২০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
অনেক পথ বাকি লিখেছেন : আপনিই শুরু করুন আমরা আছি আপনার সাথে
২০ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩৯
229719
বিদ্রোহী কবি লিখেছেন : পথ বেশি বাকি নেই,বিজয় আসবেই,ধন্যবাদ আপনাকে
286265
২০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
আফরা লিখেছেন : জী অনেক বেশী প্রয়োজন ।
286273
২০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
নিমু মাহবুব লিখেছেন : লেখাটি ভালো লেগেছে। এই রকম আরো পাবো আশা রাখি
Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose
২০ নভেম্বর ২০১৪ রাত ০৮:৪০
229721
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ,দোয়া করুন লেখা দিয়েই যেন নাড়া দিতে পারি
286406
২১ নভেম্বর ২০১৪ সকাল ০৭:০৪
দুর দিগন্তে লিখেছেন : চালিয়ে যান,বিজয় আসবেই,ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File