খুব প্রয়োজন
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ২০ নভেম্বর, ২০১৪, ০৫:৫০:২১ বিকাল
নতুন কিছু করতে গেলে আসবে বাঁধার পাহাড়
অনাহারেই মরলে মানুষ কেউ দেবেনা আহার।
সমাজ দূষণ দেখলে যারা চাইবেনা আর ফিরে
সমাজ সেবায় আসলে কেউ রাখবে তাকে ঘিরে।
ভালো কাজের তৎপরে যার দেখবেনা তো কিছু
ভালো লোকের কাজ ঠেকাতে থাকবে পিছু পিছু।
কথায় কথায় খৈ ফুটাবে নিজেই নিজের মুখে
অন্য কারো গুণের খবর কূট চালে দেয় রুখে।
খুঁত খুঁতে সেই মানুষ যাদের রোগ ছড়ানো সভাব
জ্ঞানী মনে হলেও তাদের সৎ জ্ঞানের অভাব।
ঘুণ ধরানো পোকার মতোই সমাজে দেয় হানা
নিজেই নিজের ঢোল পিটাবে দাম নেই চার আনা।
তাদের বাঁধায় কথায় যাদের থামবে না সৎ কাজ
এমন সমাজ সেবক নেতার খুব প্রয়োজন আজ।
বিষয়: সাহিত্য
৭৩৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন